সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ০৩:৫৪ এএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ০৩:৫৫ এএম
অনলাইন সংস্করণ

সরিষাবাড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন নেতা। ছবি : কালবেলা
গ্রেপ্তারকৃত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন নেতা। ছবি : কালবেলা

জামালপুরের সরিষাবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ জানুয়ারি) সরিষাবাড়ী থানার এসআই মুস্তাফিজুর রহমান বাদি হয়ে মামলা করলে বিকালে তাদের কারাগারে পাঠানো হয়। সরিষাবাড়ী থানার ওসি মো. চাঁদ মিয়া বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, সিমলা বাজার ইস্পাহানী এলাকার মো. মজিবর রহমানের ছেলে হৃদয় হোসেন শাকিল (২৪), সিমলা বাজার রেল কলোনির আলতাফ হোসেন ড্রাইভারের ছেলে সাজ্জাদ হোসেন (২৬) ও বড়বাড়িয়া গ্রামের মিজানুর রহমান মির্জালের ছেলে মিথুন আহমেদ শাওন (১৯)। তারা সবাই ছাত্রলীগের সদস্য।

পুলিশ ও মামলা এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পৌরসভার বাউসী বাজার এলাকায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ার সময় পুলিশ অভিযান চালিয়ে তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি রামদা, ২ ফুট ৪ ইঞ্চি লম্বা একটি লোহা রড় ও ১টি স্টিলের পাইপ উদ্ধার করা হয়েছে।

মামলার বাদী এসআই মুস্তাফিজুর রহমান জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার লক্ষ্যে জমায়েত হয়ে মিছিল করছিল। এমন সময় ঘটনাস্থলে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ মামলায় এজহারভুক্ত ৩৫জন এবং অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি মো. চাঁদ মিয়া কালবেলাকে বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা গভীর রাতে জমায়েত হয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষ্যে জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে মিছিল করার চেষ্টা করে। এ সময় পুলিশ তিনজনকে আটক করে সন্ত্রাস বিরোধী মামলা রুজু করে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার পিএসএলেও দেখা যাবে হায়দরাবাদ দল

জামায়াতে কোনো রাজাকার ছিল না : মেজর আক্তারুজ্জামান

ফোন-ল্যাপটপ বিক্রি বা সারাতে দেওয়ার আগে যেসব কাজ করা জরুরি

স্বর্ণের দাম আরও কমলো

নোয়াখালীর সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন সৌম্য

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা

মুস্তাফিজকে আইপিএলে ফেরানোর ‘টোপে’ রাজি হয়নি বিসিবি!

‘মহাশ্মশান’ নিয়ে ফিরল সোনার বাংলা সার্কাস

রাজধানীতে লাইফস্টাইল মেলা, চলবে ৩ দিন

কানাডার হয়ে খেলতে ভারতের নাগরিকত্ব ছাড়লেন তারকা খেলোয়াড়!

১০

মাদুরোর মতো আরেক নেতাকে ধরার আহ্বান জেলেনস্কির

১১

উপদেষ্টা পরিষদের বৈঠকে ৪ অধ্যাদেশ অনুমোদন

১২

মুস্তাফিজের আইপিএল না খেলা নিয়ে মিকি আর্থারের প্রতিক্রিয়া

১৩

রাজনৈতিক ভেদাভেদ ভুলে উন্নয়নের আহ্বান : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৪

ধূমপানের ক্ষতি পুষিয়ে তুলতে সাহায্য করে যে ৫ খাবার

১৫

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের বহ্নিশিখা : কবীর ভূঁইয়া 

১৬

কলা খাওয়ার সঠিক সময় কখন? জেনে নিন

১৭

বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে যা বললেন তামিম

১৮

খালেদা জিয়াকে বাদ দিয়ে দেশের গণতন্ত্রের ইতিহাস রচনা সম্ভব নয় : রহমাতুল্লাহ

১৯

পেয়ারা খোসাসহ খাওয়া ভালো নাকি খোসা ছাড়িয়ে, যা বলছেন পুষ্টিবিদ

২০
X