মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে বাধার মুখে লালন স্মরণোৎসব স্থগিত

লালন স্মরণোৎসবের মঞ্চ। ছবি : কালবেলা
লালন স্মরণোৎসবের মঞ্চ। ছবি : কালবেলা

টাঙ্গাইলের মধুপুরে দুই ইসলামী সংগঠনের বাধার মুখে লালন স্মরণোৎসব স্থগিত করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টায় মধুপুর বাসস্ট্যান্ডে লালন স্মরণোৎসবের কর্মসূচি পালন হওয়ার কথা ছিল। দুপুর থেকে এলাকায় মাইকিং করে সংগঠনটি অনিবার্য কারণে অনুষ্ঠান স্থগিত করে দুঃখ প্রকাশ করেছে।

আধ্যাত্মিক ও ভাব সংগীতের স্রষ্টা ফকির লালন সাঁইজির স্মরণোৎসব অনুষ্ঠানের আয়োজন করেছিল মধুপুর লালন সংঘ। এতে প্রধান অতিথি হিসেবে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জুবায়ের হোসেনের উপস্থিত থাকার কথা ছিল।

এদিকে অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. সবুজ মিয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, হেফাজত ইসলাম ও ওলামা পরিষদ মধুপুর শাখার বাধায় অনুষ্ঠান করা যাচ্ছে না। ২০১৭ সালে প্রতিষ্ঠার পর লালন সংঘ মধুপুর বাসস্ট্যান্ডে লালন স্মরণোৎসব নামে দুইবার বৃহৎ পরিসরে লালন সংগীতানুষ্ঠানের আয়োজন করে। এবছর লালন স্মরণোৎসব-২০২৫ নামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসারকে প্রধান অতিথি করা হয়।

তিনি বলেন, আয়োজন পুরোদমেই চলছিল। কিন্তু হঠাৎ করেই খবর আসে মধুপুর হেফাজতে ইসলাম আমাদের অনুষ্ঠান নিয়ে আপত্তি জানিয়েছে। হেফাজতের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে তাদের সাথে ১১ ফেব্রুয়ারি বাদ আসর বসার ব্যবস্থা হয়। উপজেলা হেফাজতের সভাপতি মুফতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মাও. মাহমুদুল্লাহ, কওমি উলামা পরিষদের সভাপতি মাও. সোলায়মান কাসেমীসহ তাদের ১০-১৫ জন উপস্থিত ছিলেন। লালন সংঘ থেকে সভাপতি সহযোগী অধ্যাপক ফরহাদ হোসেন তরফদার এবং অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক হিসেবে তিনি উপস্থিত ছিলেন। মধ্যস্থতায় ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার।

ফরহাদ তরফদার ও সবুজ জানান, ইসলামিক দলগুলোর নেতৃবৃন্দ তাদের জানিয়েছেন লালনের মতাদর্শ নাজায়েজ, কুফরি বা শিরক। তারা এই ভ্রান্ত মতাদর্শ মধুপুরে প্রচার করতে দিবেন না। লালনে মতাদর্শ নিয়ে কোনো আলোচনা ইতোপূর্বে হয়নি এবারও হবে না মর্মে প্রতিশ্রুতি দিলেও তারা মানেননি। মধুপুরের সার্বিক আইন শৃঙ্খলার অবনতির শঙ্কায় অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। যারা অনুষ্ঠানের আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা করেছেন এবং যারা এই অনুষ্ঠান উপভোগের জন্য অপেক্ষায় ছিলেন তাদের কাছে দুঃখ প্রকাশ করছেন।

এদিকে হেফাজত ইসলাম মধুপুর শাখার সাধারণ সম্পাদক মাহমুদউল্লাহ বাধা দেওয়ার কথা স্বীকার করে গণমাধ্যমকর্মীদের জানান, ইসলামের সাথে সাংঘর্ষিক বলে অনুষ্ঠান করতে মানা করা হয়েছে।

কওমি ওলামা পরিষদ মধুপুর শাখার সভাপতি সোলেমান কাসেমীর বক্তব্য নিতে তার মোবাইলে একাধিকবার কল দিয়েও বন্ধ পাওয়া গেছে।

মধুপুর থানার ওসি এমরানুল কবির ছুটিতে ছিলেন জানিয়ে বলেন, বুধবার বিকেলে এসে শুনেছি ইসলামী দলগুলো অনুষ্ঠান করতে বাধা দিয়েছে।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা জুবায়ের হোসেন জানান, দুপক্ষের কথাবার্তার মাধ্যমে অনুষ্ঠান স্থগিত হয়েছে শুনেছি। কারো বাধা দেওয়ার বিষয়টি তিনি অবগত নন।

উল্লেখ্য, ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের (ওয়ান ইলেভেন) সময়ে ১৪ এপ্রিল মধুপুর প্রথম প্রতিরোধ দিবস অনুষ্ঠানের আয়োজনও রহস্যজনক কারণে ভন্ডুল হয়েছিল। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এ কে খন্দকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরিষা ফুলের হলুদ মোহ দেখতে দর্শনার্থীদের ভিড়

একীভূত হচ্ছে সরকারের ৬ প্রতিষ্ঠান

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ম খা আলমগীরসহ ১৩ জনের বিরুদ্ধে ইইউবি’র মামলা

বিশ্বকাপে না থাকা বাংলাদেশের প্রতি যে বার্তা দিল স্কটল্যান্ড

দেশে মাদক সেবনকারী ৮২ লাখ, প্রায় ৬১ লাখই গাঁজাখোর

চমক রেখে বিশ্বকাপের জন্য দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : দুলু

ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদ গ্রেপ্তার

ছবি তোলায় আদালত চত্বরে সাংবাদিকের ওপর হামলা বিআরটিএ’র কর্মকর্তার

৫ শীর্ষ ব্যবসায়ীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ঘণ্টাব্যাপী বিশেষ বৈঠক

১০

আগামীতে নারীদের প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে : জামায়াত

১১

ডেমোক্র্যাটের মুসলিম নারী সদস্যের সম্পদ নিয়ে তদন্তের ঘোষণা ট্রাম্পের

১২

ভোটের দিন ফজর নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, ফলাফল নিয়ে ঘরে ফিরবেন : কায়কোবাদ

১৩

‘ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জাতি দায়মুক্ত হতে পারে না’

১৪

সন্ত্রাসী হামলায় ১০ সাংবাদিক আহত

১৫

বিশ্বকাপ বয়কটের দাবি জোরালো হচ্ছে

১৬

সাফে ব্যর্থতার নেপথ্যে কি ইনতিশার!

১৭

নারীদের মর্যাদা নিশ্চিত হবে এমন বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির

১৮

ফুটবল মাঠে বন্দুকধারীদের তাণ্ডব, প্রাণ গেল ১১ জনের

১৯

আইইউবিএটির সমাবর্তনে বৈশ্বিক শিক্ষার ওপর গুরুত্ব পররাষ্ট্র উপদেষ্টার

২০
X