কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

৩১ দফা বাস্তবায়ন হলে মানুষের কথা বলার অধিকার থাকবে : আজাদ

কেশবপুরে পথসভায় বক্তব্য দেন উপজেলা শাখার সভাপতি আবুল হোসেন আজাদ। ছবি : কালবেলা
কেশবপুরে পথসভায় বক্তব্য দেন উপজেলা শাখার সভাপতি আবুল হোসেন আজাদ। ছবি : কালবেলা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা শাখার সভাপতি আবুল হোসেন আজাদ বলেছেন, বিএনপি রাষ্ট্রকাঠামোর প্রয়োজনীয় সংস্কারে অঙ্গীকারবদ্ধ। এ জন্য আমাদের নেতা তারেক রহমান ২০২২ সালে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন। এই ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র থাকবে, মানুষের কথা বলার অধিকার থাকবে, মানুষের মুখে হাসি ফুটবে। বিএনপি আগামীতে জনগণের ভোটে বিজয়ী হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলার ১নং ত্রিমোহিনী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন বাজারে অনুষ্ঠিত পথসভায় এসব কথা বলেন তিনি।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রাম এবং ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের বিদায় হলেও তাদের এ দেশীয় দোসররা এখনো নানান ষড়যন্ত্রে লিপ্ত। এই ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবিলায় ঐক্যের কোনো বিকল্প নেই। সকলে মিলে-মিশে কাজ করলে সেটার ভবিষ্যৎ ভালো হয়।

তিনি বলেন, বিএনপি বাংলাদেশের সব থেকে জনপ্রিয় দল। আর তৃণমূলই হচ্ছে বিএনপির মূল শক্তি। এ জন্য ওয়ান-ইলেভেন সরকার এবং শেখ হাসিনা হাজারো চেষ্টা চালিয়েও বিএনপির কোনো ক্ষতি করতে পারেনি। চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বর্তমানে অত্যন্ত সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। আগামীতেও ঐক্যবদ্ধ থাকবে।

ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের সমালোচনা করে আবুল হোসেন আজাদ বলেন, সাড়ে ১৫ বছর খুন-গুম করে এবং মিথ্যা মামলা দিয়ে এ দেশকে ধংসস্তুপে পরিণত করেন শেখ হাসিনা। ৭৫ সালে দেখেছিলাম- তার পিতা শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলেন। শেখ হাসিনাও তাই করেছেন। শেখ হাসিনা এ দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছেন। ব্যাংকে টাকা নেই। ব্যাংকে আপনার টাকা জমা আছে, তারপরও একবারে টাকা দিচ্ছে মাত্র ৫ হাজার। ৫টি ব্যাংক থেকে এস আলম গ্রুপ দেড় লাখ কোটি টাকা নিয়ে গেছে। তার অর্ধেক ৭৫ হাজার কোটি টাকা দিয়েছে শেখ হাসিনার বোন শেখ রেহেনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শেখ হাসিনার পরিবার দুর্নীতির মাধ্যমে ৬০ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে।

ত্রিমোহিনী ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম সানার সভাপতিত্বে ইউনিয়নের ত্রিমোহিনী বাজার, সরসকাটি বাজার, গোপালপুর বাজার ও বরনডালি মাদরাসা মোড় বাজারে এসব পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় আবুল হোসেন আজাদের সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, ত্রিমোহিনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কবির আলমগীর ডালু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম উজ্জ্বলসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাত-মুখ বেঁধে শিশুকে ধর্ষণ, যুবককে খুঁজছে পুলিশ

এনসিটিবির নামে ‘নকল’ ছাপাখানা, আটক ৫ 

পচা চাল ক্রয়, বাচ্চু মিয়াকে বাধ্যতামূলক অবসর

শহিদুল আলমসহ নৌবহর থেকে আটক ব্যক্তিদের কারাগারে বন্দি

পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন আইসক্রিম বিক্রেতা রফিকুল

গুণগত শিক্ষা ও স্বাস্থ্যসেবা তারেক রহমানের অঙ্গীকার : সাঈদ

চাকসু নির্বাচনের প্রচারে এগিয়ে ছাত্রদলের প্যানেল

জনপ্রশাসনের এপিডি এরফানুল হককে বদলি

কর্ণফুলীর তীরে নতুন আশা

চাকসু নির্বাচনে আরও তিন প্যানেলের ইশতেহার ঘোষণা

১০

সিলেট বিমানবন্দরে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু, থানায় মামলা

১১

বৃষ্টি আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

১২

আগে টাইফয়েড টিকা গ্রহণকারীরা কি আবার নিতে পারবে?

১৩

বিভিন্ন দাবি নিয়ে আন্দোলনে নামছেন সাবেক মেয়র আরিফ

১৪

পরাজয়ে কার্যত শেষ বাংলাদেশের এশিয়ান কাপ আশা

১৫

ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার ৮ বছরে কারাদণ্ড

১৬

ইরানি ক্ষেপণাস্ত্র পাল্লা থেকে ‘সব সীমা’ তুলে নিলেন খামেনি!

১৭

ইমো হ্যাকিং চক্রের ১২ সদস্য আটক

১৮

ঢাকা-১৮ আসনে বিএনপি নেতা মোস্তফা জামানের উঠান বৈঠক

১৯

শতাধিক সনাতনী যোগ দিলেন বিএনপিতে

২০
X