রংপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১১ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ

রংপুর শহরে বন্ধ সব পেট্রল পাম্প, ভোগান্তি চরমে

কড়াকড়ি ধর্মঘটে বন্ধ রংপুর শহরের সব পেট্রল পাম্প। ছবি : কালবেলা
কড়াকড়ি ধর্মঘটে বন্ধ রংপুর শহরের সব পেট্রল পাম্প। ছবি : কালবেলা

নওগাঁয় বিনা নোটিশে পেট্রল পাম্পে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে রংপুর ও রাজশাহী বিভাগের সকল পেট্রল পাম্প বন্ধ করে ধর্মঘট কর্মসূচি পালন করছে জ্বালানি তেল বিপণন, সরবরাহ ও পরিবহন সংশ্লিষ্ট সংগঠন। শহরের পেট্রল পাম্প বন্ধ রেখে কড়াকড়ি ধর্মঘট পালন হলেও বাইরের অনেক পাম্প থেকে তেল সরবরাহ করা হচ্ছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে উত্তরাঞ্চলের জেলাগুলোতে তেল উত্তোলন, বিপণন ও পরিবহন বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার এ কর্মসূচির ডাক দেয় পেট্রোলিয়ম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস এন্ড পেট্রল পাম্প ওর্নাস অ্যাসোসিয়েশন।

বুধবার দুপুরে সরেজমিনে ঘুরে দেখা যায়, সকাল থেকে নগরীর মডার্ন মোড়, সালেক পাম্প, শাপলা ফিলিং স্টেশন, রহমান ফিলিং স্টেশনসহ পেট্রল পাম্পগুলোতে তেল সরবরাহ বন্ধ রাখা হয়েছে। তেল নিতে গাড়ি নিয়ে পাম্পগুলোতে ভিড় জমাচ্ছেন গাড়ি চালকরা। দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল নিতে ব্যর্থ হয়েছেন অনেকে। তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে ভুক্তভোগীদের।

অন্যদিকে শহরের বাইরের কিছু পেট্রল পাম্প থেকে তেল সরবরাহ করা হচ্ছে। সদর উপজেলার লাহিড়িরহাট পেট্রল পাম্প, মমিনপুরের মেসার্স আশরাফ এন্ড সন্স ফিলিং স্টেশন খোলা আছে। সেখান থেকে তেল সরবরাহ করা হচ্ছে। তবে ধর্মঘট ডেকে সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলতে এমন পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে বলে জানান গাড়িচালকেরা।

নগরীর শাপলা ফিলিং স্টেশনে মোটরসাইকেলে তেল নিতে এসেছেন মাহমুদ নামের একজন। দীর্ঘ সময় অপেক্ষার পর তেল না পেয়ে ফেরত যাচ্ছিলেন। এসময় তিনি কালবেলাকে বলেন, সমস্যা হয়েছে যেখানে সেখানেই সমাধান করতে হবে। তা না করে দুই বিভাগে পেট্রল পাম্প বন্ধ করেছে। এটা মানুষকে হয়রানি করা ছাড়া আর কিছু না।

রেজাউল করিম নামের আরেকজন বলেন, এদের ধর্মঘটে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছে। তেল না দিয়ে গাড়ি বন্ধ করে রেখেছে। এটা কোনো কথা হলো। ধর্মঘটের খবরে গতকাল (মঙ্গলবার) যারা জ্বালানি তেল সংগ্রহ করেছিলেন তারাই গাড়ি বের করতে পেরেছেন। অনেকে গাড়ি বের করতে পারছেন না আজ।

ট্রাকচালক শফিয়ার রহমান বলেন, গতকাল গাড়িতে তেল নিতে পারিনি। এখন এসে দেখি পাম বন্ধ, তেল দিচ্ছেনা। গাড়ি বন্ধ করে রাখা ছাড়া আর কোনো উপায় নাই।

খোঁজ নিয়ে জানা গেছে, বিভাগের আট জেলা ও উপজেলাগুলোতেও বন্ধ রাখা হয়েছে পেট্রোল পাম্প। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করে যাবেন।

রংপুর পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মিজানুর রহমান বলেন, সংগঠন যে সিদ্ধান্ত নেবে আমরা তা মানব। আশা করি দ্রুত সমস্যা সমাধান হবে।

এর আগে, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ পেট্রোলিয়ম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগের সভাপতি মো. মিজানুর রহমান রতন ও সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রাজশাহী ও রংপুর বিভাগের পেট্রল পাম্প মালিকদের জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধের আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার নওগাঁ জেলার সড়ক ও জনপথ বিভাগ কোনো ধরনের পূর্বঘোষণা, নোটিশ বা আনুষ্ঠানিক চিঠি না দিয়ে আকস্মিক উচ্ছেদ অভিযান চালিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইঞ্জিন সংকটে ‘নাজুক’ রেল অপারেশন

স্পেনে রিয়ালের আর্জেন্টাইন তারকাকে নিয়ে অদ্ভুত বিতর্ক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হলেন আবু তাহের

মানবিক ড্রাইভার গড়তে নারায়ণগঞ্জে ডিসির যুগান্তকারী উদ্যোগ

গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত

পিএসসি সদস্য হলেন অধ্যাপক শাহীন চৌধুরী

রিয়ালের হয়ে ইতিহাস গড়লেন আর্জেন্টিনার ‘মাস্তান’

দাম্পত্য কলহ এড়ানোর সহজ ৫ উপায়

‘গণতন্ত্রের জন্য আরও কঠিন পথ পাড়ি দিতে হতে পারে’

আর্থিক খাত নিয়ে খারাপ খবর দিলেন গভর্নর

১০

পৌরসভার ফাইল নিয়ে দুই কর্মকর্তার হাতাহাতি

১১

কর্মস্থলে ‘অনুপস্থিত’, এবার পুলিশের ২ এসপি বরখাস্ত

১২

এশিয়া কাপ দল নিয়ে তোপের মুখে বিসিসিআই

১৩

নারী-শিশুসহ ছয় ভারতীয় নাগরিক আটক

১৪

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে সরকার : উপদেষ্টা আসিফ

১৫

পিয়াইন নদীতে অবাধে বালু লুট, হুমকিতে বসতবাড়ি 

১৬

সোনালী ও জনতা ব্যাংকের অফিসার পদের ফল প্রকাশ

১৭

নরসিংদীতে একজনকে কুপিয়ে হত্যা

১৮

হোয়াটসঅ্যাপে নতুন কৌশলে অর্থ চুরি, যেভাবে নিরাপদ থাকবেন

১৯

টিটিইসহ ৫ জন আসামি / তিন মাসেও শেষ হয়নি ট্রেন থেকে ফেলে হত্যার তদন্ত

২০
X