সুবর্ণচর ও চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

আমরা জনগণকে মানবিক বাংলাদেশ উপহার দেব : ডা. শফিকুর রহমান

নোয়াখালীর সুবর্ণচরে পথসভায় বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা
নোয়াখালীর সুবর্ণচরে পথসভায় বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা আমাদের অস্তিত্ব অনেকটাই হারিয়ে ফেলেছি। এই জাতিকে আবার অস্তিত্ব ফিরে পাওয়ার লড়াই শুরু করতে হবে। এ লড়াই হচ্ছে মর্যাদার লড়াই। মানুষ হিসেবে মর্যাদার সঙ্গে বেঁচে থাকার লড়াই, নিরাপত্তার লড়াই। সে লড়াইয়ে যদি আমরা বিজয়ী হই, তাহলে বাংলাদেশের জনগণকে একটি মানবিক বাংলাদেশ উপহার দেব।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালীর সুবর্ণচরের চর জুবিলী ইউনিয়নে এক পথসভায় তিনি এ কথা বলেন। এর আগে ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার কারণে গণধর্ষণের শিকার ভুক্তভোগী নারীর খোঁজখবর নেন তিনি।

পথসভায় ডা. শফিকুর রহমান বলেন, মানবিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের আপসহীন লড়াই ও সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একটি ন্যায়নীতির বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আল্লাহর আইনের বাংলাদেশ, মানবতাবোধের বাংলাদেশ, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার তৌফিক আমাদের দান করুক।

তিনি আরও বলেন, আমি এই বোনকে দেখতে এসেছি, দোয়া নিতে এসেছি। মানুষরূপী কিছু পশু ২০১৮ সালে এখানে বড় ধরনের অপকর্ম করেছে। আমার যে বোনটার সঙ্গে অপকর্ম করেছে সে যদি এখানে উপস্থিত কারও আপন বোন হতো আপনারা কি মেনে নিতে পারতেন? কিন্তু দেশটাকে একটি জাহান্নাম বানিয়ে রাখার কারণে সেদিন মানুষ মুখ ফুটে প্রতিবাদ করতে পারেনি। আমরাও আমাদের নৈতিক দায়িত্ব পালন করতে পারিনি, পাশে এসে দাঁড়াতে পারিনি। এই (ধর্ষণের) চিত্র বাংলাদেশে কমবেশি থাকলেও এখানে যা হয়েছে এত নিকৃষ্ট উদাহরণ বাংলাদেশে কম হয়েছে।

তিনি আরও বলেন, একজন মাকে, বোনকে কতটুকু সম্মান দিতে পারব জানি না। তবে তার সামান্যটুকু অপমান হয় এটা আমাদের পক্ষে সহ্য করা সম্ভব নয়। এই মহিলাকে কেউ আপনার মা ভাবতে পারেন, কেউ আপনার বোন ভাবতে পারেন। আমি দোয়া করি আল্লাহ তায়ালা আমার এই বোনের ইজ্জত বৃদ্ধি করুক।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, তার মান-ইজ্জতের যে ক্ষতি হয়েছে, আল্লাহ তায়ালা তাকে তা পুষিয়ে দিক। একজন বোনের সম্মানের মূল্য আমাদের জীবনের চেয়ে বেশি। পশুরা বুঝল না। মানুষ যখন আল্লাহকে ভুলে যায় তখন বেপরোয়া হয়ে যায়। মানুষ যখন আল্লাহকে ভয় করে তখন মানুষ তো দূরের কথা একজন নিরীহ প্রাণীরও কোনো ক্ষতি হবে না। যারা আল্লাহকে ভয় করে তাদের আর কাউকে ভয় করার প্রয়োজন নেই।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের জেলা ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা

মুরাদনগরে উপদেষ্টার পদত্যাগ দাবির মিছিলে পুলিশের বাধা 

খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

উপবৃত্তির ৬৭ অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন, শিক্ষা অফিসার বরখাস্ত 

খেলার সময় পাগলা কুকুরের আক্রমণ, শিশুসহ আহত ১৬

৭৫ বছর বয়সে ডিগ্রি পাস, প্রশংসায় ভাসছেন সাদেক আলী

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ৫৬ সেকেন্ডের মিছিল 

শখের বড়শিতে ২০ কেজির কোরাল

এসএসসি পরীক্ষার্থীর ছুরিকাঘাতে রিকশাচালক নিহত

কয়লা তৈরির কারখানায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

১০

চ্যাম্পিয়ন্স লিগে থ্রিলারের ছোঁয়া, বার্সা-ইন্টার ম্যাচে ৬ গোলের উৎসব!

১১

শতাধিক ভুয়া পেজে ‘অশ্লীল বিজ্ঞাপন’, বিব্রত ডা. জাহাঙ্গীর

১২

স্বাস্থ্য পরামর্শ / বয়স বেশি হলে ডাউন শিশু জন্মদানের শঙ্কা বাড়ে

১৩

ব্যাংকক থেকে আজ দেশে ফিরছেন সালাহউদ্দিন আহমেদ

১৪

প্রকৌশলীদের উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবি’র মতবিনিময় সভা 

১৫

সৈয়দপুরে শাটল বাস সার্ভিস চালু করল বিমান

১৬

প্রকৌশলীদের অধিকার আদায়ে সারাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ

১৭

সার্জেন্ট হেলালের সাহসিকতায় ২ ছিনতাইকারী আটক

১৮

শ্রমিকদের অধিকার আদায়ের ‘মহান মে দিবস’ আজ

১৯

নোবিপ্রবির পুকুরে ছাত্র-ছাত্রীদের গোসলের ছবি ভাইরাল, প্রশাসনের সতর্কতা

২০
X