ঘাটাইল প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৯ এএম
অনলাইন সংস্করণ

ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত মো. হাবিবুল্লাহ্ বাহার। ছবি : সংগৃহীত
গ্রেপ্তারকৃত মো. হাবিবুল্লাহ্ বাহার। ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. হাবিবুল্লাহ্ বাহারকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল ডিবি পুলিশ।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. হাবিবুল্লাহ্ বাহার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

জানা যায়, ৫ আগস্ট ২০২৪ পূর্ববর্তী সময়ে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় পার্শ্ববর্তী মধুপুর থানায় গত ২ অক্টোবর হাবিবুল্লাহর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে শনিবার (১৪ ডিসেম্বর) হাবিবুল্লাহকে টাঙ্গাইল আদালতে পাঠানো হলে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

সাগরদিঘী এলাকাবাসী জানায়, ইউপি চেয়ারম্যান হাবিবুল্লাহ্ আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের ধর্ম বিষয়ক সম্পাদক তিনি। এ দিকে গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর তাকে লেবাস পাল্টিয়ে জামায়াতে ইসলামীর কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখা যায়।কিন্তু উপজেলা আমির মো. রাসেল মিয়া জানালেন ভিন্ন কথা। তিনি বলেন, হাবিবুল্লাহ্ তাদের দলের কেউ নন এবং এই দলের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

স্থানীয়রা আরও জানায়, হাবিবুল্লাহ্ শুধু সাগরদিঘীতে নয়, পুরো ঘাটাইলেই বিতর্কিত। আওয়ামী লীগের প্রভাবে বিভিন্ন সময় অসংযত আচরণের জন্য সমালোচিত তিনি। বন কর্মকর্তাকে গালিগালাজ, সাংবাদিককে হুমকি এবং সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের মতো গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগে গণমাধ্যমে নানান সময়ে প্রতিবেদনও প্রকাশ পেয়েছে।

হাবিবুল্লাহ্ গ্রেপ্তার হওয়ায় তার নিজ এলাকা সাগরদিঘীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে এলাকাবাসী। এছাড়া ঘাটাইল কলেজ মোড় এলাকায় মিষ্টি বিতরণ করেন বিএনপি নেতাকর্মীরা।

পুলিশ জানায়, শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে টাঙ্গাইল ডিবি পুলিশের একটি দল ঘাটাইল থানা পুলিশের সহযোগিতায় হাবিবুল্লাহর নিজ বাড়ি সাগরদিঘীর হাতিমারা গ্রামে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ফেসবুক লাইভে আসেন তিনি। এরপর ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে মধুপুর থানায় নিয়ে যায়।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম বলেন, টাঙ্গাইল ডিবি পুলিশের একটি দল চেয়ারম্যান হাবিবুল্লাহকে গ্রেপ্তার করতে ঘাটাইল থানা পুলিশের সহযোগিতা চায়। থানা পুলিশের সহযোগিতায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। মধুপুরের একটি মামলায় আদালতের মাধ্যমে তাকে জেলে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে সৎ নেতার অভাব : এটিএম আজহার

কবরে মিলল বস্তাভর্তি একনলা বন্দুক-পাইপগান

জনগণের আমানত মনে করে সেতুর কাজ করতে হবে : উপদেষ্টা সাখাওয়াত

ইংল্যান্ডের হারের পেছনে ম্যাককালামের অদ্ভুত অজুহাত

দেশের মানুষের বিপদে বেগম খালেদা জিয়া সবসময় পাশে দাঁড়িয়েছেন : মিনু

চাঁদাবাজির মামলায় নওরোজ সম্পাদক দুররানী কারাগারে

নির্বাচনে যত বিলম্ব হবে তত শঙ্কা বাড়বে : মান্না

মুক্তিযোদ্ধা দম্পতির খুনিদের দ্রুত শাস্তির দাবি এটিএম আজহারের

কর্মকর্তা-কর্মচারীদের জনসেবায় মনোযোগী হওয়ার আহ্বান চসিক মেয়রের

জব্দ সার অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগ

১০

বিএনপি ক্ষমতায় গেলে এনইআইআর নীতিমালা পুনর্বিবেচনা করবে : আমীর খসরু

১১

আবারও দেশসেরা ক্রেডিট রেটিংয়ে ব্র্যাক ব্যাংক

১২

সোমবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

রংপুরে সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যার ঘটনায় ঐক্য পরিষদের উদ্বেগ

১৪

সন্ত্রাস-চাঁদাবাজ মাদকের সাথে কোনো আপোষ নেই : মির্জা আব্বাস

১৫

খাদ্য দূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ

১৬

সিডনিতে বাংলাদেশ ডেমোক্রেসি সামিট / তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

১৭

গ্যাবায় স্মিথ ও জোফরা আর্চারের মধ্যে কী হয়েছিল?

১৮

বিদেশি সিগারেট পাচারকালে ইউপি সদস্য আটক

১৯

‘মানুষ তাদের ১৯৭১ সালেই দেখেছে’

২০
X