চাঁদপুরের ফরিদগঞ্জে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার দায়চারা গ্রামের চন্দ্রের বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু নুরজাহান আক্তার (৬) ও নুহা আক্তার (৫) ওই বাড়ির কাউছার-নাজমা দম্পতির মেয়ে।
জানা যায়, কাউছার দম্পতি সপরিবারে ঢাকায় বসবাস করেন। গত কোরবানির ঈদে গ্রামের বাড়িতে আসেন। আগস্টের প্রথম সপ্তাহে স্ত্রীর সন্তান হওয়ার কথা। তাই আর ঢাকায় যাওয়া হয়নি। সোমবার দুপুরে সন্তানসম্ভবা স্ত্রী রান্নার কাজে ব্যস্ত থাকায় দাদির কাছে দুই শিশু বারবার গোসল করার কথা বললে তিনি তাদের একটু পরে গোসল করিয়ে দেবেন বলে অপেক্ষা করতে বলেন। এরই মধ্যে তারা দাদির অপেক্ষা না করে বাড়ির পাশের পুকুরে নেমে যায়। এরপর তারা পুকুরে ডুবে যায়।
স্বজনরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন