রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম বলেছেন, স্বাধীন বাংলায় একদল হায়েনা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। অনেক হত্যাকারীর বিচার হয়েছে। বাকি হত্যাকারীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার দাবি জানাচ্ছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলেই আমরা স্বাধীন দেশ পেয়েছি। পেয়েছি স্বাধীনতা। তাই স্বাধীনভাবে চলতে পারছি, কথা বলতে পারছি। ব্যবসা-বাণিজ্য করতে পারছি।
জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার পূর্বাচল উপশহরে অবস্থিত বাণিজ্য মেলা প্রাঙ্গণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আগস্ট মাস বাঙালি জাতির জন্য কলঙ্কময় একটি মাস। ১৫ই আগস্ট বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলতুন্নেছা মুজিব ছাড়াও তাদের পরিবারের সদস্য এবং বঙ্গবন্ধুর নিকট আত্মীয়সহ মোট ২৬ জনকে সেদিন হত্যা করা হয়েছিল। হায়েনাদের হাত থেকে ছোট্ট রাসেলও ছাড় পায়নি।
এ সময় রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে তারই কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতে কাজ করে যাব। আমি আপনাদের বিপদে-আপদে পাশে ছিলাম এবং ভবিষ্যতে থাকব। রূপগঞ্জে আপনাদের জন্য সুসংবাদ রয়েছে। আগামী ১০ দিনের মধ্যে এর ফল পাবেন।
এদিকে, সকাল ৯টা থেকেই উপজেলার ভুলতা, রূপগঞ্জ, গোলাকান্দাইল, মুড়াপাড়া, ভোলাব, দাউদপুর, কায়েতপাড়া ইউনিয়ন ও কাঞ্চন ও তারাবো পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বাণিজ্য মেলা মাঠ প্রাঙ্গণে জড়ো হতে থাকেন। মোটরসাইকেল, লেগুনা, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, ব্যাটারিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের বহর নিয়েও নেতাকর্মীরা উপস্থিত হতে দেখা গেছে। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে এ সময় সভা প্রাঙ্গণ এক জনসমুদ্রে পরিণত হয় ।
শোকসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ নেতা ও রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শাহজাহান ভূঁইয়া।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ব্যারিস্টার খান মোহাম্মদ শামিম আজিজ, কাঞ্চন পৌরসভার মেয়র আলহাজ রফিকুল ইসলাম রফিক, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার, তরুণ শিল্পোদ্যোক্তা ও আওয়ামী লীগ নেতা তারিকুল ইসলাম মোগল, তারাবো পৌরসভার সাবেক মেয়র মাহবুবুর রহমান খান, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি আবুল বাশার টুকু, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক কামাল হোসেন কমল, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য ও রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান, রুপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাক্তার ফয়সাল হোসেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের মুখপাত্র শেখ সাঈদ, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম মাঞ্জু, আবু হোসেন ভূইয়া রানু, ভোলবো ইউনিয়ন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট তাইবুর রহমান, ভুলতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু দাউদ মোল্লা, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম খোকন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজুর রহমান, রূপগঞ্জ উপজেলা যুবলীগের কার্যকরী সদস্য ও ইউপি সদস্য রিটন প্রধান।
মন্তব্য করুন