ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন শনিবার (১৯ আগস্ট) সাংবাদিকদের জানান, সংঘর্ষের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সদস্য তসলিমুর রেজাকে প্রধান আসামি করে আটজনের নামে কসবা থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে গোপীনাথপুর ইউনিয়নের ধ্বজনগর গ্রামের মোরশিদ মিয়া বাদী হয়ে মামলাটি করেন।
ওসি বলেন, ‘এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
ওই সংঘর্ষে সাতজন আহত হন। একটি মোটরসাইকেল আগুন দেওয়া হয়। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার গোপীনাথপুর বাজারে ওই ঘটনা ঘটে।
জানা যায়, এলাকায় আওয়ামী লীগের রাজনীতিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সদস্য তসলিমুর রেজা এবং একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোক্তার হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
স্থানীয় রাজনীতিতে তসলিমুর রেজা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. শাহ আলম এবং মোক্তার হোসেন আইনমন্ত্রী আনিসুল হকের সমর্থক হিসেবে পরিচিত।
তসলিমুর রেজা সাবেক এমপি শাহ আলমকে নিয়ে দেওয়া একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। এ নিয়ে গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার গোপীনাথপুর বাজারে দুপক্ষের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি হয়।
এ সংবাদ ছড়িয়ে পড়লে উভয়পক্ষের সমর্থকরা দেশীয় ধারাল অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে গুরুতর আহত তসলিম রেজা ও মুক্তার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত বাকি পাঁচজন স্থানীয় হাসপাতালে ভর্তি।
গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও আওয়ামী সেচ্ছাসেবক লীগের কসবা উপজেলার আহ্বায়ক মান্নান জাহাঙ্গীর এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মন্তব্য করুন