সুনামগঞ্জের শান্তিগঞ্জে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার (৪ মার্চ) রাতে উপজেলার পাথারিয়া ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আহতদের চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শান্তিগঞ্জ থানার ওসি মো. আকরাম আলী বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীনাথপুর গ্রামের এলকাছ মিয়া ও ইদ্রিছ মিয়া গোষ্ঠীর লোকজনের সঙ্গে একই গ্রামের মো. মুরছালিন মিয়া, মনছুর উদ্দিন ও ইয়াস উদ্দিনসহ চার গোষ্ঠীর লোকজনের (মোড়লবাড়ির) দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনা বিচার-সালিশের মাধ্যমে শেষ হওয়ার কথা থাকলেও শেষ হয়নি। এতে ক্ষুব্ধ হন এলকাছ মিয়া গোষ্ঠীর লোকজন।
এ নিয়ে মঙ্গলবার বিকেলে এলকাছ মিয়া গোষ্ঠীর মহিলারা প্রতিপক্ষের লোকজনকে উদ্দেশ করে গালিগালাজ করলে তর্কে জড়িয়ে পড়েন তারা। পরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এক পক্ষ আরেক পক্ষকে হামলা করে। হামলায় অর্ধশতাধিক লোক আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী বলেন, আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন