কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৭ এএম
অনলাইন সংস্করণ

নিমিষেই কৃষকের স্বপ্ন শেষ

ফসলে আগুন দেওয়ায় মাথায় হাত দিয়ে বসে আছেন কৃষক। ছবি : কালবেলা
ফসলে আগুন দেওয়ায় মাথায় হাত দিয়ে বসে আছেন কৃষক। ছবি : কালবেলা

কুষ্টিয়ার কৃষক নাসিম মিয়া অন্যের কাছ থেকে তিন বিঘা জমি লিজ নিয়ে ধান আবাদ করেছিলেন। ফলনও ভালো হয়েছিল। তবে সেই ধান আর ঘরে তুলতে পারেননি তিনি। মাঠেই পেট্রলের আগুনে জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। চরম অভাব-অনটনের মধ্যে এমন দুর্ঘটনা যেন মড়ার ওপর খাঁড়ার ঘায়ের মতো অবস্থা। কী করবেন, কীভাবে চলবেন তা নিয়ে দুশ্চিন্তার যেন শেষ নেই নাসিম মিয়ার পরিবারে।

বুধবার (৪ ডিসেম্বর) রাতে নাসিম মিয়ার নিজ গ্রাম কুষ্টিয়া সদর উপজেলার পিয়ারপুর গ্রামের লক্ষ্মীপুর মাঠে এ দুর্ঘটনা ঘটে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানা নেই কারও।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, পিয়ারপুর গ্রামের কৃষক নাসিম মিয়া তার নিজ এলাকা লক্ষ্মীপুর মাঠে দেড় বিঘা জমিতে ধানের আবাদ করেছিলেন। ফলনও অন্যবারের তুলনা ভালো হয়েছে। কেটে ওই ধান শুকানোর পর বাড়িতে তুলবেন আজকালের মধ্যেই। এ জন্য চারটি আলাদা স্থানে স্তূপ করে রাখেন তিনি। কিন্তু বৃহস্পতিবার মধ্যরাতে হঠাৎ করেই সেই ধানের গাদায় আগুন লেগে মুহূর্তের মধ্যেই সব ধান ভস্ম হয়ে যায়। ঘটনাস্থলে পেট্রলের বোতল পাওয়া যায়।

ভুক্তভোগী কৃষক নাসিম মিয়া জানান, ধারদেনা করে তিন বিঘা জমি লিজ নিয়েছিলাম। লিজকৃত ওই জমিতে ধানের আবাদ করি। এবার ধানের ফলনও ভালো হয়। এমতাবস্থায় এ ক্ষতি অপূরণীয়। তিনি বলেন, আমার কোনো শত্রু ছিল না। তবে স্থানীয় কিছু ছেলে ধানক্ষেতে তছরুপ করায় তাদের বকাবকি করি। তারাও এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

তিনি জানান, আমরা খুব অভাবি। ধান পুড়ে যাওয়ায় কী খেয়ে বাঁচবেন সেই দুশ্চিন্তায় পড়েছেন। ঘটনার প্রতিবাদে মাঠে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা। অবিলম্বে দোষীদের আইনের আওতায় নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

কুষ্টিয়া মডেল থানার ওসি শিহাবুর রহমান জানান, ঘটনাস্থলে আমার ফোর্স গিয়েছিল। তাতে মনে হয়েছে কেউ আগুন লাগিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুফী মোহাম্মদ রফিকুজ্জামান জানান, বিষয়টি শুনে খুব কষ্ট পেয়েছি। তবে গরিব এই কৃষক পরিবারকে কোনো প্রণোদনা দেওয়া যায় কি না, তা দেখা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখন পর্যন্ত যে ৩০ দল পেল বিশ্বকাপের টিকিট

পুলিশ হেফাজতে থাকাবস্থায় মিডিয়ায় আসামির বক্তব্য, আরএমপি কমিশানরকে আদালতে তলব

বার্সার ইতিহাসের সেরা পাঁচ ব্রাজিলিয়ানের নাম জানালেন রাফিনহা

বিহার / সবচেয়ে কম বয়সী বিধায়ক কে এই তরুণী

আশরাফুলের লাশ কেটে ২৬ টুকরা, আরও চাঞ্চল্যকর তথ্য জানাল র‌্যাব

বিহারের ফলাফলে অবাক রাহুল গান্ধী

ফারিণের প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘ফড়িং ফিল্মস’

আ.লীগ ফেসবুকভিত্তিক প্রতিবাদী দলে পরিণত হয়েছে : প্রেস সচিব

সাতসকালে বাসে আগুন

নীতীশ কুমারের জাদুকরী নেতৃত্বে এনডিএর চমক

১০

ঢাকায় শীতের আমেজ

১১

বিহারে এনডিএ জোটের বড় জয়

১২

রাজধানীর খিলগাঁওয়ে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

খুনি হাসিনার নির্দেশে কেউ অপকর্মে জড়াবেন না : জামান মোল্লা

১৪

যে ১০ আচরণ ভালো ও সুন্দর সম্পর্কের ইঙ্গিত দেয়

১৫

আলপনা আঁকা অনিন্দ্যসুন্দর প্রজাপতি জংলাবিড়া

১৬

সোহরাওয়ার্দীতে খতমে নবুওয়ত মহাসম্মেলনে উপচে পড়া ভিড়

১৭

বিশ্বকাপ থেকে বাদ আর্জেন্টিনা

১৮

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কাকরান একাদশ

১৯

এশিয়ার বাজারে চালের দাম কমতির দিকে

২০
X