নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

নরসিংদীতে নতুন রূপে ‘বিউটিরুম বাই আফরিন’ 

নরসিংদীতে ‘বিউটিরুম বাই আফরিন’-এর উদ্বোধন। ছবি : কালবেলা
নরসিংদীতে ‘বিউটিরুম বাই আফরিন’-এর উদ্বোধন। ছবি : কালবেলা

জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুনরূপে যাত্রা শুরু করল ‘বিউটিরুম বাই আফরিন’। নরসিংদী শহরের প্রাণকেন্দ্র হেমেন্দ্র সাহার মোড়ে ‘বিউটিরুম বাই আফরিন’ আরও বড় পরিসরে অত্যাধুনিক সেলুনের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে ফিতা ও কেক কেটে বর্ণিল অনুষ্ঠানের মধ্য দিয়ে বিউটি সেলুনটি উদ্বোধন করেন ঢালিউড কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস।

উদ্বোধনী অনুষ্ঠানে দেশে খ্যাতনামা অভিনয় শিল্পী, সমাজের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব, শিল্পপতি, মডেল এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী।

অভিনেত্রী অপু বিশ্বাস বলেন, যে কোনো মেয়ের প্রথম মেকআপ বা সাজগোজ শেখার আইকন হচ্ছে তার মা। মেয়েরা সব সময় মায়ের দিকেই তাকিয়ে থাকে। মা কী কী সাজগোজ করছে, কোনটা কীভাবে ব্যবহার করছে ইত্যাদি। মা-ই মেয়েদের প্রথম মেকআপ আর্টিস্ট এবং ট্রেইনার। আমি মনে করি, প্রতিটি নারীর ভেতরেই সাজগোজের ব্যাপারটা থাকে। রূপচর্চার বিষয়টি আবহমানকাল ধরে সংস্কৃতির সঙ্গে মিশে থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে এর ধারণা বদলে গেছে। তাই বিউটি সেলুনের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর সব কিছুই মাথায় রেখে নরসিংদীতে ‘বিউটিরুম বাই আফরিন’ আরও বড় পরিসরে উদ্বোধন করা হলো।

‘বিউটিরুম বাই আফরিন’-এর কর্ণধার আফরিন ইসলাম বলেন, সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি চুল ও ত্বক নিয়ে নানা সমস্যার কথা আমরা শুনে থাকি। ফলে এটি এখন শুধু স্টাইলের বিষয় নয়, এটি একটি স্বাস্থ্যগত ব্যাপারও বটে। এর জন্য প্রয়োজন বিজ্ঞানসম্মত ট্রিটমেন্ট এবং প্রশিক্ষিত এক্সপার্ট। এসব বিষয় মাথায় রেখে নরসিংদীতে আরও বড় পরিসরে ‘বিউটিরুম বাই আফরিন’ উদ্বোধন করা হয়েছে।

তিনি বলেন, নরসিংদীর মধ্যে এ প্রথম আমরা একটি অত্যাধুনিক মানের বিশেষ একটা সেলুন করেছি। যেটা নরসিংদীর সব সৌন্দর্যপিয়াসী আপুদের জন্য একটি সুখবর। আমি ১২ বছর আগে প্রথম সেলুন শুরু করি। আর নরসিংদীতে সেলুন করেছি ৪ বছর হয়েছে। নরসিংদীর সব আপুদের ভালোবাসা এত উৎসাহ দিয়েছে আমাকে, যে আজকে নরসিংদীতে ‘বিউটিরুম বাই আফরিন’ একটি বিগ ফ্যামিলি হয়েছে। অনেক বড় একটা ফ্যামিলি। আর এত বড় ফ্যামিলির জন্য বিগেস্ট সেলুন দরকার ছিল। যেটা আজ আমরা করতে পেরেছি।

তিনি আরও বলেন, ‘বিউটিরুম বাই আফরিন’ মানেই নরসিংদীর আপুদের কাছে একটি ব্র্যান্ড। আর আমরা চেষ্টা করেছি সে ব্র্যান্ডটাকে আরও বড় করতে। আমাদের সেলুনে সব সার্ভিস আছে। এখন আর আপুদের কষ্ট করে ঢাকায় যেতে হবে না, আমাদের সেলুনেই সব সার্ভিস পাবেন। আমরা অত্যাধুনিক মেশিন দ্বারা বর্তমানে নরসিংদীতেই এ সার্ভিসগুলো দিচ্ছি।

আফরিন বলেন, আমাদের এ সেলুনে ঢাকা থেকে ভালো ভালো এক্সপার্ট এনে ট্রেনিং দিয়ে থাকি। প্রতি সপ্তাহে আমরা এখানে ট্রেনিং করাই। আমরা আগ্রহী নারীদের তিন মাসের কোর্স করায়। এ ছাড়া এক ও দুই মাসেরও কোর্সগুলো করাচ্ছি। সেগুলো করে তারা অনুপ্রাণিত হয়ে বিভিন্ন জায়গায় নিজেরা আবার একটা কর্মসংস্থান করছে, সেলুন দিচ্ছে। এতে করে নারীরা উদ্যোক্তা হয়ে সাবলম্বী হচ্ছে।

তিনি বলেন, আমাদের নিজস্ব স্কিন কেয়ার প্রোডাক্ট আছে। প্রতিদিন আমাদের এখানে ডক্টর থাকছেন। অত্যাধুনিক মেশিন দ্বারা সার্ভিস দিচ্ছি আমরা, যা নরসিংদীতে কখনোই ছিল না। যা আমরাই প্রথম শুরু করি। ‘বিউটিরুম বাই আফরিন’ মানেই নতুনত্ব। আমরা সব সময় চেষ্টা করি আপডেট এবং ইউনিক কিছু দিতে।

‘বিউটিরুম বাই আফরিন’-এর ম্যানেজার সাবিহা ইসলাম বলেন, প্রায় ছয় হাজার স্কয়ারফিট জায়গা নিয়ে নরসিংদীর হেমেন্দ্র সাহার মোড়ে (ব্রিটিশ বাংলা হাসপাতালের পাশে) আরহাম টাওয়ারের ১ম তলায় জেলার সর্ববৃহৎ ও সর্বাধুনিক সেলুন ‘বিউটিরুম বাই আফরিন’। এ সেলুনের বেশিরভাগ যন্ত্রপাতি দেশের বাইরে থেকে আনা হয়েছে। আর এসব যন্ত্রপাতি যারা চালাবেন অর্থাৎ সেবা দেবেন, তারা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এবং অভিজ্ঞ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

স্বাস্থ্য পরামর্শ / রান্নায় সরিষার তেলে ঝুঁকি ও অসংক্রামক রোগ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারও দুর্ঘটনা, নিহত আরও ৩

ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ৫৮ শতাংশ মার্কিনি : রয়টার্স

স্পেনের বাইরে লা লিগার ম্যাচ খেলার ব্যাপারে সিদ্ধান্ত জানাল ফুটবলাররা

দুবাইয়ে যাওয়ার ৪ মাস পরই ৩ কোটির লটারি জিতলেন প্রবাসী

এনজো ফার্নান্দেজের মুখে রিয়াল মাদ্রিদের নাম, বাড়ছে গুঞ্জন

কেশবপুরে নারী সমাবেশ/ / ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

১০

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

১১

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

১২

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

১৩

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

১৪

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

১৫

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

১৬

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

১৭

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

১৮

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

১৯

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

২০
X