ময়মনসিংহের গফরগাঁয়ে ডাকাতি করতে গিয়ে শিক্ষক হত্যা মামলায় দুই ভাইসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে ময়মনসিংহের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুদীপ্তা সরকার এই রায় দেন। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন পাগলা থানার বাশিয়া গ্রামের সাফত আলীর দুই ছেলে আ. রশিদ ও আ. রাশিদ, রজব আলীর ছেলে আবুল বাসার, সেকান্দার আলীর ছেলে মো. জিন্নাহ, বিরই এলাকার সিরাজ উদ্দিনের ছেলে মো. রাসেল।
আদালতের রাষ্ট্র পক্ষের সহকারি আইনজীবি সঞ্জীব সরকার সঞ্জু এই তথ্য নিশ্চিত করে জানান, গফরগাঁয়ের বাশিয়া গ্রামের শিক্ষক মাহবুবুল আলমের সাথে দণ্ডপ্রাপ্তদের আগের বিরোধ ছিল। সেই বিরোধের জেরে শিক্ষক মাহবুবুল আলমের বাড়িতে ডাকাতির পরিকল্পনা করেন তারা।
পরিকল্পনা অনুযায়ী ২০১২ সালের ১৯ এপ্রিল শিক্ষক মাহবুবুল আলমের বাড়িতে হামলা করে তাকে হত্যা করেন। এই ঘটনার দুই দিন পর (২১ এপ্রিল) নিহত শিক্ষক মাহবুবুল আলমের স্ত্রী হেনা পারভীন বাদী হয়ে গফরগাঁও থানায় মামলা করেন।
মামলায় ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে পাঁচজন অভিযুক্তের উপস্থিতিতে বিচারক এ রায় দেন।
মন্তব্য করুন