ঝিনাইদহে বন্ধুর মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় মাসুম (২১) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
মাসুম সদর উপজেলার ফুরসুন্ধী ইউনিয়নের মিয়াকুন্ডু গ্রামের ইয়ারুল জোয়ারদারের ছেলে এবং আমেনা খাতুন ডিগ্রি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র।
এ বিষয়ে মাসুমের বন্ধু হৃদয় বলেন, ‘রোববার (২০ আগস্ট) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুশবাড়ীয়া বাজার থেকে আমার পালসার মোটরসাইকেলটি নিয়ে ঘুরতে যান মাসুম। হঠাৎ জরিপের হার্ডওয়ারের দোকানের সামনে এলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে পড়ে মাথায় আঘাত পান তিনি।’
পরে স্থানীয়রা ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানের কর্তব্যরত চিকিৎসক মাসুমের মৃত্যু হয়েছে বলে জানান।
এ বিষয়ে নারিকেলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আমির হোসেন বলেন, ‘মোটরসাইকেল থেকে পড়ে মাসুম নামের একজন মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
মন্তব্য করুন