আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৭ পিএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

সংস্কার না করে কোনো নির্বাচন হবে না : অধ্যাপক মুজিবুর রহমান

সাতক্ষীরার আশাশুনিতে জামায়াতের কর্মী সম্মেলনে বক্তব্য দেন অধ্যাপক মুজিবুর রহমান। ছবি : কালবেলা
সাতক্ষীরার আশাশুনিতে জামায়াতের কর্মী সম্মেলনে বক্তব্য দেন অধ্যাপক মুজিবুর রহমান। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, সংস্কার কাজ শেষ না করে কোনো নির্বাচন হবে না। আমাদের সন্তানরা রক্ত দিয়েছে কোনো তামাশা দেখার জন্য নয়। সন্ত্রাস, দখল, লুটপাট, চাঁদাবাজ মুক্ত সুখী-সমৃদ্ধি ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ত্যাগকে আমরা কোনো অবস্থায় বৃথা যেতে দিতে পারি না।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় সাতক্ষীরার আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, ফ্যাসিস্টকে বিতাড়িত করে নতুন কোনো ফ্যাসিস্টকে বাংলাদেশের মাটিতে জায়গা দেওয়া হবে না। যদি বর্তমান সরকার কোনো অবস্থায় সংস্কার কাজ শেষ না করে নির্বাচন দিতে চায় তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করবে।

অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, আগামী নির্বাচন হবে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন। বিগত ফ্যাসিস্ট আমলে যারা ভোট দিতে পারেনি তারা আগামী নির্বাচনে প্রাণ খুলে ভোট দেবে। ভোটকেন্দ্রে গেলে কেউ বলবে না আপনার ভোট অন্য কেউ দিয়ে গেছে বা আপনার ভোট দেওয়া হয়ে গেছে। যার ভোট সেই দেবেন, আর কোনো দিন যাতে একজনের ভোট অন্যজন যাতে না দিতে পারে সেই ব্যবস্থা সুনিশ্চিত করাই জামায়াতে ইসলামীর লক্ষ্য।

তিনি আরও বলেন, সরকারি সম্পদ বা জনগণের আমানত নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে সেজন্য জনগণকে আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসীন করার জন্য আহ্বান জানান কেন্দ্রীয় জামায়াতে এই নেতা।

আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে অতিথি হিসেবে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা জেলা আমির শহিদুল ইসলাম মুকুল, মুহাদ্দিস হাফেজ মাওলানা রবিউল বাশার, শেখ নুরুল হুদা, সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, মাওলানা মাহবুবে আলম, অ্যাড. আজিজুল ইসলাম, আব্দুস সোবহান মুকুল, উপাধ্যক্ষ আব্দুস সবুর, আলহাজ আবু বক্কর সিদ্দিক, নুরুল আবছার মোর্ত্তাজা, ডা. নুরুল আমীন, ইমামুল হোসেন প্রমুখ।

কর্মী সম্মেলন শুরুর আগে বেলা ১২টার দিকে বিভিন্ন ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মী মিছিলসহ সম্মেলনস্থলে জড়ো হয়। অপরদিকে একই দিন সকাল ১১টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অভ্যন্তরীণ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি উপজেলার মহিলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন নিয়ে কোনো টালবাহানা জনগণ মানবে না : টুকু

আঘাতে অসুস্থ বন্য হাতি, চিকিৎসা দিল বন বিভাগ

খাবার চুরি, বি‌য়ে না করেই ফি‌রে যা‌চ্ছিলেন বর

ঢাকাসহ যেসব এলাকায় বজ্রপাত হতে পারে শুক্রবার

নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না জনগণ : খসরু

কাশ্মীর ইস্যুতে সুর বদল যুক্তরাষ্ট্রের

ফিজিতে ‘দুর্দশায়’ ২৬ বাংলাদেশি, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

তিস্তা চরের নারী শ্রমিকদের মেলে না ন্যায্য মজুরি!

মে দিবসে ছিন্নমূল মানুষের পাশে ঢাবি ছাত্রদল

টানা তিন ম্যাচে একাদশের বাইরে রিশাদ, লাহোর কি ভুল পথে হাঁটছে?

১০

ভুল তথ্য প্রচারে ব্যবহার হচ্ছে এআই

১১

বিপিএসএ সভাপতি নাজমুল, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান

১২

কাশ্মীরে হামলা নিয়ে অমিত শাহর কঠোর হুঁশিয়ারি

১৩

শ্রমিক সমাবেশে শেকৃবি ছাত্রদলের অংশগ্রহণ

১৪

হাসনাত আবদুল্লাহর বাঁ হাতে পানি পানের ছবি প্রচার, যা জানা গেল

১৫

বাংলাদেশের পথে সামিত, আগেভাগেই এলো কানাডার ছাড়পত্র

১৬

মহাসমাবেশ সফলের লক্ষ্যে হেফাজত উত্তরা জোনের সমাবেশ ও গণমিছিল

১৭

রিউমর স্ক্যানারের প্রতিবেদন / সেনাপ্রধানকে নিয়ে এপ্রিলে ৬টি ভুল তথ্য প্রচার

১৮

শ্রমিক সমাবেশে নিজানের পক্ষে গণজোয়ার

১৯

দুই সপ্তাহে সোনার দাম সর্বনিম্ন

২০
X