শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

৩১ দফা বাস্তবায়ন হলে মানুষের কথা বলার অধিকার থাকবে : আজাদ

কেশবপুরে পথসভায় বক্তব্য দেন উপজেলা শাখার সভাপতি আবুল হোসেন আজাদ। ছবি : কালবেলা
কেশবপুরে পথসভায় বক্তব্য দেন উপজেলা শাখার সভাপতি আবুল হোসেন আজাদ। ছবি : কালবেলা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা শাখার সভাপতি আবুল হোসেন আজাদ বলেছেন, বিএনপি রাষ্ট্রকাঠামোর প্রয়োজনীয় সংস্কারে অঙ্গীকারবদ্ধ। এ জন্য আমাদের নেতা তারেক রহমান ২০২২ সালে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন। এই ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র থাকবে, মানুষের কথা বলার অধিকার থাকবে, মানুষের মুখে হাসি ফুটবে। বিএনপি আগামীতে জনগণের ভোটে বিজয়ী হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলার ১নং ত্রিমোহিনী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন বাজারে অনুষ্ঠিত পথসভায় এসব কথা বলেন তিনি।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রাম এবং ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের বিদায় হলেও তাদের এ দেশীয় দোসররা এখনো নানান ষড়যন্ত্রে লিপ্ত। এই ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবিলায় ঐক্যের কোনো বিকল্প নেই। সকলে মিলে-মিশে কাজ করলে সেটার ভবিষ্যৎ ভালো হয়।

তিনি বলেন, বিএনপি বাংলাদেশের সব থেকে জনপ্রিয় দল। আর তৃণমূলই হচ্ছে বিএনপির মূল শক্তি। এ জন্য ওয়ান-ইলেভেন সরকার এবং শেখ হাসিনা হাজারো চেষ্টা চালিয়েও বিএনপির কোনো ক্ষতি করতে পারেনি। চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বর্তমানে অত্যন্ত সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। আগামীতেও ঐক্যবদ্ধ থাকবে।

ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের সমালোচনা করে আবুল হোসেন আজাদ বলেন, সাড়ে ১৫ বছর খুন-গুম করে এবং মিথ্যা মামলা দিয়ে এ দেশকে ধংসস্তুপে পরিণত করেন শেখ হাসিনা। ৭৫ সালে দেখেছিলাম- তার পিতা শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলেন। শেখ হাসিনাও তাই করেছেন। শেখ হাসিনা এ দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছেন। ব্যাংকে টাকা নেই। ব্যাংকে আপনার টাকা জমা আছে, তারপরও একবারে টাকা দিচ্ছে মাত্র ৫ হাজার। ৫টি ব্যাংক থেকে এস আলম গ্রুপ দেড় লাখ কোটি টাকা নিয়ে গেছে। তার অর্ধেক ৭৫ হাজার কোটি টাকা দিয়েছে শেখ হাসিনার বোন শেখ রেহেনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শেখ হাসিনার পরিবার দুর্নীতির মাধ্যমে ৬০ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে।

ত্রিমোহিনী ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম সানার সভাপতিত্বে ইউনিয়নের ত্রিমোহিনী বাজার, সরসকাটি বাজার, গোপালপুর বাজার ও বরনডালি মাদরাসা মোড় বাজারে এসব পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় আবুল হোসেন আজাদের সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, ত্রিমোহিনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কবির আলমগীর ডালু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম উজ্জ্বলসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড

১০

পিআর পদ্ধতিতে সব ভোটারের মূল্যায়ন হয় : চরমোনাই পীর

১১

তিস্তায় কার্টুন বক্সে ভাসছিল নবজাতকের মরদেহ

১২

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

১৩

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

১৪

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

১৫

যেসব অনিয়মে বাতিল হবে এজেন্সির নিবন্ধন

১৬

অবৈধ কার্যক্রম প্রতিরোধে সিলেট জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ : পুলিশ সুপার

১৭

বগুড়ায় সাহিত্য উৎসব শুক্রবার, অংশ নিবে দুই শতাধিক কবি

১৮

বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে নতুন নির্দেশনা

১৯

জুলাই শহীদদের স্মরণে জবিতে গ্রিন ভয়েসের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন

২০
X