ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৯ এএম
অনলাইন সংস্করণ

উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে মন্তব্য, শিক্ষককে শোকজ

অভিযুক্ত শিক্ষক মু. মাহবুবর রহমান। ছবি : সংগৃহীত
অভিযুক্ত শিক্ষক মু. মাহবুবর রহমান। ছবি : সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মন্তব্য করায় জয়পুরহাটের এক প্রাথমিক শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

অভিযুক্ত শিক্ষক মু. মাহবুবর রহমান জেলার ক্ষেতলাল উপজেলার হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং প্রাথমিক সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের সমন্বয়ক।

সোমবার (৩ ফেব্রুয়ারি) জয়পুরহাট জেলা শিক্ষা অফিসার (চ.দা.) মমিনুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠিতে এ কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়েছে, জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাহবুবর রহমান তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা সম্পর্কে বিরূপ মন্তব্য করে তা লাইভ করেন। এ ধরনের পোস্টে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা তথা সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের পোস্ট করায় সরকারের ইমেজ ক্ষুন্ন হওয়ায় বিষয়টি ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহার নির্দেশিকা-২০১৯ এর ৭(ঘ) এবং ১০ (৫) (ছ) (পরিমার্জিত সংস্করণ) এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা’ ২০১৮-এর পরিপন্থি।

এ অবস্থায় কেন আপনার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে না, তার জবাব পত্র প্রাপ্তির তিন কার্যদিবসের মধ্যে প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অন্যথায় ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।

বিষয়টি জানতে সহকারী শিক্ষক মাহবুবর রহমান কালবেলাকে বলেন, ফ্যাসিস্ট চলে গেছে, কিন্তু ফ্যাসিবাদী আইন এখনো রয়ে গেছে। জালেম নেই, কিন্তু জালেমের জুলুম রয়েই গেছে। সরকা‌রি প্রতিষ্ঠা‌নে জবাবদিহিতা ছাড়া স্বচ্ছতা সম্ভব নয়।

তিনি আরও বলেন, এর আগেও শিক্ষক‌দের বেতন-ভাতা ও ন্যায্য দা‌বি প্রতিষ্ঠা এবং ১৪ বছর ধরে পদোন্নতি বন্ধ থাকার পোস্ট করায় আমার বিরু‌দ্ধে গত বছরের ২৩‌ জুন বিভাগীয় মামলা রুজু করা হয়। ৫ আগস্টের পরেও নতুন বাংলা‌দে‌শে আমরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছি না। এ বিষয়ে অন্তবর্তী সরকা‌রের প্রধান উপদেষ্টা ও ছাত্র- জনতার সমন্বয়কদের দৃষ্টি আকর্ষণ করছি।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মমিনুল ইসলামের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি কালবেলাকে বলেন, এ বিষয়ে মোবাইলে কিছু বলা যাবে না। আপনি সামনাসামনি আসেন কথা বলব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

জুমার দিন মসজিদে এসে যে ৩ কাজ ভুলেও করবেন না

২৯ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

যারা অত্যাচার-নির্যাতন করেছে তাদের বিচার হতেই হবে : হুম্মাম কাদের

স্বাস্থ্য পরামর্শ / চোখের লাল-জ্বালা: এডেনোভাইরাল কনজাঙ্কটিভাইটিসের প্রাদুর্ভাব

ইতালিতে ‘ও লেভেল’ পরীক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য

সাবেক এমপি বুলবুলের পিএস সিকদার লিটন গ্রেপ্তার

টাকা না পেয়ে ফুপুকে গলাকেটে হত্যা করল ভাতিজা

প্রাথমিকে শিক্ষক নিয়োগে নারীদের জন্য বিশেষ কোটা বাতিল 

আন্তর্জাতিক ফেলোশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ছাত্রদলের ঊর্মি

১০

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

১১

সাতক্ষীরার পুলিশ সুপারের মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের শোক

১২

প্রকৌশলীদের মর্যাদা রক্ষায় আইইবির ৫ দফা দাবি

১৩

পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাই

১৪

চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বের ড্র অনুষ্ঠিত, রিয়াল-বার্সার প্রতিপক্ষ কারা?

১৫

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি ভুয়া

১৬

আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি, কত টাকা লাগবে

১৭

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

এবার যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হচ্ছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের 

১৯

ফিফা কোয়ালিফায়ারে শেষবারের মতো নামছেন মেসি, জানালেন নিজেই

২০
X