বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২
সুবর্ণচর ও চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

আমরা জনগণকে মানবিক বাংলাদেশ উপহার দেব : ডা. শফিকুর রহমান

নোয়াখালীর সুবর্ণচরে পথসভায় বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা
নোয়াখালীর সুবর্ণচরে পথসভায় বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা আমাদের অস্তিত্ব অনেকটাই হারিয়ে ফেলেছি। এই জাতিকে আবার অস্তিত্ব ফিরে পাওয়ার লড়াই শুরু করতে হবে। এ লড়াই হচ্ছে মর্যাদার লড়াই। মানুষ হিসেবে মর্যাদার সঙ্গে বেঁচে থাকার লড়াই, নিরাপত্তার লড়াই। সে লড়াইয়ে যদি আমরা বিজয়ী হই, তাহলে বাংলাদেশের জনগণকে একটি মানবিক বাংলাদেশ উপহার দেব।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালীর সুবর্ণচরের চর জুবিলী ইউনিয়নে এক পথসভায় তিনি এ কথা বলেন। এর আগে ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার কারণে গণধর্ষণের শিকার ভুক্তভোগী নারীর খোঁজখবর নেন তিনি।

পথসভায় ডা. শফিকুর রহমান বলেন, মানবিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের আপসহীন লড়াই ও সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একটি ন্যায়নীতির বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আল্লাহর আইনের বাংলাদেশ, মানবতাবোধের বাংলাদেশ, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার তৌফিক আমাদের দান করুক।

তিনি আরও বলেন, আমি এই বোনকে দেখতে এসেছি, দোয়া নিতে এসেছি। মানুষরূপী কিছু পশু ২০১৮ সালে এখানে বড় ধরনের অপকর্ম করেছে। আমার যে বোনটার সঙ্গে অপকর্ম করেছে সে যদি এখানে উপস্থিত কারও আপন বোন হতো আপনারা কি মেনে নিতে পারতেন? কিন্তু দেশটাকে একটি জাহান্নাম বানিয়ে রাখার কারণে সেদিন মানুষ মুখ ফুটে প্রতিবাদ করতে পারেনি। আমরাও আমাদের নৈতিক দায়িত্ব পালন করতে পারিনি, পাশে এসে দাঁড়াতে পারিনি। এই (ধর্ষণের) চিত্র বাংলাদেশে কমবেশি থাকলেও এখানে যা হয়েছে এত নিকৃষ্ট উদাহরণ বাংলাদেশে কম হয়েছে।

তিনি আরও বলেন, একজন মাকে, বোনকে কতটুকু সম্মান দিতে পারব জানি না। তবে তার সামান্যটুকু অপমান হয় এটা আমাদের পক্ষে সহ্য করা সম্ভব নয়। এই মহিলাকে কেউ আপনার মা ভাবতে পারেন, কেউ আপনার বোন ভাবতে পারেন। আমি দোয়া করি আল্লাহ তায়ালা আমার এই বোনের ইজ্জত বৃদ্ধি করুক।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, তার মান-ইজ্জতের যে ক্ষতি হয়েছে, আল্লাহ তায়ালা তাকে তা পুষিয়ে দিক। একজন বোনের সম্মানের মূল্য আমাদের জীবনের চেয়ে বেশি। পশুরা বুঝল না। মানুষ যখন আল্লাহকে ভুলে যায় তখন বেপরোয়া হয়ে যায়। মানুষ যখন আল্লাহকে ভয় করে তখন মানুষ তো দূরের কথা একজন নিরীহ প্রাণীরও কোনো ক্ষতি হবে না। যারা আল্লাহকে ভয় করে তাদের আর কাউকে ভয় করার প্রয়োজন নেই।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের জেলা ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পূজায় কোনো নিরাপত্তার ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার

হাসপাতালের বিছানায় সাবেক মন্ত্রীর বিতর্কিত ছবি নিয়ে যা বলছে কারা কর্তৃপক্ষ

বিএনপির পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে নর্থ আমেরিকা পররাষ্ট্র কমিটির বৈঠক

বিএনপি ক্ষমতায় এলে সকলে মিলে দেশ গড়বো : ড. ফরিদুজ্জামান ফরহাদ

বকেয়া বিল আদায়ের ঘটনায় পল্লী বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে অপপ্রচার

ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করতে হবে : সেলিমুজ্জামান 

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘প্রবাহ’

১০

চবির ফারসি বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়ম অভিযোগ গেল দুদকে

১১

একজন চিকিৎসক দিয়েই চলছে হাসপাতাল

১২

চারদিন পর খাগড়াছড়িতে অবরোধ স্থগিত

১৩

চলতি অর্থবছর কেমন হবে, জানাল এডিবি

১৪

বিএনপি ক্ষমতায় এলে সবাই মিলে দেশ গড়ব : ড. ফরিদুজ্জামান

১৫

সিপিআর বাঁচাতে পারে হার্ট অ্যাটাকের লাখো প্রাণ

১৬

‘আল্লাহ, তুই দেহিস’ / সেই বৃদ্ধের চুল কেটে দেওয়ার ঘটনায় আসামি গ্রেপ্তার

১৭

গানপাউডারসহ আ.লীগ কর্মী গ্রেপ্তার

১৮

চট্টগ্রামে পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ১৪ হাজারের বেশি আনসার-ভিডিপি

১৯

গর্ভাবস্থায় নারীদের বমি-বমি ভাবের ‘আসল রহস্য’ জানালেন গবেষকরা

২০
X