কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত

গাজীপুরের বোর্ডবাজারে সিলিন্ডারের গ্যাসপাইপ লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তাসহ ৩ জন দগ্ধ হয়েছেন।

রোববার (১৩ আগস্ট) মোক্তারবাড়ি এলাকায় রাত সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন গাছা থানার ওসি মো. ইব্রাহীম হোসেন।

দগ্ধরা হলেন মো. মিনারুল ইসলাম (৩৫) তিনি গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার হিসেবে কর্মরত। অন্যরা হলেন মিনারুলের বাবা মো. ফরমান মন্ডল (৭৫) ও মা খাদিজা বেগম (৬৫)।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোর্ডবাজার মুক্তারবাড়ি এলাকার জমির উদ্দিন রোডে স্থানীয় কাশেম খানের বাড়ির দ্বিতীয় তলায় মিনারুল ইসলাম তার স্ত্রী, সন্তান ও বাবা-মাকে নিয়ে ভাড়ায় বসবাস করতেন। রোববার বিকেলে তাদের বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে যাওয়ায় স্থানীয় বাজার থেকে একটি নতুন সিলিন্ডার কিনে নিয়ে আসেন। সিলিন্ডারটি চুলার সঙ্গে লাগানোর পর গ্যাস জ্বলছিল না। পড়ে সিলিন্ডারের দোকান থেকে একটি মিস্ত্রি নিয়ে এসে মেরামত করা হয়। সে সময় সিলিন্ডারের গ্যাসপাইপ লিকেজ হয়ে যায়। এতে বেশকিছু গ্যাস ঘরে ছড়িয়ে পড়ে। পরে টেকনিশিয়ান সিলিন্ডারটি মেরামত করে রান্নাঘরে লাগিয়ে দেন। রাত সাড়ে ১০টার দিকে মিনারুলের মা চুলা জ্বালাতে গেলে ঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে। এতে রান্নাঘরে থাকা মা খাদিজা, পাশের কক্ষে থাকা মিনারুল ও তার বাবা ফরমান মন্ডল অগ্নিদগ্ধ হয়। বিস্ফোরণে ঘরের দরাজা জানালা ভেঙে গেছে। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করেন।

মিনারুলের সহকর্মী জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার হারুন অর রশিদ বলেন, মিনারুল ও তার পরিবার অগ্নিদগ্ধ হবার পর বাড়ির মালিকের তেমন সহযোগিতা পাইনি। আমি নিজে বাড়ির ওয়াল টপকে ভেতরে ঢুকেছি। পরে বাড়ির মালিক আমার ভিডিও নিয়েছে। পরে অগ্নিদগ্ধদের বাড়ি থেকে বের করে সুলতান জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা অপারগতা প্রকাশ করলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি মাইক্রোবাসযোগে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে পাঠানো হয়।

গাজীপুরের গাছা থানার ওসি ইব্রাহিম হোসেন ঘটনার বলেন, খবর পেয়ে রাতেই তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আগুনে তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। গ্যাস সিলিন্ডার অক্ষত থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘরে জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণ হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উমামা-সাদীর নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল ঘোষণা

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১১ জন

ডাকসু নির্বাচন / ঢাবি শিক্ষার্থীদের প্রতি মির্যা গালিবের আহ্বান

বাংলাদেশি সন্দেহে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মারধর

মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কান্না করলে কি কবরে আজাব হয়?

কবিতার ছন্দে সুনেহরা-আরশের মিষ্টি কথোপকথন

রাগবির ধাঁচে ক্রিকেটারদের এবার নেওয়া হবে ‘ব্রঙ্কো’ টেস্ট!

‘ডাকসুতে দাঁড়াইছে সবাই, বসে আছে একজনই’

সাতক্ষীরা-৪ আসনে কালীগঞ্জ ও শ্যামনগর রাখার দাবিতে বিএনপির স্মারকলিপি

জকসুর দাবিতে জবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

১০

স্ত্রীকে নোরা ফাতেহির মতো বানাতে না খাইয়ে রেখে ব্যায়াম করান স্বামী

১১

‘ভুল’ আংটি দিয়ে প্রেমিকাকে ‘প্রপোজ’ করেন রোনালদো!

১২

ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষ, স্থায়ী সমাধান চান রমনার ডিসি

১৩

বসুন্ধরা শপিংমলে ক্লাব হাউসের ফেস্টিভ কালেকশন উন্মোচন

১৪

কালো তালিকাভুক্ত হলেন ৭১ শিক্ষক

১৫

দায়িত্ব নিয়েই হুঁশিয়ারি দিলেন সারোয়ার আলম

১৬

যুক্তরাষ্ট্রভিত্তিক আইআরআইর প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির বৈঠক

১৭

পাকিস্তানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি অনুমোদন

১৮

জাতীয় নির্বাচন সামনে রেখে ইসির রোডম্যাপ এ সপ্তাহে আর ঘোষণা হচ্ছে না

১৯

ভরা মৌসুমেও ইলিশ নেই, হতাশ জেলেরা

২০
X