হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদা না পেয়ে ফিলিপিনো নাগরিককে লাঞ্ছিত

বাঁ থেকে- ফিলিপিনো নাগরিক খাদিজা বেগম ও তার স্বামী রেদওয়ানুর রহমান। ছবি : সংগৃহীত
বাঁ থেকে- ফিলিপিনো নাগরিক খাদিজা বেগম ও তার স্বামী রেদওয়ানুর রহমান। ছবি : সংগৃহীত

চাঁদা না পেয়ে লালমনিরহাটের কালীগঞ্জে খাদিজা নামের ফিলিপাইনের এক নাগরিক ও তার স্বামী-শাশুড়িকে লাঞ্ছিতের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় কয়েক শ্রমিক নেতার বিরুদ্ধে। তবে এ ঘটনায় জড়িতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ওই ফিলিপাইন নাগরিকের স্বামী ইঞ্জিনিয়ার রেদাওয়ানুর রহমান।

এর আগে গতকাল বুধবার বিকেলে উপজেলার কাকিনা বাজার এলাকায় ঘটনাটি ঘটেছে।

লাঞ্ছিতের শিকার ওই ফিলিপাইন নাগরিক খাদিজা বেগম জেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা এলাকার বাসিন্দা প্রবাসী রেদাওয়ানুর রহমানের (২৮) স্ত্রী।

অভিযোগসূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর ফিলিপাইন নাগরিক খাদিজাকে নিয়ে প্রথমবারের মতো গ্রামের বাড়ি আসেন প্রবাসী ইঞ্জিনিয়ার রেদওয়ানুর রহমান। গত সোমবার (১৩ জানুয়ারি) মা হামিদা বেগমের চিকিৎসার জন্য রংপুরে যান তারা। চিকিৎসা শেষে অসুস্থ মাকে নিয়ে গতকাল বুধবার বিকেলে সিএনজিযোগে বাড়ি ফিরছিলেন ফিলিপাইন নাগরিক খাদিজা ও স্বামী রেদাওনুর রহমান। পথিমধ্যে কাকিনা বাজার এলাকায় আসলে কয়েকজন শ্রমিক নেতা তাদের সিএনজি পথরোধ করে চাঁদা দাবি করেন। এ নিয়ে তাৎক্ষণিক প্রতিবাদ করলে ইঞ্জিনিয়ার রেদাওয়ানুর, তার অসুস্থ মা ও স্ত্রীকে লাঞ্ছিত করেন তারা। এর এক পর্যায়ে সিএনজিচালককে মারধর করেন অভিযুক্তরা। পরে স্থানীয়রা এসে প্রতিবাদ করলে সটকে পড়েন অভিযুক্তরা।

এ বিষয়ে প্রবাসী ইঞ্জিনিয়ার রেদাওয়ানুর রহমান বলেন, অসুস্থ মায়ের চিকিৎসা শেষে ফিলিপাইন নাগরিক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলাম। পথিমধ্যে কয়েকজন লোকজন এসে সিএনজি আটক করে চাঁদা দাবি করে। আমি তার প্রতিবাদ জানাই। তখন তারা ক্ষিপ্ত হয়ে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে। অসুস্থ মায়ের কথা বলেও তাদের কাছ থেকে রেহাই মেলেনি। সেসময় আমি সেসব মোবাইল ফোনে ধারণ করতে গেলে আমার ওপর চড়াও হয়ে ফোন কেড়ে নেয়। অতঃপর তারা সিএনজিচালিত অটো রিকশাচালককে এলোপাতাড়ি মারধর শুরু করে। আমি থানায় অভিযোগ করেছি। তবে এখন অবধি এ ঘটনায় কোনো ব্যবস্থা নিতে চোখে পড়েনি। আমি এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে তাদের বিচার দাবি করছি।

এ বিষয়ে ভুক্তভোগী রেদাওয়ানুরের মা হামিদা বেগম বলেন, লোকগুলো সিএনজিচালিত অটোরিকশা আটক করেই খারাপ ব্যবহার শুরু করে। আমার ছেলে তাদের অনুরোধ করেছে যে, আমার মা অসুস্থ যেতে দেন। তবু তারা একটুও দয়া করেনি। উলটো আমার ছেলের ওপর চড়াও হয় এবং সিএনজিচালককে মারধর শুরু করে।

এ বিষয়ে ফিলিপাইন নাগরিক খাদিজা বলেন, আমি প্রথমবারের মতো আমার স্বামীর জন্মভূমি বাংলাদেশে আসি। কিন্তু এসেই যা পেলাম তাতে আর এদেশে আসার আর কোনো ইচ্ছে নেই। ঘটনার সময় যা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক কালবেলাকে বলেন, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে ব্যবস্থা করা হবে।

এ বিষয়ে লালমনিরহাট জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম কালবেলাকে বলেন, বিষয়টি শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি ম্যাচ

সাব্বিরকে পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞার সুপারিশ বিসিবির আকুর

জিয়ার সমাধিতে ডা. সাবরিনার শ্রদ্ধা, যুবদল সভাপতির ক্ষোভ

শাহীনুল ইসলামের বিরুদ্ধে বিতর্ক, অর্থপাচার বিরোধী অভিযানে চাপ

অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন

ঢাকা শিশু হাসপাতাল শাখা ড্যাবের নতুন দায়িত্বে ডা. ফারুক

এনসিপির আরও চার নেতার পদত্যাগ 

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিসের শ্বশুর লুৎফর রহমান

ডাকসু নির্বাচনে প্রচারণার বিধিমালা প্রকাশ

হাসনাতকে ‌‘ফকিন্নির বাচ্চা’ বললেন রুমিন ফারহানা

১০

বিজিবির কাছে ৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

১১

চুরির অভিযোগ, গণপিটুনিতে যুবক নিহত

১২

সংবিধানের মূলনীতি থেকে আমরা সরে যাচ্ছি : ড. কামাল হোসেন

১৩

রাকসু নির্বাচনে ভোটাধিকারের দাবিতে নবীন শিক্ষার্থীদের বিক্ষোভ

১৪

চট্টগ্রামের মিষ্টি কারখানায় স্বাস্থ্যঝুঁকি, মধুবন ফুডকে জরিমানা

১৫

আশুলিয়ায় সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেপ্তার

১৬

জাবির সাবেক সহকারী প্রক্টর জনি রিমান্ডে

১৭

প্রাণনাশের শঙ্কায় ভুগছেন ফজলুর রহমান, চাইলেন নিরাপত্তা

১৮

বাংলাদেশ সফর নিয়ে ইসহাক দারের প্রতিক্রিয়া

১৯

অপ্রতুল বিনিয়োগের কারণে চিকিৎসার মান কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায়নি : ডা. রফিক 

২০
X