খুলনা ব্যুরো
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ
শেখ বেলাল উদ্দিনের স্মরণ সভায় বক্তারা

আদর্শবাদী মানুষ তার কর্মের মাধ্যমে মৃত্যুর পরও বেঁচে থাকেন

এমইউজে খুলনার সাবেক সভাপতি শেখ বেলাল উদ্দিনের শাহাদাতবার্ষিকী উপলক্ষে খুলনা প্রেস ক্লাবে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তারা। ছবি : কালবেলা
এমইউজে খুলনার সাবেক সভাপতি শেখ বেলাল উদ্দিনের শাহাদাতবার্ষিকী উপলক্ষে খুলনা প্রেস ক্লাবে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তারা। ছবি : কালবেলা

একজন মানুষকে হত্যা করা যায়, কিন্তু তার আদর্শকে কখনো হত্যা করা যায় না। একজন আদর্শবাদী মানুষ তার কর্মের মধ্য দিয়ে মৃত্যুর পরও বেঁচে থাকেন। মৃত্যুর ২০ বছর পরও স্মরণসভায় সর্বস্তরের নাগরিক প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে শহীদ সাংবাদিক শেখ বেলাল উদ্দিন একজন আদর্শবাদী মানুষ ছিলেন।

খুলনা প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সাবেক সভাপতি ও দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান শেখ বেলাল উদ্দিনের ২০তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে শনিবার (০৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় খুলনা প্রেস ক্লাবে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন।

২০০৫ সালের ৫ ফেব্রুয়ারি রাতে খুলনা প্রেস ক্লাবের প্রবেশ চত্বরে রিমোর্ট কন্ট্রোল বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১১ ফেব্রুয়ারি ঢাকার সিএমএইচে শাহাদাতবরণ করেন শেখ বেলাল উদ্দিন। নির্মম ও বর্বরোচিত হামলার সেই ঘটনাস্থলেই এবার স্মরণসভা করেছে এমইউজে খুলনা। কালো ব্যানার, কালো ঝালরে আবৃত চেয়ার-টেবিল যেন সেদিনের শোককেই স্মরণ করিয়ে দিচ্ছিল বারবার।

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার উদ্যোগে স্মরণসভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মো. আনিসুজ্জামান। স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ ও প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন।

ইউনিয়নের কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মোহসীন আলী ফরাজী, খুলনা জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব অ্যাডভোকেট নূরুল হাসান রুবা, খুলনা প্রেস ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, বিএফইউজের সাবেক সহসভাপতি মো. রাশিদুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচএম আলাউদ্দিন, ইঞ্জিনিয়ার মোল্লা আলমগীর, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য ও শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের খুলনা জেলা সভাপতি মনিরুল হক বাবুল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন খুলনা জেলার সভাপতি এমএ হাসান।

এ সময় বক্তৃতা করেন এমইউজে খুলনার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়, দৈনিক নয়াদিগন্তের খুলনা ব্যুরো প্রধান এরশাদ আলী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন খুলনা জেলার সাবেক সভাপতি মো. জাহিদুল ইসলাম, খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল ইসলাম নূর, শহীদ সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের ছোট ভাই দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার শেখ শামসুদ্দিন দোহা, বিশিষ্ট গবেষক ও কলামিস্ট ড. মো. ফোরকান আলী, দৈনিক কালবেলার খুলনা ব্যুরো প্রধান বশির হোসেন প্রমুখ।

আগামী ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ৯টায় নগরীর রায়েরমহলের শহীদ সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের কবর জিয়ারত করা হবে বলে স্মরণসভা থেকে ঘোষণা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ সন্তানকে কোলে নিতে আদালত প্রাঙ্গণে বাবার কান্না

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় কাজিকি, সরিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ মানুষকে

সরকারি নিয়োগ নিয়ে জরুরি নির্দেশনা 

প্রাণ ফিরছে সাদাপাথরে, বাড়ছে পর্যটকের ভিড়

রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি ১১ দেশের

নির্বাচনে নয়, দায়িত্বে থাকতে চান বিসিবি সভাপতি বুলবুল

ভিকারুননিসা-হবিগঞ্জের ঘটনায় হেফাজতে ইসলামের ক্ষোভ প্রকাশ

সিলেটে কুরিয়ার ভ্যানে ডাকাতি, গ্রেপ্তার ৬

ফেসবুকে প্রেম, বিয়ে করতে কুষ্টিয়ায় চীনা যুবক

গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়ার ইন্তেকাল

১০

ইতিহাস আমাদের বিচার করবে : মুসলিম দেশগুলোর উদ্দেশে ইরান

১১

‘ক্যানসারে আক্রান্ত তৌহিদ আফ্রিদি’

১২

ফজলুর রহমান চাইলেন ৭ দিন, বিএনপি দিল ২৪ ঘণ্টা

১৩

বাস-প্রাইভেটকারের সংঘর্ষে নিহত বেড়ে ৪

১৪

ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা

১৫

চিকুনগুনিয়া টিকার লাইসেন্স স্থগিত করল যুক্তরাষ্ট্র

১৬

সারা দেশে একযোগে ১৮৯ বিচারককে বদলি

১৭

জেলা-উপজেলায় আনসার বাহিনীর নির্বাচনী প্রশিক্ষণ শুরু

১৮

ওজন কমাতে ৭ প্রচলিত ধারণা ভুলে গেলেই ফল আসবে আরও সহজে

১৯

হিজাববিদ্বেষী শিক্ষিকার শাস্তি চাইল বাংলাদেশ খেলাফত মজলিস 

২০
X