গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০২:০১ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বেকার ভাতা নয়, আমরা কাজ দেব : জামায়াত আমির

জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, উত্তরাঞ্চলকে তিলে তিলে শেষ করা হয়েছে। কাজের অভাবে তরুণরা রাজধানীমুখী। আমরা বেকার ভাতা নয়—কাজ দেব, যাতে যুবকরা সম্মানের সঙ্গে আয় করতে পারে।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধার পলাশবাড়ী এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, বিশ্বের সকল দেশের সঙ্গে আমরা বন্ধুত্বের সম্পর্ক চাই। আমরা প্রতিবেশী দেশকে প্রতিবেশী হিসেবে দেখতে চাই। আমরা কারো ওপর খবরদারি করতে চাই না। কেউ এসে আমাদের ৫৬ হাজার বর্গমাইলের ওপর খবরদারি করুক সেটাও চাই না। কোনো আধিপত্যবাদের ছায়া বাংলাদেশে দেখতে চাই না

তিনি আরও বলেন, আমরা চাই তার আমূল পরিবর্তন। সে আমূল পরিবর্তন আপনাদের হাতছানি দিয়ে ডাকছে আগামী ১২ ফেব্রুয়ারি। একসঙ্গে দুটি ভোট অনুষ্ঠিত হবে। গণভোট ও সাধারণ নির্বাচন। গণভোট সফল হলে সাধারণ ভোট সফল হবে। তাই গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহব্বান জানান তিনি।

উত্তরাঞ্চলের নদী সমস্য সম্পর্কে তিনি বলেন, নদী আল্লাহর দান; কিন্তু তিস্তাসহ ব্রহ্মপুত্র-যমুনা—সব নদী আজ মৃতপ্রায়। ৫৪ বছরে নদীশাসনে কোনো উন্নয়ন হয়নি। সরকার গঠন করতে পারলে নদীতে জীবন ফিরিয়ে আনব এবং উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক রাজধানীতে রূপান্তর করব। এসময় তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও নদী পুনরুদ্ধার প্রকল্প নেওয়ার ঘোষণা দেন।

কৃষকের ন্যায্যমূল্য প্রসঙ্গে জামায়াত আমির বলেন, বাংলাদেশ খাদ্যের ভাণ্ডার, কিন্তু কৃষক দাম পায় না; বাজারে চাঁদাবাজি চলতে থাকে। চাঁদাবাজি নির্মূল ও কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে।

নতুন প্রকল্প ও অবকাঠামোর বিষয়ে তিনি আরও বলেন, গাইবান্ধায় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। ইপিজেড বাস্তবায়ন, বালাসী ঘাটে টানেল নির্মাণ ও ফুলছড়ি–সাঘাটাসহ নদীশাসন কার্যক্রম নেওয়া হবে।

বক্তব্য শেষে দলীয় প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিয়ে পরিচয় করিয়ে দেন ডা. শফিকুর রহমান। জনসভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাও. নজরুল ইসলাম। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার, গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল করিম, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমানহ ১০ দলীয় জোটের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে নিয়ে ভিন্ন ‘গেম’ খেলছে ভারত!

বিএনপির আরও ১০ নেতাকে দুঃসংবাদ

সিলেট-৫ আসনে জমিয়ত সভাপতিকে সমর্থন দেবে ইসলামী আন্দোলন?

শুভশ্রীর রাজনীতিতে আসা নিয়ে মুখ খুললেন রাজ

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি ২ কিশোর আহত

বিএনপির নারী প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, সেই বিএনপি নেতা বহিষ্কার

বৃদ্ধ দম্পতিকে হত্যা

অ্যাক্রেডিটেশন বাতিল কেন? আইসিসির কাছে জবাব চেয়েছে বিসিবি

রোজা শুরুর আগে যে ১০ প্রস্তুতি নেওয়া জরুরি

রংপুর-১ আসনে জাতীয় পার্টির মঞ্জুম আলীর প্রার্থিতা বাতিল

১০

মেট্রোতে ঝুলে জেল-জরিমানার কড়া হুঁশিয়ারি খেলেন বরুণ ধাওয়ান

১১

প্রতিপক্ষ ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা হরণ হতে পারে : ইশরাক

১২

তারেক রহমানের সিরাজগঞ্জ সফরের খবরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা

১৩

ওরির সঙ্গে বন্ধুত্ব ভাঙলেন সারা

১৪

জ্যাম বা জায়েদ খান নয়, কষ্ট একটাই আমি ঢাকা-৮ এর ভোটার : ফারিয়া

১৫

চাঁদাবাজ ও ধর্ম ব্যবসায়ীদের জনগণ রুখে দেবে : সাইফুল হক

১৬

আমরা বিজয়ী হলেও কারও বিরুদ্ধে প্রতিশোধ নেব না : ডা. শফিকুর রহমান

১৭

প্লাস্টিক চাল কি সত্য নাকি গুজব

১৮

বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশে ভূমিধস, ২৩ সেনার মৃত্যু

১৯

৫ দিনের তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

২০
X