সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

বহিরাগতদের ডেকে শিক্ষার্থীদের পেটালেন শিক্ষক

বহিরাগতদের এনে শিক্ষার্থীদের মারধর। ছবি : কালবেলা
বহিরাগতদের এনে শিক্ষার্থীদের মারধর। ছবি : কালবেলা

জামালপুরে সরিষাবাড়ীতে বহিরাগতদের দিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধরের অভিযোগ উঠেছে সহকারী শিক্ষকের বিরুদ্ধে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাটাবুগা দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

মাদ্রাসা ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টায় শিক্ষার্থীরা মাদ্রাসায় পরীক্ষা দিতে যায়। এ সময় ৯ম শ্রেণির কক্ষে ময়লা-আবর্জনা থাকায় শিক্ষার্থীরা আয়া আঞ্জুমান আরাকে ক্লাসরুম পরিষ্কার করতে বলে। কিন্তু আয়া ক্লাসরুম পরিষ্কার করতে অনীহা প্রকাশ করে। পরে এ নিয়ে আয়া ও শিক্ষার্থীদের মাঝে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আয়া আঞ্জুমানারার স্বামী ও ওই মাদ্রাসার সহকারী শিক্ষক রমজান আলী বিষয়টি শুনে শিক্ষার্থীদের ওপর ক্ষিপ্ত হয়ে বলেন, ‘আমার বউ এসব করতে পারবে না।’

পরে এ নিয়ে শিক্ষক রমজান আলীর ওপর ক্ষিপ্ত হন শিক্ষার্থীরা। পরে রমজান আলী ফোন করে বহিরাগত লোকজন এনে শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধর করায়। এতে আহত হন মাদ্রাসার নিরাপত্তাকর্মী রুহুল আমিন, ৯ম শ্রেণির শিক্ষার্থী আল-আমিন, শাকিল, সোহানসহ অন্তত ১০ জন। পরে খবর পেয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা, একাডেমিক সুপারভাইজার ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে আহত শিক্ষার্থী আল-আমিন, শাকিল ও সোহান জানান, আয়া মাদ্রাসায় আসেন না, আসলেও তার সঙ্গে কথা বলা যায় না। আয়া আঞ্জুমান আরাকে খালা ডাকলে তিনি রেগে যান। তাকে ম্যাডাম ডাকতে বলেন। কিছু বলতে গেলে তার স্বামী রমজান স্যার পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি দেন। আয়াকে কক্ষ পরিষ্কার করতে বলায় বহিরাগত লোকজন এনে তারা আমাদের মারধর করেছে।

মাদ্রাসার নিরাপত্তাকর্মী রুহুল আমিন বলেন, আঞ্জুমান আরা এবং তিনি একইসঙ্গে চাকরি নিয়েছেন। কিন্তু তিনি নিয়মিত দায়িত্ব পালন করলেও আয়া অনুপস্থিত থাকেন। শুধু মাস শেষে হাজিরা খাতায় স্বাক্ষর করে বেতন তুলে নেন। আয়ার কাজগুলোও আমাদেরই করতে হয়। বহিরাগত লোকজন এনে ছাত্রদের ওপর হামলার সময় প্রতিবাদ করায় আমাকেও মারধর করে।

অভিযুক্ত শিক্ষক রমজান আলীর কাছে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে তার কোনো বক্তব্য নেই। তিনি আইনগত ব্যবস্থা নেবেন বলে স্ত্রীকে নিয়ে চলে যান।

মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট আইয়ুব আলী বলেন, আয়া আঞ্জুমান আরা ও তার স্বামী রমজান আলীকে অফিসিয়ালভাবে বারবার সতর্ক করা হলেও কোনো পরিবর্তন হননি। বরং বিভিন্ন সময় দলীয় প্রভাবে হুমকি-ধমকি এবং বহিরাগত লোকজন নিয়ে শিক্ষক-কর্মচারীদের নানাভাবে লাঞ্ছিত করেন। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, হামলা-মারধরের বিষয়টি শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এর আগেও অভিযুক্ত ওই দম্পতির বিরুদ্ধে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠিত হয়েছে। শিগগিরই তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।

সরিষাবাড়ী থানার ওসি মো. চাঁদ মিয়া বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যাচ চলাকালে প্রকাশ্যে খেলোয়াড়কে খুন

জানা গেল আইপিএলে মুস্তাফিজের সম্ভাব্য গন্তব্য

দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

আইপিএলের নিলাম আজ: কোন দলের হাতে কত টাকা আছে

বাংলাদেশকে নিয়ে সেমিফাইনালে শ্রীলঙ্কা

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে আটক

‘যেন-তেন নির্বাচন হলে বর্তমান প্রজন্ম সেটা গ্রহণ করবে না’

সুপ্রিম কোর্টের ক্যান্টিনে আগুন

জয়-পরাজয়ের ঊর্ধ্বে জনগণের অধিকার : ইশরাক

ঝুট ও ফোমের গুদামে ভয়াবহ আগুন

১০

বিজয়ের ইতিহাসে মানুষের শক্তি, প্রকৌশলীর ভূমিকা ও জাতীয়তাবাদী চেতনা

১১

৫৩ বছর পরও স্বীকৃতি নেই, শহীদ কন্যার পাশে ডিসি

১২

পদোন্নতি দিতে সুপারসিড করা হয় ৫ কর্মকর্তাকে / মধ্যরাতে আদেশে কমিশনার হলেন ৮ শুল্ক কর্মকর্তা

১৩

হাদিকে গুলি : ফয়সাল করিমের এক সহযোগী গ্রেপ্তার

১৪

মহান বিজয় দিবস আজ

১৫

মোহাম্মদপুর প্রেস ক্লাবের আত্মপ্রকাশ : সভাপতি মহিব্বুল্লাহ, সম্পাদক শান্তনু বিশ্বাস

১৬

অনেক রাতে বের হতো, আসতো ভোরে: ফয়সালের স্ত্রী

১৭

পুলিশের বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

১৮

নির্বাচনী প্রচারণা নিয়ে নেতাকর্মীদের সুখবর দিলেন তারেক রহমান

১৯

৪ নেতাকে সুখবর দিল বিএনপি

২০
X