জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ
আ.লীগ নেতা ও নারী এমপির হাতাহাতি

ইসলামপুর আ.লীগের ৫ সদস্যের তদন্ত কমিটি

হোসনে আরা ও আনোয়ার হোসেন। ছবি: কালবেলা
হোসনে আরা ও আনোয়ার হোসেন। ছবি: কালবেলা

জামালপুরের ইসলামপুর উপজেলায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হোসনে আরা এবং উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেনের মধ্যে হাতাহাতির ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে উপজেলা আওয়ামী লীগ।

শুক্রবার (১৮ আগস্ট) রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এবং সাধারণ সম্পাদক আব্দুস সালামের সই করা এক বিজ্ঞপ্তিতে ওই কমিটি গঠনের বিষয়টি জানা যায়।

তদন্ত কমিটিতে যাদের রাখা হয়েছে তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জামাল আব্দুল নাসের চৌধুরী, সহসভাপতি মজিবুর রহমান শাহজাহান, সহসভাপতি ফরিদ উদ্দিন আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক সরকার ও সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান। তাদের সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এদিকে জামালপুর-শেরপুর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হোসনে আরা শুক্রবার রাতে জেলা আওয়ামী লীগ বরাবর অভিযোগ করেছেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি বাকী বিল্লাহ্ অভিযোগটি গ্রহণ করেন। তিনি বলেন, ‘নারী সংসদ সদস্যের অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে আমরা বসে সিদ্ধান্ত নেব।’

বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় ওই ঘটনা ঘটে। দেশব্যাপী সিরিজ বোমা হামলার দিবস উপলক্ষে এ আয়োজন করা হয়।

এ বিষয়ে জামালপুর-শেরপুর আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য হোসনে আরা বলেন, ‘জাতীয় শোক দিবস উপলক্ষে গত আট দিন ধরে ইসলামপুর উপজেলায় নানা কর্মসূচি পালন করছি। আমি উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জামালপুর-শেরপুর আসনের সংরক্ষিত আসনের সংসদ সদস্য। উপজেলা আওয়ামী লীগের কোনো অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়া হয় না। তবু রাতে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সিরিজ বোমা হামলা দিবসের আলোচনা সভায় যাই। আলোচনা সভায় গিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলি, আমাকে উপজেলা আওয়ামী লীগের কোনো অনুষ্ঠান বিষয়ে বলা হয় না। এ কথা বলার পর কেউ কিছু না বললেও হঠাৎ উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন উত্তেজিত হয়ে তর্ক শুরু করেন।’

তিনি আরও বলেন, ‘একপর্যায়ে ওই উপজেলা আওয়ামী লীগ নেতা আমাকে লাঞ্ছিত করেন। এ ঘটনায় ইসলামপুর উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।’

শ্রমবিষয়ক সম্পাদক আনোয়ারুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এমপি হোসনে আরাই আমার হাতে ধাক্কা দিয়েছেন।’

এ ঘটনা জানতে চেয়ে ফোন করলে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল কালবেলাকে বলেন, ‘এমপি হোসনে আরা আনোয়ার হোসেনের ওপর চড়াও হলে মিটমাট করে দেওয়া হয়। এর অনেকক্ষণ পরে আবার এসে আনোয়ারের হাত ধরে ধাক্কা দেন তিনি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশ থেকে ‘সশরীরে’ আদালতে হাজির হওয়ার অভিনব কাণ্ড

ভালোবাসা চাইলেন মিমি চক্রবর্তী

এলপি গ্যাস আমদানিতে ভ্যাট কমাল সরকার

চীনা নাগরিকের হাত ধরে ঢাকায় অবৈধ আইফোন কারখানা

নির্বাচনের জন্য মাত্র তিন দিনে যত টাকা পেলেন ব্যারিস্টার ফুয়াদ

এবার ট্রাম্প ও নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিলেন ইরানের সেনাপ্রধান

ছেলের কাণ্ডে মায়ের অঝোরে কান্নার ভিডিও ভাইরাল

‘মেড ইন ইউএসএ’ লেখা অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী আটক 

চুয়াডাঙ্গায় ভুট্টা ক্ষেতে পড়ে ছিল অজ্ঞাত মরদেহ 

দ্বিতীয় দিনের মতো কমলো স্বর্ণের দাম

১০

ক্যারিয়ারের যে সময়টাতে সবকিছু শেষ করে দিতে চেয়েছিলেন মেসি

১১

নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড ইস্যুতে যে তথ্য জানাল ইসি

১২

ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্কের বিলে ট্রাম্পের সম্মতি, কারণ কী

১৩

বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও নির্বাচনে প্রভাব ফেলবে না : সালাহউদ্দিন

১৪

১৪ বছরের কিশোরীর অবিশ্বাস্য বিশ্বরেকর্ড

১৫

ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপ / ‘প্রয়োজনে জীবন দেব, তবু আমেরিকার কলোনি হবো না’

১৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

১৭

লাশ পোড়ানো ও মিছিলে নেতৃত্বদানকারী সেই যুবক গ্রেপ্তার

১৮

সাংবাদিক নঈম নিজামের মা ফাতেমা বেগম আর নেই

১৯

৩ দিনে যত টাকা পেলেন ব্যারিস্টার ফুয়াদ

২০
X