সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

বহিরাগতদের ডেকে শিক্ষার্থীদের পেটালেন শিক্ষক

বহিরাগতদের এনে শিক্ষার্থীদের মারধর। ছবি : কালবেলা
বহিরাগতদের এনে শিক্ষার্থীদের মারধর। ছবি : কালবেলা

জামালপুরে সরিষাবাড়ীতে বহিরাগতদের দিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধরের অভিযোগ উঠেছে সহকারী শিক্ষকের বিরুদ্ধে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাটাবুগা দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

মাদ্রাসা ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টায় শিক্ষার্থীরা মাদ্রাসায় পরীক্ষা দিতে যায়। এ সময় ৯ম শ্রেণির কক্ষে ময়লা-আবর্জনা থাকায় শিক্ষার্থীরা আয়া আঞ্জুমান আরাকে ক্লাসরুম পরিষ্কার করতে বলে। কিন্তু আয়া ক্লাসরুম পরিষ্কার করতে অনীহা প্রকাশ করে। পরে এ নিয়ে আয়া ও শিক্ষার্থীদের মাঝে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আয়া আঞ্জুমানারার স্বামী ও ওই মাদ্রাসার সহকারী শিক্ষক রমজান আলী বিষয়টি শুনে শিক্ষার্থীদের ওপর ক্ষিপ্ত হয়ে বলেন, ‘আমার বউ এসব করতে পারবে না।’

পরে এ নিয়ে শিক্ষক রমজান আলীর ওপর ক্ষিপ্ত হন শিক্ষার্থীরা। পরে রমজান আলী ফোন করে বহিরাগত লোকজন এনে শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধর করায়। এতে আহত হন মাদ্রাসার নিরাপত্তাকর্মী রুহুল আমিন, ৯ম শ্রেণির শিক্ষার্থী আল-আমিন, শাকিল, সোহানসহ অন্তত ১০ জন। পরে খবর পেয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা, একাডেমিক সুপারভাইজার ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে আহত শিক্ষার্থী আল-আমিন, শাকিল ও সোহান জানান, আয়া মাদ্রাসায় আসেন না, আসলেও তার সঙ্গে কথা বলা যায় না। আয়া আঞ্জুমান আরাকে খালা ডাকলে তিনি রেগে যান। তাকে ম্যাডাম ডাকতে বলেন। কিছু বলতে গেলে তার স্বামী রমজান স্যার পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি দেন। আয়াকে কক্ষ পরিষ্কার করতে বলায় বহিরাগত লোকজন এনে তারা আমাদের মারধর করেছে।

মাদ্রাসার নিরাপত্তাকর্মী রুহুল আমিন বলেন, আঞ্জুমান আরা এবং তিনি একইসঙ্গে চাকরি নিয়েছেন। কিন্তু তিনি নিয়মিত দায়িত্ব পালন করলেও আয়া অনুপস্থিত থাকেন। শুধু মাস শেষে হাজিরা খাতায় স্বাক্ষর করে বেতন তুলে নেন। আয়ার কাজগুলোও আমাদেরই করতে হয়। বহিরাগত লোকজন এনে ছাত্রদের ওপর হামলার সময় প্রতিবাদ করায় আমাকেও মারধর করে।

অভিযুক্ত শিক্ষক রমজান আলীর কাছে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে তার কোনো বক্তব্য নেই। তিনি আইনগত ব্যবস্থা নেবেন বলে স্ত্রীকে নিয়ে চলে যান।

মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট আইয়ুব আলী বলেন, আয়া আঞ্জুমান আরা ও তার স্বামী রমজান আলীকে অফিসিয়ালভাবে বারবার সতর্ক করা হলেও কোনো পরিবর্তন হননি। বরং বিভিন্ন সময় দলীয় প্রভাবে হুমকি-ধমকি এবং বহিরাগত লোকজন নিয়ে শিক্ষক-কর্মচারীদের নানাভাবে লাঞ্ছিত করেন। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, হামলা-মারধরের বিষয়টি শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এর আগেও অভিযুক্ত ওই দম্পতির বিরুদ্ধে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠিত হয়েছে। শিগগিরই তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।

সরিষাবাড়ী থানার ওসি মো. চাঁদ মিয়া বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের মানুষকে বাঁচাতে হলে বিএনপির বিকল্প নেই: আব্দুস সালাম

ইসরায়েলের পাঁচ সামরিক ঘাঁটিতে হামলা চালায় ইরান

‘আগামী নির্বাচনে ইসলামপন্থিদের ভোটের বাক্স হবে একটাই’

লঙ্কানদের বিপক্ষে ফাইফারের পর যা বললেন তানভীর

হবিগঞ্জে ছাত্রলীগের দুই নেতা আটক

আঘাত, লাল কার্ড, বিদায়—সব পেছনে ফেলে সেমিতে পিএসজি

৬ জুলাই / বিক্ষোভে উত্তাল দেশ, ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা

নারী দলের জন্য গভীর রাতে অভিনব সংবর্ধনার আয়োজন

পুরোনো খেলায় নতুন প্লেয়ার হতে আসিনি, খেলার নিয়ম বদলাতে এসেছি: নাহিদ ইসলাম

ক্যান্সার আক্রান্ত জিসানের চিকিৎসার খোঁজ নিলেন তারেক রহমান

১০

সিরিয়ার নতুন জাতীয় প্রতীক ‘সোনালী ঈগল’, অর্থ কী ও কেন?

১১

‘বিআইটি মডেল’ বাস্তবায়ন দাবিতে উত্তাল ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ

১২

প্রতিদ্বন্দ্বিতামূলক উৎসবমুখর নিরপেক্ষ নির্বাচন চায় বিএনপি : প্রিন্স

১৩

তপশিল ঘোষণার পর জোট বিষয়ে সিদ্ধান্ত হবে : ফারুক

১৪

কুমিল্লায় ৩ খুনের নেতৃত্বে ছিলেন চেয়ারম্যান-মেম্বার

১৫

চালের দাম নিয়ে সুখবর দিলেন খাদ্য উপদেষ্টা

১৬

আন্তর্জাতিক ইসলামি সংগঠনের প্রতিনিধির সঙ্গে ছাত্রশিবিরের সভা

১৭

প্রধান উপদেষ্টা নির্বাচনের ঘোষণা দিয়েছেন : ধর্ম উপদেষ্টা

১৮

বিচার ও সংস্কারকে নির্বাচনের মুখোমুখি না করার আহ্বান সাকির

১৯

বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানে হামলা

২০
X