ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২০২৩-২৪ অর্থবছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
রোববার (২০ আগস্ট) দিনব্যাপী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলরুমে এ প্রশিক্ষণ দেওয়া হয়।
এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত উপপরিচালক (শস্য) আলমগীর কবির, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসরাত জাহান লিমা, উপসহকারী কৃষি কর্মকর্তা মোফাজুল হক।
এ সময় কন্দাল ফসল উৎপাদনে কৃষকদের দক্ষতা বৃদ্ধি, কন্দাল ফসলে নতুন জাতের ব্যবহার, আধুনিক পদ্ধতিতে চাষাবাদের কলা-কৌশল বিষয়ে আলোচনা হয়।
উপজেলার বিভিন্ন গ্রামের ৬০ জন কৃষক এ প্রশিক্ষণে অংশ নেন।
মন্তব্য করুন