পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

১৯ দিন পর পার্বতীপুর থেকে ৩ রুটের বাস চলাচল শুরু

১৯ দিন পর পার্বতীপুর থেকে ৩ রুটের বাস চালু। ছবি : সংগৃহীত
১৯ দিন পর পার্বতীপুর থেকে ৩ রুটের বাস চালু। ছবি : সংগৃহীত

১৯ দিন পর পার্বতীপুর এলাকার ওপর দিয়ে তিনটি রুটের মধ্যে সরাসরি বাস চলাচল শুরু হয়েছে। পার্বতীপুর বাস মালিক সমিতি ও দিনাজপুর মোটর মালিক গ্রুপের দ্বন্দ্বের জেরে এত দিন এ তিন রুটে বাস চলাচল বন্ধ ছিল।

সোমবার (৬ জানুয়ারি) থেকে পার্বতীপুরে ৩টি রুটে বাস চলাচল শুরু হয়েছে। রুট তিনটি হচ্ছে- পার্বতীপুর-দিনাজপুর, ফুলবাড়ী-রংপুর ও পার্বতীপুর-সৈয়দপুর।

দিনাজপুর জেলা বাস-মিনি বাস-কোচ-মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি আলহাজ এজেডএম মেনহাজুল হক বলেন, পুরো দিনাজপুর জেলায় দুটি মালিক সমিতি রয়েছে। রংপুর-ফুলবাড়ী রুটে ৬০ কিলোমিটার সড়কের মধ্যে দিনাজপুর জেলায় পড়েছে ৩৫ কিলোমিটার। এর মধ্যে ১৭ কিলোমিটার পার্বতীপুর এলাকা, আর বাকি ১৮ কিলোমিটার দিনাজপুর জেলার মধ্যে। ফুলবাড়ী থেকে রংপুর সড়কে পার্বতীপুর মালিক সমিতির ১০টি বাস চলাচলের কথা।

তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ফুলবাড়ী-রংপুর রুটে ১২টি বাসের মধ্যে দিনাজপুর মোটর মালিক গ্রুপ পার্বতীপুর বাস মালিক সমিতির মাত্র একটি বাস দীর্ঘ ১৫ বছর ধরে চলাচল করতে দেয়। বর্তমানে পার্বতীপুর মালিক সমিতির আরও ১০টি বাস এ রুটে চলাচলের জন্য দিনাজপুর বাস মালিক গ্রুপকে চিঠি দেওয়া হয়। কিন্তু সে চিঠির কোনো উত্তর না পাওয়ায় গত ১৮ ডিসেম্বর থেকে পার্বতীপুর এলাকার ওপর দিয়ে রংপুরে চলাচলকারী বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। সরাসরি সৈয়দপুর-পার্বতীপুর-ফুলবাড়ী রুটে ৩০টি বাস চলাচল করে। এর মধ্যে পার্বতীপুর বাস মালিক সমিতির ২২টি বাস চলে। পার্বতীপুর-দিনাজপুর রুটে ২১টি তার মধ্যে পার্বতীপুর বাস মালিক সমিতির ৯টি।

দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ১১৬৭ পার্বতীপুর স্ট্যান্ড শাখার আহ্বায়ক আতিকুর রহমান স্বপন বলেন, বাস চলাচল বন্ধ থাকায় হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। ১৮ দিন পর বাস চলাচল শুরু হওয়ায় সবার মনে স্বস্তি ফিরে এসেছে।

এ ব্যাপারে সোমবার সন্ধ্যায় যোগাযোগ করা হলে দিনাজপুর জেলা বাস-মিনি-বাস-কোচ-মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ফয়জার রহমান কালবেলাকে বলেন, আগামী ১৫ জানুয়ারি নীলফামারী জেলার সৈয়দপুর মোটর মালিক সমিতি অফিসে অনুষ্ঠিত আলোচনা সভায় সিদ্ধান্ত হবে। তবে, আপাতত পূর্বের সিদ্ধান্ত মোতাবেক ওই রুটে বাস চলাচল করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

মালিবাগে শপিং মল থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরি

মারা গেলেন ৫০৯ ম্যাচ জেতা ফুটবলার

উপদেষ্টা ফাওজুল কবির / ৭২ বছর বয়সে সেফ এক্সিটের কথা ভাবা দুঃখজনক

এবার বিশ্ববাজারে রুপার দামও নতুন উচ্চতায়

বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল আরও ১ দেশ

কটাক্ষের শিকার দীপিকা

পুরুষের বন্ধ্যত্বের কারণ কী, যেসব খাবার শুক্রাণু বাড়ায়

ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধ করল স্পেন

শুক্রবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১০

সুখবর দিল আর্টসেল, আসছে তাদের চারটি গান

১১

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

১২

জুবিনের মৃত্যুরহস্যের প্রমাণ জোগাড় করলেন সংগীত পরিচালক 

১৩

বাথরুম থেকে পরিচ্ছন্নতা কর্মীর মরদেহ উদ্ধার

১৪

মেয়ের নাম প্রকাশ্যে আনলেন আরবাজ পত্নী

১৫

শীত কবে নামতে পারে জানালেন বিশেষজ্ঞরা

১৬

জুবিনের মৃত্যুরহস্য, গ্রেপ্তার গায়কের ভাই

১৭

রাতে সরকারি রাস্তার গাছ কেটে সাবাড়

১৮

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১৯

প্রতি গাছে ৬০০ টাকা ব্যয়, ডিসির প্রকল্পে ‘নয়ছয়’!

২০
X