নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৭ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৮ পিএম
অনলাইন সংস্করণ

উপদেষ্টার ভাগনে পরিচয়ে জমি দখলচেষ্টার অভিযোগ

জমি দখল করতে আসা সন্ত্রাসী বাহিনীর প্রধান রিন্টু। ছবি : কালবেলা
জমি দখল করতে আসা সন্ত্রাসী বাহিনীর প্রধান রিন্টু। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের ফতুল্লায় জমি দখলের চেষ্টা ও পত্রিকা অফিসে ভাঙচুরের অভিযোগ উঠেছে রিন্টু বাহিনীর বিরুদ্ধে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে ফতুল্লার চানমারি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা ও ভুক্তভোগী জানান, অভিযুক্ত রিন্টু মিয়া নিজেকে অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টার ভাগনে পরিচয় দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রিন্টু মিয়া দুই শতাধিক ব্যক্তিকে নিয়ে সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্রসহ ওই জমিতে প্রবেশ করে। বাধা দিলে নিরাপত্তাকর্মীদের মারধর এবং গোডাউন ও সিসিটিভির ক্যামেরা ভাঙচুর করে। পরে স্থানীয় দৈনিক উজ্জীবিত বাংলাদেশ পত্রিকার সাইনবোর্ড ভাঙচুর করে। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জমির মালিক ভুক্তভোগী তাইজুল ইসলাম রাজীব অভিযোগ করে বলেন, ‘এই জমি প্রায় তিন দশক আগে আমার বাবা কিনেছেন। এরপর থেকেই জমিটি আমরা ভোগদখল করে আসছি। আজ সকালে বর্তমান সরকারের এক উপদেষ্টার ভাগনে পরিচয় দিয়ে বাহিনীসহ আমাদের জমি দখল করতে আসে রিন্টু মিয়া। দুই শতাধিক সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে আমাদের জমিতে তাদের সাইনবোর্ড লাগানোর চেষ্টা করে। এ সময় তারা আমার নিরাপত্তাকর্মীকে মারধর করে এবং সিসিটিভি ক্যামেরা ও দৈনিক উজ্জীবিত বাংলাদেশ পত্রিকার সাইনবোর্ডও ভাঙচুর করে। তারা জমির ভেতরে ভাড়া দেওয়া গোডাউনের তালা ভেঙে ভাড়াটেদের মালামাল লুট করে।’

তিনি আরও বলেন, ‘গতকাল মঙ্গলবার এক ব্যবসায়ী নেতা উজ্জীবিত বাংলাদেশের এক প্রতিনিধিকে ফোন করেছিলেন। জমিটি নিয়ে এক সরকারেরর উপদেষ্টার স্বামী তাকে ফোন দিয়েছিলেন। বিষয়টি নিয়ে আমাদের সঙ্গে বসতে চেয়েছিলেন তিনি। কিন্তু তার আগেই আজ সকালে এই হামলার ঘটনা ঘটে।’

দৈনিক উজ্জীবিত বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক কবিরুল ইসলাম বলেন, ‘জমি নিয়ে বিরোধ থাকলে আইন-আদালত আছে। কিন্তু তারা অন্যায়ভাবে জমিতে প্রবেশ করে ভাঙচুর বা লুটপাট করতে পারে না। আমার অফিসের সাইনবোর্ড ও সিসিটিভি ক্যামেরা ভেঙেছে, নিরাপত্তাকর্মীকে মারধর করেছে।’

তবে এ বিষয়ে অভিযুক্ত রিন্টু মিয়াকে গণমাধ্যমকর্মীরা প্রশ্ন করলে তিনি এড়িয়ে যান। এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম কালবেলাকে বলেন, ‘জমিসংক্রান্ত বিরোধের জেরে একটি পক্ষ হামলা করেছে, এ খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। হামলাকারীরা সেখানে দুটি ক্যামেরা ভাঙচুর এবং কিছু মালামাল লুটের ঘটনার বিষয়ে জানতে পেরেছি।’

ওসি আরও বলেন, ‘উভয় পক্ষকে আমি থানায় ডেকেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলি বাহিনীর ওপর হামলা

চাঁদপুরের বাণিজ্য সম্ভাবনা ও প্রতিবন্ধকতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পুলিশ আগে আমাকে গ্রেপ্তার করত, এখন স্যালুট দেয় : শাহজাহান চৌধুরী

সমাধান ছাড়াই শেষ হলো ববি ও বিএম কলেজের আলোচনা

দেশে আর কোনো স্বৈরশাসকের জন্ম হবে না : সেলিমুজ্জামান

আটকে গেল ১৩ শিক্ষার্থীর জজ হওয়ার স্বপ্ন

যৌন হয়রানীর অভিযোগে মামলা করলেন শুটার রত্না

মাতৃমৃত্যুর ৫৫ শতাংশই হয় প্রসব পরবর্তী ২৪ ঘণ্টায়

মজলুম থেকে জালিম হইয়েন না : আসিফ মাহমুদ

ইসলামিসহ কয়েকটি দল নির্বাচন বানচালের চেষ্টা করছে : আমিনুল হক

১০

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াল শ্রীলঙ্কা দল

১১

দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল / খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘সংকটময়’

১২

বিএনপির আরেক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

১৩

যুক্তরাষ্ট্র ভিসা না দেওয়ায় বিশ্বকাপ ড্র বয়কট করছে ইরান

১৪

আরাকান আর্মির মাদক সন্ত্রাসে বিপর্যস্ত দেশ

১৫

বিমানবন্দরে যাত্রীর লাগেজ চুরি, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ

১৬

যুবদল নেতার শতাধিক ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

১৭

প্রশিক্ষিত ২ কুকুর নিলামে বিক্রি

১৮

শিশুর মায়ের কোলে থাকার মতোই সনাতনীরা নিরাপদ থাকবে : কাজী আলাউদ্দীন

১৯

লক্ষ্মীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

২০
X