চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ০১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ব্রহ্মপুত্রের ভাঙনে হুমকিতে সাবমেরিন ক্যাবেল

ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে বিলিন হচ্ছে চরাঞ্চলের বেশকিছু এলাকা। ছবি : কালবেলা
ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে বিলিন হচ্ছে চরাঞ্চলের বেশকিছু এলাকা। ছবি : কালবেলা

ব্রহ্মপুত্র নদের ভাঙনে বিলীন হচ্ছে চিলমারীর শাখাহাতি, কড়াইবড়িশালসহ চরাঞ্চলের বেশকিছু এলাকা।

এদিকে নদের ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুতিক খুঁটি। এতে অন্ধকারে শাখাহাত, বলমৈনদিয়ার খাতা, তেলিপাড়া, চুরুয়া পাড়াসহ প্রায় শতাধিক গ্রাম।

জানা গেছে, কুড়িগ্রামের চিলমারীকে শতভাগ বিদ্যুতায়ন করার লক্ষ্যে উপজেলা সদর থেকে সাবমেরিন কেবলের মাধ্যমে ব্রহ্মপুত্রের তলদেশ দিয়ে চিলমারী ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহের জন্য সব ব্যবস্থা গ্রহণ করা হয়। সাবমেরিন কেবলের মাধ্যমে জোড়গাছ বাজার থেকে প্রায় ৫ কিলোমিটার নদের তলদেশ দিয়ে ৩ লেনে শাখাহাতি চরের নেওয়া হয় কেবল এবং এইচ পোলের মাধ্যমে সংযোগ করে চলাঞ্চলের প্রায় আড়াই হাজার গ্রাহকের মধ্যে বিদ্যুৎ সরবরাহ করা হয়। সেই সময় প্রায় ৩শ’ মিটার কেবল এইচ পোলের পাশে সংরক্ষিত রাখা হয়। চলতি মৌসুমে নদের ভাঙন তীব্র আকার ধারণ করায় এইচ পোল ভাঙনের মুখে পড়লে তাৎক্ষণিক এলাকাবাসীর সহযোগিতায় ইউপি চেয়ারম্যান তা সরিয়ে নেয়। তবে এইচ পোল সরিয়ে নেওয়া হলেও সংরক্ষিত রাখা কেবল সরাতে পারেনি।

ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, কেবল উদ্ধারের জন্য এলাকাবাসীসহ তারা চেষ্টা চালিয়ে গেলেও পল্লী বিদ্যুৎ বিভাগের কোনো কর্মকর্তা এখন পর্যন্ত পরিদর্শনে যাননি। সরকার যেখানে কোটি কোটি টাকা খরচ করে বিদ্যুতের ব্যবস্থা করল, আর তা রক্ষার জন্য কোনো উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তিনি আর জানান, সঠিক কোনো সহযোগী না পাওয়ায় স্থানীয়দের নিয়ে কেবল উদ্ধারের চেষ্টা করছি। কেবল উদ্ধার না হওয়ায় গত দুদিন থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় বিপাকে পড়েছে গ্রামের হাজার হাজার মানুষ।

এদিকে সাবমেরিন কেবল উদ্ধার করা না গেলে চরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে না সেই সঙ্গে প্রায় ৩০ কোটি টাকা ক্ষতির সম্ভবনা রয়েছে বলে জানিয়ে পল্লী বিদ্যুৎ চিলমারী জুনিয়র ইঞ্জিনিয়ার ওয়াজেদুল ইসলাম বলেন, আমরা চেষ্টা করছি। তবে জনবল সংকট রয়েছে আমাদের।

পল্লী বিদ্যুৎ চিলমারী জুনিয়র ইঞ্জিনিয়ার ওয়াজেদুল ইসলাম জানান, সাবমেরিন কেবল উদ্ধার করা না গেলে চরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে না সেই সঙ্গে প্রায় ৩০ কোটি টাকা ক্ষতির সম্ভবনা রয়েছে। ক্যাবল উদ্ধারের চেষ্টা চলছে। তবে তাদের জনবল সংকট রয়েছে।

কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি চিলমারীর জেনারেল ম্যানেজার মো. মহিতুল ইসলাম জানান, আমাদের লোকজন সেখানে কাজ করছে। দ্রুত সমস্যার সমাধান হবে।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ বলেন, নদ ভাঙনের বিষয়টি আমি শুনেছি। সরেজমিন ঘুরে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

আরাও এক আসন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন!

ডাকসু নিয়ে বিতর্কিত বক্তব্য : দুঃখ প্রকাশ সেই জামায়াত নেতার

আর্সেনালকে হারিয়ে প্রিমিয়ার লিগ জমিয়ে তুলল ম্যানইউ

তৌহিদ হোসেন ও ইসহাক দারের ফোনালাপ

ইয়ামালের অসাধারণ গোলে আবারও লা লিগার শীর্ষে বার্সা

ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রীকে হত্যা করা হয়েছে, দাবি তার ভাইয়ের

কিশোরদের কানে ধরে ওঠবস বিতর্ক, ব্যাখ্যা দিলেন ডাকসুর সর্বমিত্র

বাগেরহাটের ডিসি-এসপিকে ফোন করে হুমকি

১০

বিএনপির জনসভার ১৮টি মাইক, ৫ কয়েল তার চুরি

১১

দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি : রিজভী

১২

সিরাজগঞ্জে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

১৩

তারেক রহমানই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবেন :  সালাম

১৪

খালেদা জিয়ার মৃত্যুতে ঢামেকে শোক বই, উদ্বোধন করলেন ড্যাব সভাপতি 

১৫

শাকিবের গ্রিন কার্ড পাওয়ার ‘গোপন’ খবর ফাঁস করলেন অমিত হাসান

১৬

ইসিকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে হবে : রবিউল

১৭

ঢাবির মাঠে খেলতে আসায় কানে ধরালেন ডাকসুর সর্বমিত্র

১৮

সোমবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৯

তারেক রহমানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই : মঈন খান

২০
X