নওগাঁর মান্দায় ইউক্যালিপটাস গাছের একটি বাগান থেকে আরিফ হোসেন ও জুলিয়া আক্তার জনি নামে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের তুলসীরামপুর গ্রামের ঝড়াবিল এলাকার ওই বাগান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, নিহত আরিফ হোসেন (২০) তুলশিরামপুর গ্রামের আবদুল করিমের ছেলে এবং জুলিয়া আক্তার জনি (১৭) একই গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে। এদের মধ্যে জনি এবারে এসএসসি পাস করেছে। অন্যদিকে আরিফ হোসেন স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী।
নিহত জুলিয়া আক্তার জনির বাবা হাফিজুর রহমান বলেন, গতকাল রোববার রাত ১০টা পর্যন্ত পরিবারের সবাই একসঙ্গে বসে টিভি দেখেছি। এরপর স্ত্রী বানেছা বেগমের সঙ্গে মেয়ে জনি একই ঘরে ঘুমিয়ে পড়ে। ফজরের আজানের সময় তার মা ঘুম থেকে জেগে দেখেন মেয়ে জনি বিছানায় নেই। স্থানীয় লোকজন সকালে মাঠে কাজে গিয়ে বাগানে দুজনের মরদেহ পড়ে থাকতে দেখে খবর দেন।
আরিফ হোসেনের বাবা আবদুল করিম বলেন, আরিফ রোববার বিকেলে বাড়ি থেকে রেবিয়ে আর ফিরে আসেনি। আজ সোমবার সকালে মাঠের ভেতর ইউক্যালিপটাসের বাগানে তার মরদেহ পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, পড়াশোনার পাশাপাশি আরিফ এবং জনির বাড়ি একই গ্রামে হওয়া বেশ কিছুদিন আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রোববার রাতে তাদের বাড়ির পাশে প্রতিবেশীর একটি বিয়েতে যাওয়ার জন্যে বাড়ি থেকে বের হয়ে যান আরিফ ও জনি। এরপর রাতে আর ফিরে আসেনি। পরিবারের লোকজন ও আত্মীয়স্বজন তাদের আর খোঁজ করে পায়নি। সকালে তাদের বাড়ির কিছু দূরে গ্রামের লোকজন ইউক্যালিপ্টাসের বাগানে মরদেহ দেখতে পেয়ে পরিবারের লোকজন ও পুলিশে খবর দেন।
মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, এদিন সকালে গ্রামের একটি বাগানে ওই দুজনের মরদেহ দেখতে পান স্থানীয়রা। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, নিহতদের পাশে বিষাক্ত গ্যাসের ট্যাবলেট ও কোমলপানীয় বোতল পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমঘটিত কারণে কোনো ট্যাবলেট খাওয়ায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মন্তব্য করুন