কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

মাংসের বদলে ঝোল দেওয়ায় সংঘর্ষ, অতঃপর...

সংঘর্ষ থামাতে খতনা অনুষ্ঠানে যায় পুলিশ। ছবি : কালবেলা
সংঘর্ষ থামাতে খতনা অনুষ্ঠানে যায় পুলিশ। ছবি : কালবেলা

কুষ্টিয়ার কুমারখালীতে খতনা অনুষ্ঠানে ঘটেছে তুলকালাম কাণ্ড। মাংস চেয়ে তার বদলে আমন্ত্রিত অতিথিদের বারবার ঝোল দেওয়ায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় উপজেলার নন্দলালপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে মনোহরপুর গ্রামের রাশিদুল ইসলামের ছেলে রাফিউরের খাতনার অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে রাশিদুল আত্মীয়স্বজন প্রতিবেশী মিলিয়ে কয়েকশ ব্যক্তিকে দাওয়াত দেন। সবকিছু ঠিকঠাকই চলছিল। শেষ মুহূর্তে বিকেল ৩টার দিকে মাংসের বদলে ঝোল দেওয়া নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

রাশিদুলের আত্মীয় আকবর হোসেনের স্ত্রী-সন্তান মিলে ৭-৮ জন এক টেবিলে খেতে বসেন। এ সময় চান্নু নামে এক ব্যক্তি খাবার পরিবেশনে দায়িত্বে থাকা রাশিদুলের শ্যালক শহিদুলকে মাংসের গামলায় ঝোল থাকায় তা পরিবর্তন করে মাংস দিতে বলেন। এ নিয়ে তাদের দুজনের মধ্যে তর্ক বাধে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। শুরু হয় চেয়ার-টেবিল ছোড়াছুড়ি। প্রায় আধাঘণ্টা ধরে চলা সংঘর্ষ থামে শেষ পর্যন্ত পুলিশি হস্তক্ষেপে।

আহতরা হলেন- মনোহরপুর গ্রামের আকবরের ছেলে মাহফুজুর রহমান (২০) ও চান্নু হোসেন (৩৫), কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের আবদুর রশিদের ছেলে শহিদুল ইসলাম (৪৫) এবং ইয়াকুব আলীর ছেলে জামিরুল (১৯)। এর মধ্যে মাহফুজুরের মাথা ফেটে যাওয়াসহ শরীরে আঘাত গুরুতর হওয়ায় কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে আহত মাহফুজুর রহমান বলেন, মাংসের গামলায় মাংসের চেয়ে ঝোলের পরিমাণ বেশি ছিল। পরিবর্তন করে আনার জন্য বলা হলেও শহিদুল বারবার ঝোলই নিয়ে আসছিল। এ নিয়ে একটু আপত্তি জানালে তিনি আমার সঙ্গে তর্ক করেন। এক পর্যায়ে শহিদুল আমাকেসহ আমার টেবিলে বসা অন্যদের ওপরও চড়াও হন। এতে আমিসহ কয়েকজন আহত হই। চেয়ার দিয়ে মেরে আমার মাথা ফাটিয়ে দেয়।

এ বিষয়ে থানায় মামলা করবেন বলেও জানান তিনি।

রাফির বাবা রাশিদুল ইসলাম জানান, মাংসের ঝোল নিয়ে প্যান্ডেলে একটু হট্টগোল হয়েছে। পরে বিষয়টি ঠিক হয়ে গেছে।

খাবার পরিবেশনের দায়িত্বে থাকা শহিদুল জানান, চান্নু মাহফুজুরদের মাংস দিলেও তারা ইচ্ছাকৃতভাবে হয়রানি করছিল। এক পর্যায়ে ওরাই আমার ওপর চড়াও হয় এবং মারধর করে। তবে আমি কাউকে আঘাত করিনি। আমার হাতে কেউ আহতও হয়নি।

এ বিষয়ে কুমারখালী থানার এসআই সোহাগ শিকদার জানান, খতনার অনুষ্ঠানে খাবার পরিবেশকদের সঙ্গে আমন্ত্রিত অতিথিদের সংঘর্ষের ঘটনা ঘটেছিল। পরে আমরা গিয়ে পরিস্থিতি সামাল দেই। তবে এ সংঘর্ষের ঘটনায় চারজন আহত হয়েছে বলেও জানতে পারি। এ বিষয়ে কোনো অভিযোগ পায়নি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘স্বাধীনতার পর ক্ষমতায় না গিয়ে জিয়াউর রহমান সেনাবাহিনীতে ফিরে যান’

ফাইনাল জিততে বাংলাদেশের দরকার ১২৬ রান

শাহজাহানের বক্তব্য সমর্থন করে না জামায়াত

আসছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’, নামের অর্থ জানুন

প্রায় ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

বাংলাদেশে বাস করে মুক্তিযোদ্ধাদের অপমান করা কাম্য নয় : কাদের সিদ্দিকী

নরসিংদীতে ভূমিকম্প আতঙ্ক / ঘর ছেড়ে রাস্তা-মাঠে নির্ঘুম রাত, শহর ছাড়ার ভাবনা

ঘাস খাওয়ায় গরুর পায়ের রগ কাটল প্রতিবেশী

রেস করতে গিয়ে প্রাণ গেল ২ তরুণের

কবিতা-গানের মনোমুগ্ধময় সন্ধ্যা― ‘আমার মুক্তি আলোয় আলোয়’

১০

রেফারি বিতর্ক নিয়ে বার্সাকে ফের আক্রমণ রিয়াল সভাপতির

১১

লেবাননে আবারও ইসরায়েলি হামলা

১২

সাতক্ষীরা-৩ / আশ্বাস পেয়ে গণসংযোগে ব্যস্ত ডা. শহিদুল আলম

১৩

বিএনপির সাথে বৈঠক / খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন ভুটানের প্রধানমন্ত্রী

১৪

বরিশালের ৬টি আসনে এনসিপির মনোনয়ন চান ১১ জন, তিনটিতে একক প্রার্থী

১৫

কতজন প্রবাসী পোস্টাল ব্যালটের নিবন্ধন করেছেন জানাল ইসি

১৬

জামায়াত নেতার বিতর্কিত বক্তব্যের নিন্দা এনসিপির

১৭

ভূমিকম্পের সময় কী করা উচিত, জানাল ফায়ার সার্ভিস

১৮

নর্দান ইউনিভার্সিটির নতুন ভিসি অধ্যাপক ড. মো. মিজানুর রহমান

১৯

বিএনপি বিনামূল্যে প্রাথমিক চিকিৎসাসেবা চালু করবে : আমীর খসরু

২০
X