কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ১১:০৮ এএম
আপডেট : ২৭ জুলাই ২০২৩, ১১:৩৬ এএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় সাত মাসে পানিতে ডুবে ২৮ মৃত্যু

কুমিল্লা জেলার ম্যাপ।
কুমিল্লা জেলার ম্যাপ।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার আসলামপুর গ্রামে পানিতে ডুবে মারিয়া (১২) ও মিরাজ(৫) নামে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলাটিতে চলতি বছরে পানিতে ডুবে ২৮ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২টায় তাদের মৃত্যু হয়।

জেলা পুলিশের অপমৃত্যুর মামলার তথ্য থেকে জানা গেছে, শুধু পানিতে ডুবে জেলাটিতে চলতি বছরের ৭ মাসে পানিতে ডুবে মৃত্যু হয়েছে ২৮ জনের। ২০২২ সালে জেলায় পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৬৫ জনের। তবে মামলার বাইরে কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর অগোচরে থেকে যাওয়া এমন মৃত্যুর ঘটনাও রয়েছে অনেক।

গত দুই মাসে বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য বিশ্লেষণ থেকে জানা গেছে, জুলাই মাসে ২৭ দিনে পানিতে ডুবে মৃত্যুর সংখ্যা ৯ জন এবং জুন মাসে মৃতের সংখ্যা ৬ জন। নিহতদের সবাই সাঁতার না জানা ২ থেকে ২০ বছরের। একই পরিবারের কিংবা প্রতিবেশী একাধিক শিশু খেলতে গিয়ে পানিতে ডুবে মর্মান্তিক দুর্ঘটনাই ঘটছে বেশি।

এ বিষয়ে কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন নিসর্গ মেরাজ চৌধুরী বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যু কমিয়ে আনতে অবিভাবকদের সচেতনতার পাশাপাশি বাড়ির পার্শ্ববর্তী পুকুর ডোবা বা জলাশয়ে সবুজ বেষ্টনী কিংবা গ্রিন ফেনসিংয়ে উৎসাহিত করা যেতে পারে।

তিনি আরও বলেন, আমরা বাড়ির পাশে জলাশয় বা পুকুরে গাছপালার বেষ্টনী দেওয়াকে উৎসাহিত করছি যেন শিশুরা চাইলেই পুকুরে গিয়ে নেমে যেতে না পারে। এ কার্যক্রমটি উৎসাহিত করা গেলে গ্রামাঞ্চলে পানিতে ডুবে শিশুর মৃত্যুহার কমিয়ে আনা যেতে পারে।

কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক ডা. আজিজুর রহমান সিদ্দিকী বলেন, সাঁতার শেখার বিষয়ে বাধ্যতামূলক নিয়ম করা উচিত। শহরে সিটি করপোরেশন এলাকায় প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে সুইমিংপুলের ব্যবস্থা করতে হবে যাতে স্বল্প খরচে শিশুদের সাঁতার প্রশিক্ষণ দেওয়া যায়। এ ছাড়া বাবা-মাকে শিশুর চলাফেরার বিষয়ে সচেতন হতে হবে। বিশেষ করে গ্রামাঞ্চলে শিশুরা যেন চোখের আড়ালে যেতে অবশ্যই কারো তত্ত্বাবধানে দেওয়া হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে। আবার গ্রিন ফেনসিংয়ের কার্যক্রম শিশুদের নিরাপত্তা বাড়াতে পারে। কারণ পুকুরপাড়ে কোনো প্রতিবন্ধকতা থাকলে শিশুরা পানির দিকে এগিয়ে যাবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়েকজনের পদত্যাগে দলে কোনও প্রভাব পড়বে না : আখতার

বিপিএল : মাথায় আঘাত পেয়ে হাসপাতালে টাইগার পেসার

এক যাযাবরের বিশ্বজয়ের গল্প

প্রসংসায় ভাসছেন জোভান-পায়েল

যে কোনো এলাকা থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন তারেক রহমান : রিজভী

কার প্রেমে মজলেন নোরা?

সিইসির সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক

মনোনয়নপত্র দাখিল করলেন অ্যাডভোকেট ফজলুর রহমান

এখনো নাহিদের সিদ্ধান্তের ওপরেই আস্থা এনসিপি নেত্রী পারুলের

যাচাই শেষে ৭১ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল

১০

গুলশান কার্যালয়ে অফিস করলেন তারেক রহমান

১১

যুবদল নেতা মোহাম্মদ আইয়ুব খানের উদ্যোগে রাতে স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার

১২

জামায়াতের সঙ্গে জোট, নাহিদ ইসলামকে ১৭০ নেতার চিঠি

১৩

ডামুড্যায় নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করলেন নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৪

দেশীয় শোবিজে এ বছরের আলোচিত বিয়ে

১৫

৩৫ বছর বয়সে প্রাণ গেল সাবেক ডিফেন্ডারের

১৬

পুনরায় উত্তরা ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন মো. ফয়সাল

১৭

হাদি হত্যায় গ্রেপ্তার ভারতীয় দুই সহযোগীর পরিচয় শনাক্ত

১৮

শীতকালে ত্বক দীর্ঘসময় কোমল রাখতে লোশন ব্যবহারের সেরা সময়

১৯

হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ

২০
X