নাটোর প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৬:২৫ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : দুলু

নাটোর শহরে এক স্মরণসভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : কালবেলা
নাটোর শহরে এক স্মরণসভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। হিন্দুস্থানের লোকজন কোনো কারণ ছাড়াই মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে আমাদের দেশের হিন্দু-মুসলিম সুসম্পর্ক নষ্ট করার পাঁয়তারা করছে।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) বিকেলে নাটোর শহরের কানাইখালি বাস মালিক সমিতির সামনে আয়োজিত নিহত নাটোর পৌর ছাত্রদলের যুগ্ম সম্পাদক সুজনের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

দুলু বলেন, ‘ভারতীয় সন্ত্রাসীরা প্রকাশ্যে মিছিল নিয়ে এসে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনারের কার্যালয়ে হামলা করেছে। আমাদের দেশের জাতীয় পতাকা পুড়িয়ে দিয়েছে। এসব কর্মকাণ্ড দুঃখজনক। এগুলো মেনে নেওয়ার মতো নয়। আন্তর্জাতিক আইনে যে কোনো দেশের হাইকমিশন কার্যালয়ের নিরাপত্তা দেওয়া সেই দেশের দায়িত্ব। ভারত সরকার তা পালন করতে ব্যর্থ হয়েছে। উলটো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলাদেশে শান্তিরক্ষা মিশন পাঠানোর মতো হাস্যকর কথা বলেছেন।’

দুলু আরও বলেন, ‘স্বাধীনতার পর যে কোনো সময়ের চেয়ে বর্তমানে দেশের সনাতন ধর্মের লোকেরা ভালো ও নিরাপদে আছেন। এখানে কোনো হামলা নির্যাতনের ঘটনা ঘটছে না। অথচ ভারতের কিছু মিডিয়ায় মিথ্যা সংবাদ প্রচারের মাধ্যমে উসকানি দেওয়া হচ্ছে। বাংলাদেশের মানুষ সব সময় হিন্দু মুসলমান বৌদ্ধ খিস্টান সবাই মিলে মিশে বসবাস করেন। আমাদের প্রিয় মাতৃভূমি নিয়ে কোনো ষড়যন্ত্র হলে সবাই মিলে রুখে দেওয়া হবে।’

তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে যেমন দেশের মানুষ ধর্মবর্ণ ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধে মিলিয়ে যুদ্ধ করেছে তেমনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ওপরে কোনো আঘাত আসলে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশকে এগিয়ে নিতে হলে ঐক্যের কোনো বিকল্প নেই। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে দলমত নির্বিশেষে বৃহত্তর জাতীয় ঐক্য দরকার। দেশ ও জনগণের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার সহযোগীরা ভারতে পালিয়ে থেকে মিথ্যা প্রচারণার মাধ্যমে মানুষকে ভুল বোঝানোর অপচেষ্টা করছে। বাংলাদেশে নির্মম গণহত্যা পরিচালনাকারী পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের বিষয়ে দেশের মানুষকে সচেতন থাকতে হবে।’

জানা যায়, ২০১৩ সালের ২ ডিসেম্বর নাটোর ফায়ার সার্ভিসের সামনে বিএনপির হরতালে পিকেটিং করার সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে ঘটনাস্থলে শহর ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাইফুজ্জামান সুজন নিহত হন।

জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মারুফুল ইসলাম সৃজনের সঞ্চালনায় স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, কাজী শাহ আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল, নাটোর পৌর বিএনপির আহ্বায়ক এমদাদুল হক আল মামুন, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘরে বসেই ঘন ও স্বাস্থ্যবান চুল পেতে মেনে চলুন এই ৭ টিপস

সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে : প্রধান উপদেষ্টা 

বিশ্বের সবচেয়ে বয়স্ক মুরগি

জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মীকে হত্যা, আ.লীগ নেতা মানিক গ্রেপ্তার

নতুন মামলায় গ্রেপ্তার পলক-আতিক, রিমান্ডে কিরণ

কক্সবাজারে মাহিন গ্রুপের ২ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

ভক্তদের চমকে দিলেন হানিয়া আমির

রক্তের দাগ অনুসরণ করে মিলল অটোচালকের মরদেহ

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বাহক এডিস মশার ঘনত্ব জরিপ গতিশীল হোক

ডাকসুর পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা ছাত্রদলের

১০

জুলাই হত্যাযজ্ঞ / পুলিশ কর্মকর্তা সাজ্জাদের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ

১১

বিল বেশি আসায় লাইনম্যানকে ‘মারধর’, মিটার খুলে নিল বিদ্যুৎ অফিস

১২

নেদারল্যান্ডস সিরিজ খেলবেন না মিরাজ

১৩

ভয়াবহ অভিযানের দ্বিতীয় ধাপ অনুমোদন, গাজার পথে ৬০ হাজার ইসরায়েলি সেনা

১৪

রাতের আঁধারে সরকারি ৩০০ বস্তা সার আটক

১৫

'ওয়ার ২'-এর সাফল্যের মাঝে প্রিয়জন হারালেন জুনিয়র এনটিআর

১৬

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকাকে ‘পেছনে’ ফেলে ইতিহাস সালাহ’র

১৭

তেরোখাদায় পারভেজ মল্লিকের রাজনৈতিক কার্যালয় উদ্বোধন

১৮

দাঁত ব্রাশ করার পরও মুখে দুর্গন্ধ? চিন্তা নেই, রইল সহজ ৬ সমাধান

১৯

৪ নারীকে ধর্ষণসহ ৩২ অভিযোগে ক্রাউন প্রিন্সেসের ছেলের বিচার শুরু

২০
X