নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে শিমরাইল ক্যাম্পের হাইওয়ে পুলিশ।
শনিবার (১২ আগস্ট) সকালে তাদের সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে গতকাল শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর পশ্চিম পাড়ে শিমরাইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চারজন হলেন কাউসার (১৯), সাগর হোসেন (২০), আব্দুর রহমান (২১) ও মিলন (১৯)।
কাঁচপর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই এ কে এম শরফুদ্দিন জানান, ওই চারজন দীর্ঘদিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাই করে আসছিলেন। শুক্রবার রাতে দুই কিশোরের কাছ থেকে ছিনতাই করার সময় তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তাদের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তা বলেন, ‘ছিনতাইয়ের অভিযোগে চারজনের নামে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।’
মন্তব্য করুন