পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

১৯ দিন পর পার্বতীপুর থেকে ৩ রুটের বাস চলাচল শুরু

১৯ দিন পর পার্বতীপুর থেকে ৩ রুটের বাস চালু। ছবি : সংগৃহীত
১৯ দিন পর পার্বতীপুর থেকে ৩ রুটের বাস চালু। ছবি : সংগৃহীত

১৯ দিন পর পার্বতীপুর এলাকার ওপর দিয়ে তিনটি রুটের মধ্যে সরাসরি বাস চলাচল শুরু হয়েছে। পার্বতীপুর বাস মালিক সমিতি ও দিনাজপুর মোটর মালিক গ্রুপের দ্বন্দ্বের জেরে এত দিন এ তিন রুটে বাস চলাচল বন্ধ ছিল।

সোমবার (৬ জানুয়ারি) থেকে পার্বতীপুরে ৩টি রুটে বাস চলাচল শুরু হয়েছে। রুট তিনটি হচ্ছে- পার্বতীপুর-দিনাজপুর, ফুলবাড়ী-রংপুর ও পার্বতীপুর-সৈয়দপুর।

দিনাজপুর জেলা বাস-মিনি বাস-কোচ-মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি আলহাজ এজেডএম মেনহাজুল হক বলেন, পুরো দিনাজপুর জেলায় দুটি মালিক সমিতি রয়েছে। রংপুর-ফুলবাড়ী রুটে ৬০ কিলোমিটার সড়কের মধ্যে দিনাজপুর জেলায় পড়েছে ৩৫ কিলোমিটার। এর মধ্যে ১৭ কিলোমিটার পার্বতীপুর এলাকা, আর বাকি ১৮ কিলোমিটার দিনাজপুর জেলার মধ্যে। ফুলবাড়ী থেকে রংপুর সড়কে পার্বতীপুর মালিক সমিতির ১০টি বাস চলাচলের কথা।

তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ফুলবাড়ী-রংপুর রুটে ১২টি বাসের মধ্যে দিনাজপুর মোটর মালিক গ্রুপ পার্বতীপুর বাস মালিক সমিতির মাত্র একটি বাস দীর্ঘ ১৫ বছর ধরে চলাচল করতে দেয়। বর্তমানে পার্বতীপুর মালিক সমিতির আরও ১০টি বাস এ রুটে চলাচলের জন্য দিনাজপুর বাস মালিক গ্রুপকে চিঠি দেওয়া হয়। কিন্তু সে চিঠির কোনো উত্তর না পাওয়ায় গত ১৮ ডিসেম্বর থেকে পার্বতীপুর এলাকার ওপর দিয়ে রংপুরে চলাচলকারী বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। সরাসরি সৈয়দপুর-পার্বতীপুর-ফুলবাড়ী রুটে ৩০টি বাস চলাচল করে। এর মধ্যে পার্বতীপুর বাস মালিক সমিতির ২২টি বাস চলে। পার্বতীপুর-দিনাজপুর রুটে ২১টি তার মধ্যে পার্বতীপুর বাস মালিক সমিতির ৯টি।

দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ১১৬৭ পার্বতীপুর স্ট্যান্ড শাখার আহ্বায়ক আতিকুর রহমান স্বপন বলেন, বাস চলাচল বন্ধ থাকায় হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। ১৮ দিন পর বাস চলাচল শুরু হওয়ায় সবার মনে স্বস্তি ফিরে এসেছে।

এ ব্যাপারে সোমবার সন্ধ্যায় যোগাযোগ করা হলে দিনাজপুর জেলা বাস-মিনি-বাস-কোচ-মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ফয়জার রহমান কালবেলাকে বলেন, আগামী ১৫ জানুয়ারি নীলফামারী জেলার সৈয়দপুর মোটর মালিক সমিতি অফিসে অনুষ্ঠিত আলোচনা সভায় সিদ্ধান্ত হবে। তবে, আপাতত পূর্বের সিদ্ধান্ত মোতাবেক ওই রুটে বাস চলাচল করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ যারা

শাবিপ্রবিতে ভর্তি শুরু ৩ ফেব্রুয়ারি

সরিষা ফুলের হলুদ মোহ দেখতে দর্শনার্থীদের ভিড়

একীভূত হচ্ছে সরকারের ৬ প্রতিষ্ঠান

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ম খা আলমগীরসহ ১৩ জনের বিরুদ্ধে ইইউবি’র মামলা

বিশ্বকাপে না থাকা বাংলাদেশের প্রতি যে বার্তা দিল স্কটল্যান্ড

দেশে মাদক সেবনকারী ৮২ লাখ, প্রায় ৬১ লাখই গাঁজাখোর

চমক রেখে বিশ্বকাপের জন্য দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : দুলু

ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদ গ্রেপ্তার

১০

ছবি তোলায় আদালত চত্বরে সাংবাদিকের ওপর হামলা বিআরটিএ’র কর্মকর্তার

১১

৫ শীর্ষ ব্যবসায়ীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ঘণ্টাব্যাপী বিশেষ বৈঠক

১২

আগামীতে নারীদের প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে : জামায়াত

১৩

ডেমোক্র্যাটের মুসলিম নারী সদস্যের সম্পদ নিয়ে তদন্তের ঘোষণা ট্রাম্পের

১৪

ভোটের দিন ফজর নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, ফলাফল নিয়ে ঘরে ফিরবেন : কায়কোবাদ

১৫

‘ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জাতি দায়মুক্ত হতে পারে না’

১৬

সন্ত্রাসী হামলায় ১০ সাংবাদিক আহত

১৭

বিশ্বকাপ বয়কটের দাবি জোরালো হচ্ছে

১৮

সাফে ব্যর্থতার নেপথ্যে কি ইনতিশার!

১৯

নারীদের মর্যাদা নিশ্চিত হবে এমন বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির

২০
X