ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ফরিদপুরে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, গরু-ছাগল লুট

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের উপস্থিতি। ছবি : কালবেলা
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের উপস্থিতি। ছবি : কালবেলা

ফরিদপুরে পুকুরে মাছ ধরা নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দলের নেতার বাড়িসহ অন্তত ২০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের ফুসরা গ্রামে এ সংঘর্ষ হয়।

আধিপত্য বিস্তারের জের ধরে চলা এ সংঘর্ষে একপক্ষের নেতৃত্ব দেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাশেম খান এবং অপরপক্ষের নেতৃত্ব দেন একই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আক্কাস মাতুব্বর।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার বিকেলে হাশেম খান ও আক্কাস মাতুব্বরের লোকদের মধ্যে পুকুরে মাছ ধরা নিয়ে কথা-কাটাকাটি ও পরে হাতাহাতি হয়। এর জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সোমবার সকাল ৮টার দিকে হাশেম খানের সমর্থকরা পাশের সালথার গোট্টি ইউনিয়নের ভাবুক থেকে কয়েকশ লোক নিয়ে আক্কাস মাতুব্বরের বাড়িসহ তার সমর্থকদের বাড়িঘরে হামলা করে ভাঙচুর করে। এ সময় তারা ১০ লক্ষাধিক টাকার গরু-ছাগল লুটপাট করে নিয়ে যান। পরে আক্কাস মাতুব্বরের সমর্থকরা সংগঠিত হয়ে বিএনপি নেতা হাশেম খাঁর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন।

এ ঘটনায় কমপক্ষে ৮-১০ জন আহত হন। এদের মধ্যে তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আওয়ামী লীগ নেতা আক্কাস মাতুব্বর বলেন, রোববার রাতে পুলিশের মধ্যস্থতায় আমরা সংঘর্ষে জড়াব না বলে কথা দিয়েছিলাম। আমি তা মেনে নিলেও হাসেম খান তা মানেননি। তার সমর্থকরা অতর্কিত আজ সকালে আমার বাড়িসহ আমার সমর্থকদের বাড়িতে হামলা ও ভাঙচুর করে দশ লাখ টাকার গরু-ছাগল লুট করে নিয়ে যায়।

অভিযোগ অস্বীকার করে হাসেম খান বলেন, আক্কাসের সমর্থকরা আমার বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান কালবেলাকে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী এবং র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

০৩ মে : আজকের নামাজের সময়সূচি

ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

হবিগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

স্বাস্থ্য পরামর্শ / এজেন্ট বা উৎপাদকের কারণে মানুষ রোগাক্রান্ত হয়

শিক্ষকের ওপর হামলা, মধ্যরাতে উত্তাল খুলনা বিশ্ববিদ্যালয়

বাকেরগঞ্জে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

দাউদকান্দি থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ সদস্য আহত 

বন্ধ হলো নভোএয়ারের ফ্লাইট

ব্র্যাক ব্যাংকের ৫ হাজার কোটি টাকার আমানত বৃদ্ধি

পাকিস্তান সেনাবাহিনীর জরুরি বৈঠক, সেনা সদ্যদের প্রতিশ্রুতি

১০

নাসির উদ্দীন পিন্টুর দশম মৃত্যুবার্ষিকী শনিবার

১১

ধরে নেওয়া ৪ জেলেকে ছেড়ে দিল আরাকান আর্মি

১২

রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৭

১৩

মাওলানা রইস হত্যা / খুনিরা গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৪

রাজনৈতিক দলগুলোর বক্তব্য অপরিপক্ব : শফিকুল আলম

১৫

মানবিক ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করছে পুনাক

১৬

শরীরে আগুন লাগিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৭

‘সরকারের হস্তক্ষেপ না থাকায় গণমাধ্যম সূচকে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ’

১৮

এবার এসএসসি পরীক্ষার্থীসহ ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

১৯

ভুল ভিডিওর জন্য দুঃখ প্রকাশ

২০
X