রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

রেশম খাতকে পুনরুজ্জীবিত করা হবে : বিএসডিবি মহাপরিচালক

রাজশাহীতে রেশম বোর্ডের সভাকক্ষে অংশীজনদের কর্মশালায় অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা
রাজশাহীতে রেশম বোর্ডের সভাকক্ষে অংশীজনদের কর্মশালায় অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের (বিএসডিবি) মহাপরিচালক মো. আনোয়ার হোসেন বলেছেন, রাজশাহী অনাদিকাল থেকে রেশমের জন্য বিখ্যাত হলেও গত কয়েক দশক ধরে বিভিন্ন কারণে এই খ্যাতি বিলুপ্তির পথে। তবে অংশীজনদের সমন্বিত প্রচেষ্টায় প্রাকৃতিক সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে ঐতিহ্যবাহী এই রেশম খাতকে ফের পুনরুজ্জীবিত করা হবে।

বুধবার (৪ ডিসেম্বর) রাজশাহীতে রেশম বোর্ডের সভাকক্ষে অংশীজনদের নিয়ে আয়োজিত কর্মশালায় এ আশা প্রকাশ করেন তিনি।

এসময় মহাপরিচালক বলেন, রাজশাহীর বাঘা ও চারঘাট উপজেলা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় অধিকাংশ গ্রামবাসী নিয়মিত গৃহস্থালি কাজের পাশাপাশি রেশম পোকার চাষ করছেন। এর মাধ্যমে অনেক গ্রামীণ মানুষ তাদের জীবনযাত্রার মান উন্নয়নের পথ পেয়েছে। প্রান্তিক ও ভূমিহীন মানুষরা বিশেষ করে নারীদের রেশম চাষে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের জীবন-জীবিকার অবস্থার উন্নতি করা সম্ভব হয়েছে। পাশাপাশি তাদের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, রেশম উৎপাদন বাড়ানোর চূড়ান্ত লক্ষ্য নিয়ে প্রধান ফসল হিসেবে তুঁত চাষে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। ফলে রেশম চাষের নার্সারি আধুনিকায়নের পাশাপাশি ঈশ্বরদী, রংপুর, কুমিল্লা, কোনাবাড়ী ও বগুড়া নার্সারি কেন্দ্রে তুঁত গাছ ও কোকুন উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া, বর্তমানে বসতবাড়ি ও রাস্তার পাশের ফাঁকা জায়গায় তুঁত গাছের চাষ করা হচ্ছে। উচ্চ-ফলনশীল তুঁত বাগান স্থাপন এবং উন্নতমানের রেশম কোকুন উৎপাদনের জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সক্ষমতা বাড়াতে মডেল হিসেবে সম্ভাব্য এলাকায় প্রায় ২৩টি আদর্শ রেশম চাষের গ্রাম গড়ে তোলা হয়েছে।

তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিকরণ শীর্ষক এই অংশীজন সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রেশম বোর্ডের পরিচালক এমদাদুল বারী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রায়না আহমেদ, প্রোগ্রামার আমিনুল ইসলাম। এসময় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন নাসিমা খাতুন।

এ ছাড়া সভায় শিক্ষক, মসজিদের ইমাম, বিএসডিবি কর্মকর্তা, রেশম চাষি ও সাংবাদিকরা অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধেয়ে আসছে অতি ভারী বৃষ্টিবলয় ‘স্পিড’, কবে কোথায় প্রভাব ফেলবে

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে যে সিদ্ধান্ত নিল ভারত সরকার

ইমিগ্রেশনের সময় যে ৭ কথা বললেই মহাবিপদ

সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর

৮ মামলায় ইমরান খানের জামিন

মাদ্রাসাপ্রধানদের জন্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা

বরাদ্দ পেল বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

স্থিতিশীল অর্থনীতির জন্য গ্যাস উৎপাদন বাড়ানোর দাবি ব্যবসায়ীদের

কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা

যে বয়সের আগেই শিশুকে ৮ শিক্ষা দেওয়া জরুরি

১০

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ‘চাঁদাবাজ’ আখ্যা প্রধান শিক্ষকের, তদন্তে কমিটি

১১

চট্টগ্রাম-৩ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী মিল্টন ভুঁইয়া

১২

বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নিয়ে ‘সুখবর’ পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা

১৩

ফেসবুক পেজ জনপ্রিয় করার ৮ কৌশল

১৪

বাড়ির আঙিনায় বিষধর পদ্মগোখরা, অতঃপর...

১৫

মোবাইল দিয়েই ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলার ৫ কৌশল

১৬

বরইতলা নদীর ‘বাঁধ’ এখন মৃত্যু যন্ত্রণায় কাতর

১৭

ইস্পাত খাতে বিশেষ তহবিল চান ব্যবসায়ীরা

১৮

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহী পাকিস্তান

১৯

উপকূলজুড়ে টানা বৃষ্টিপাত, জনজীবনে দুর্ভোগ

২০
X