চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৫ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ

নেই ন্যায্য পানিবণ্টন, ব্রহ্মপুত্র যেন মরুভূমি

ব্রহ্মপুত্রের মাঝে গড়ে উঠেছে চর। ছবি : কালবেলা
ব্রহ্মপুত্রের মাঝে গড়ে উঠেছে চর। ছবি : কালবেলা

কুড়িগ্রামের চিলমারীতে খরস্রোতা ব্রহ্মপুত্র নদ নাব্য সংকটের কারণে বিস্তীর্ণ এলাকাজুড়ে বালু জমে খণ্ড খণ্ড বালুচরে পরিণত হয়েছে। নদনির্ভরশীল তিন থেকে চার শতাধিক জেলে পরিবারকে পড়তে হয়েছে বিড়ম্বনায়। বছরে শুষ্ক ও ভরা মৌসুমে নদে আশানুরূপ মাছ না মেলায় দুশ্চিন্তায় দিন কাটে তাদের। তবে বন্যা বা ভরা মৌসুমে সামান্য সহযোগিতা মিললেও শুষ্ক মৌসুমে এ বরাদ্দ নেই।

উজানে বাঁধ নির্মাণ ও ব্রহ্মপুত্রের তলদেশ ভরাটের কারণে এ নাব্য সংকট পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে নদনির্ভর মানুষদের বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ভাটির দেশ বাংলাদেশ- এখানে ন্যায্য পানিবণ্টন না হওয়া এবং তলদেশ ভরাট ও খনন কাজ না হওয়ায় এমনটি হচ্ছে।

উপজেলার রমনা মডেল ইউনিয়নের মাঝিপাড়ার আনন্দ দাস বলেন, নদীতে পানি না থাকায় আগের মতো মাছ পাওয়া যায় না। সবজায়গায় বালুচর পড়েছে। চিলমারী, নয়ারহাট, অষ্টমীরচর, ঢুষমারা এলাকায় ৪ শতাধিক দ্বীপচর পড়েছে। এই সময় নদীর পানি একবারে নিচে নেমে যায়। যার কারণে অন্যসময়ের তুলনায় মাছ পাওয়া যায় না।

সুনিল কুমার দাস জানান, মাছ মারলে খরচ হয়, না মারলে সংসার চলে না। এই সময়ে পরিবার নিয়ে খুব দুশ্চিন্তায় পড়তে হয়, নদীতে জাল ফেলার জায়গা নেই। মাছ বিক্রি না করলে লোন পরিশোধ করার উপায় নেই। ঘুরেফিরি আবার ধারদেনা করে সেই লোনের কিস্তি দিতে হয়।

শিবু চন্দ্র দাস বলেন, বন্যার সময় মাছ পাওয়া যায় না। তখন সরকারিভাবে চাল দেওয়া হয়। তবে সেই চাল সব জেলেরা পান না। কিন্তু এই সময়েও নদীতে মাছ নেই, কষ্ট করে সংসার চালাতে হয়। এই সময়ে সহায়তা পেলে কিছুটা স্বস্তিতে থাকা যেত।

সরেজমিনে দেখা গেছে, ব্রহ্মপুত্র শুকিয়ে বিভিন্ন স্থানে বালুচর জেগে ওঠেছে। অনেক নৌকা দেখা যায় শুকনো জায়গায় পড়ে আছে। জেলেরা জাল সারানোর কাজ করছেন। অলস সময় পার করছেন অনেকেই। শুকিয়ে যাওয়া চরের কোথাও কোথাও ফলানো হচ্ছে বিভিন্ন রকম শাকসবজি ও ফসল।

নদের নাব্য কমে যাওয়ায় চিলমারী থেকে রৌমারী ও রাজিবপুর যেতে ফেরি এবং নৌকায় ঝুঁকি নিয়ে দ্বিগুনেরও বেশি সময় ধরে পার হতে হচ্ছে। এতে যাত্রীদের সময় এবং আর্থিক ব্যয় দুটোই বৃদ্ধি পেয়েছে। হাটবার আসলেই চরের মানুষের কষ্ট বেশি হয়ে পড়ে।

তেল ব্যবসায়ী ফরহাদ আলী বলেন, চরাঞ্চলীয় এলাকায় নেওয়ার জন্য নৌকা পর্যন্ত আনতে আগে এক ড্রাম তেলের ভাড়া ছিল ২০ টাকা। নদের পানি শুকিয়ে যাওয়ায় বর্তমানে এক ড্রাম জ্বালানি তেল নৌকা পর্যন্ত আনতে পরিবহন ব্যয় হচ্ছে ১০০ টাকা।

চিলমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, ব্রহ্মপুত্র নদের পানি শুকিয়ে নাব্য সংকট দেখা দেওয়ায় ব্যবসা-বাণিজ্য কিংবা চলার পথে নানাবিধ সংকটের সৃষ্টি হয়েছে। ব্রহ্মপুত্র নদকে পরিকল্পিতভাবে খনন করা হলে নদটি এলাকাবাসীর আশীর্বাদ হয়ে থাকত।

বিআইডব্লিউটিএর দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, আমাদের ৫টি ড্রেজারের মধ্যে তিনটি ড্রেজার দিয়ে খননকাজ অব্যাহত রয়েছে। একদিকে খনন করলে কয়েক ঘণ্টার মধ্যেই ভরাট হয়ে যাচ্ছে। তবে কবে নাগাদ ফেরি চালু হবে এ বিষয়ে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক জানান, নদীর নাব্য সংকটের বিষয়টি বিআইডব্লিটিএ দেখছেন, তাদের সঙ্গে কথা বলেছি। আর জেলেদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় সহায়তা দিয়ে আসছি। এখন তারপরও কোনো ধরনের সহায়তা আসলে তাদের দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গয়েশ্বর চন্দ্রের দুর্নীতি মামলার রায়ের দিন ধার্য

সংস্কার না করে পূর্বের নিয়মে নির্বাচন হতে পারে না : চরমোনাই পীর

ওমরাহ করে ফিরেছেন রইস উদ্দিন, সাক্ষাৎ করতে গেলেন অপু বিশ্বাস

কেউ টাকা ধার চাইলে সম্পর্ক ঠিক রেখে যেভাবে ‘না’ বলবেন

ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য আমরা লড়াই করেছি : মো. শাহজাহান

৫৫ লাখ টাকা চুরির মামলায় গৃহকর্মী-দারোয়ান রিমান্ডে 

স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহারকারী স্বামীকে নিয়ে হাদিসে যা বলা হয়েছে

এশিয়া কাপ হকির ‘বি’ গ্রুপে বাংলাদেশ

গলায় ম্যাজিক বল আটকে শিশুর মৃত্যু

সন্তান-স্ত্রীসহ সাবেক এমপি সালাহ উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা 

১০

প্রতিদিন কতটা হাঁটা স্বাস্থ্যসম্মত, ৭০০০ নাকি ১০০০০ পা?

১১

জুলাই সনদের কয়েকটি দফা নিয়ে বিএনপির আপত্তি আছে : সালাহউদ্দিন

১২

রাতে ঢাকাসহ ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৩

অল্পের জন্য রক্ষা পেল ট্রেনের হাজারো যাত্রী

১৪

এআই ভিডিও দিয়ে অপপ্রচার, দাবি বিএফআইইউর প্রধানের

১৫

মেহেরপুর সীমান্তে ৩৯ নারী-পুরুষকে হস্তান্তর বিএসএফের

১৬

সেই রইস উদ্দিনের বাড়িতে অপু বিশ্বাস

১৭

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদত্যাগ

১৮

পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে কিম জং উনের নতুন হুমকি

১৯

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

২০
X