তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪, ০৯:০২ এএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ০৯:৫৪ এএম
অনলাইন সংস্করণ

শীতে কাঁপছে উত্তরাঞ্চল, তাপমাত্রা কত

তেঁতুলিয়ার শীতের সকালের দৃশ্য। ছবি : কালবেলা
তেঁতুলিয়ার শীতের সকালের দৃশ্য। ছবি : কালবেলা

হিমালয়ের কাছাকাছি হওয়ায় হিমেল বাতাসে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা আরও কমতে শুরু করেছে। একইসঙ্গে হালকা ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পথঘাট ও প্রকৃতি। গত এক সপ্তাহ ধরে ১১ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে তাপমাত্রা।

শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

পঞ্চগড় জেলার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সকাল ও রাতে হিমালয় থেকে বয়ে আসা হিমশীতল ঠান্ডা বাতাসে তাপমাত্রা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। সকাল থেকেই বিভিন্ন শ্রমজীবীদের মাঝে কর্মচাঞ্চল্যতা দেখা গেছে। শীতের মাত্রা কমে যাওয়ায় নদীতে পাথর উত্তোলন, বোরো আবাদসহ বিভিন্ন প্রাত্যহিক কাজে ব্যস্ততা বেড়ে যেতে দেখা গেছে।

স্থানীয়রা জানায়, নভেম্বর মাসের শেষের দিকে যে শীত ছিল তা কমে গেছে এই কয়েকদিনে। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কনকনে শীত অনুভব হলেও সূর্য উঠে যাওয়ায় স্বস্তি মিলেছে। কাজ করতে সমস্যা হচ্ছে না। একই কথা জানান গ্রামীণ নারীরাও।

তবে শীতের কারণে পাল্লা দিয়ে বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া, অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্টসহ শীতজনিত বিভিন্ন রোগ। এসব রোগে আক্রান্ত হয়ে জেলা ও উপজেলার হাসপাতালগুলোর আউটডোরে চিকিৎসা নিচ্ছেন স্থানীয়রা।

এদিকে জীবিকার তাগিদে হিমশীতল ঠান্ডা উপেক্ষা করেই কাজে বের হচ্ছেন শ্রমজীবী মানুষজন। তবে আবহাওয়া ওঠানামা করায় ঠান্ডার কারণে বিপাকে পড়েছে কর্মজীবী মানুষ।

পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যেবক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় কালবেলাকে জানান, গতকাল বৃহস্পতিবারের (২৮ নভেম্বর) তুলনায় তাপমাত্রা আজকে ০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। তবে ভোর থেকে আজকে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১২.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সামনের দিকে দিন দিন তাপমাত্রা আরও কমতে শুরু করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সাময়িক বরখাস্ত 

‘সংস্কারবিহীন কোনো নির্বাচন জামায়াত গ্রহণ করবে না’

মায়ামি ছেড়ে ‘লোনে’ ইউরোপে ফিরছেন মেসি!

স্ত্রী তালাক দেওয়ায় ছুরিকাঘাতে হত্যা, অতঃপর...

৫ লাখ ‘ওয়ার্ক পারমিট ভিসা’ দেবে ইতালি

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিসের কর্মসূচি ঘোষণা

সমুদ্রতীরবর্তী ক্যাফেতে বোমা হামলা, বহু নিহত

ছবিতে প্রথমে কী দেখতে পাচ্ছেন, উত্তরই বলে দেবে আপনার কাছে কিসের গুরুত্ব বেশি

হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে খেলোয়াড়দের ছাঁটাই করল আয়াক্স

জাতীয় ঐক্য অনুষ্ঠানে প্রধান অতিথি খালেদা জিয়া

১০

ডিএসইর ভারপ্রাপ্ত এমডি আসাদুর রহমান

১১

বাংলাদেশে টয়োটার নতুন উদ্যোগ, বিক্রয়োত্তর সেবায় থাকবে নিরবচ্ছিন্ন সুবিধা

১২

সিরিয়াকে বড় সুখবর দিলেন ট্রাম্প

১৩

গবেষণা / অকালমৃত্যুর ঝুঁকিতে দেড় কোটি মানুষ

১৪

শহীদ আবু সাঈদের কবর থেকে ‘জুলাই পদযাত্রা’ শুরু

১৫

৯ শিক্ষার্থী নিয়ে ব্রহ্মপুত্র নদে ডুবে গেল নৌকা

১৬

স্বৈরাচারের লক্ষণ দেখামাত্রই যেন বিনাশ করতে পারি: প্রধান উপদেষ্টা

১৭

শতবর্ষী কড়ই গাছের ভেতরে জ্বলছে আগুন

১৮

ঢালাইয়ের সময় ছাদের কার্নিশ ভেঙে পড়ে ৩ জনের মৃত্যু

১৯

‘প্রমাণিত হলো, আ.লীগ কখনোই শোধরাবে না’

২০
X