জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ
আ.লীগ নেতা ও নারী এমপির হাতাহাতি

ইসলামপুর আ.লীগের ৫ সদস্যের তদন্ত কমিটি

হোসনে আরা ও আনোয়ার হোসেন। ছবি: কালবেলা
হোসনে আরা ও আনোয়ার হোসেন। ছবি: কালবেলা

জামালপুরের ইসলামপুর উপজেলায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হোসনে আরা এবং উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেনের মধ্যে হাতাহাতির ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে উপজেলা আওয়ামী লীগ।

শুক্রবার (১৮ আগস্ট) রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এবং সাধারণ সম্পাদক আব্দুস সালামের সই করা এক বিজ্ঞপ্তিতে ওই কমিটি গঠনের বিষয়টি জানা যায়।

তদন্ত কমিটিতে যাদের রাখা হয়েছে তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জামাল আব্দুল নাসের চৌধুরী, সহসভাপতি মজিবুর রহমান শাহজাহান, সহসভাপতি ফরিদ উদ্দিন আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক সরকার ও সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান। তাদের সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এদিকে জামালপুর-শেরপুর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হোসনে আরা শুক্রবার রাতে জেলা আওয়ামী লীগ বরাবর অভিযোগ করেছেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি বাকী বিল্লাহ্ অভিযোগটি গ্রহণ করেন। তিনি বলেন, ‘নারী সংসদ সদস্যের অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে আমরা বসে সিদ্ধান্ত নেব।’

বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় ওই ঘটনা ঘটে। দেশব্যাপী সিরিজ বোমা হামলার দিবস উপলক্ষে এ আয়োজন করা হয়।

এ বিষয়ে জামালপুর-শেরপুর আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য হোসনে আরা বলেন, ‘জাতীয় শোক দিবস উপলক্ষে গত আট দিন ধরে ইসলামপুর উপজেলায় নানা কর্মসূচি পালন করছি। আমি উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জামালপুর-শেরপুর আসনের সংরক্ষিত আসনের সংসদ সদস্য। উপজেলা আওয়ামী লীগের কোনো অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়া হয় না। তবু রাতে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সিরিজ বোমা হামলা দিবসের আলোচনা সভায় যাই। আলোচনা সভায় গিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলি, আমাকে উপজেলা আওয়ামী লীগের কোনো অনুষ্ঠান বিষয়ে বলা হয় না। এ কথা বলার পর কেউ কিছু না বললেও হঠাৎ উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন উত্তেজিত হয়ে তর্ক শুরু করেন।’

তিনি আরও বলেন, ‘একপর্যায়ে ওই উপজেলা আওয়ামী লীগ নেতা আমাকে লাঞ্ছিত করেন। এ ঘটনায় ইসলামপুর উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।’

শ্রমবিষয়ক সম্পাদক আনোয়ারুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এমপি হোসনে আরাই আমার হাতে ধাক্কা দিয়েছেন।’

এ ঘটনা জানতে চেয়ে ফোন করলে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল কালবেলাকে বলেন, ‘এমপি হোসনে আরা আনোয়ার হোসেনের ওপর চড়াও হলে মিটমাট করে দেওয়া হয়। এর অনেকক্ষণ পরে আবার এসে আনোয়ারের হাত ধরে ধাক্কা দেন তিনি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিথ্যা প্রচারণার বিরুদ্ধে থানায় জিডি মহানগর বিএনপি নেতা কফিল উদ্দিনের

চাকরির নামে প্রতারণা, আমেরিকা প্রবাসী আটক 

শর্ত না মানলে ধ্বংস হবে গাজা সিটি : ইসরায়েল

নতুন করিডোর প্রকল্প শুরু করতে চায় চীন-পাকিস্তান

থানা হাজতে যুবকের মৃত্যু, এএসআইসহ ৩ পুলিশ প্রত্যাহার

চবিতে নিলস-সিইউ পাবলিক স্পিকিং প্রতিযোগিতা শনিবার

জাতীয় সংখ্যালঘু সম্মেলন হয়নি, কারণ জানাল পুলিশ

বাদশার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি মেয়র শাহাদাতের 

ঘুমাতে যাওয়ার কত আগে রাতের খাবার খাওয়া উচিত জেনে নিন

ফ্যাসিবাদের পুনরুত্থান ছাত্রসমাজ রুখে দেবে : আ স ম রব

১০

চমেকে ১০ চর্ম রোগ নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ 

১১

বিভাজন তৈরির অপচেষ্টা চালানো হয়েছে : মাওলানা হালিম

১২

আপনার শখের গাছের জন্য প্রাকৃতিক টনিক

১৩

শিগগির শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট : পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী 

১৪

ইউক্রেনের আরও ৩ গ্রাম দখলের দাবি রাশিয়ার

১৫

মিষ্টিমুখে অস্বাস্থ্যকর চিত্র, জরিমানা এক লাখ

১৬

‘মব’ করে তিন কিশোরকে বেঁধে বেধড়ক পিটুনি, নিহত ১

১৭

শিমুল বিশ্বাসের শারীরিক অবস্থা স্থিতিশীল, দেখতে গেলেন ডা. রফিক

১৮

আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপলের জরুরি সতর্কতা

১৯

এশিয়া কাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

২০
X