শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ

রাজপথে লগি বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা করেছিল : চরমোনাই পীর

পঞ্চগড়ে চরমোনাই পীর। ছবি : কালবেলা
পঞ্চগড়ে চরমোনাই পীর। ছবি : কালবেলা

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের পীর ও আমির মাওলানা সৈয়দ মুফতি মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘রাজপথে বাংলাদেশের মানুষকে লগি বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা করেছিল। আজকে তারা ক্ষমতায় যাওয়ার পরে সে কথা ভুলে গেল কীভাবে। বিরোধীদলে থাকতে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি করেছিল। তারা ১০০ দিনের উপরে হরতাল করেছিল। আমরা সেসব ভুলিনি।’

সোমবার (২১ আগস্ট) বিকেলে পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের বোদা উপজেলা শাখার আয়োজনে তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ সম্মেলনে অবৈধ সরকারের পদত্যাগ এবং বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে বর্তমান সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবি তোলেন চরমোনাই পীর। এ ছাড়া বির্তকিত ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার প্রবর্তনের কথাও বলেন তিনি।

তিনি বলেন, ‘ফরিদপুরের ছাত্রলীগের এক নেতা দুই হাজার কোটি টাকা বিদেশে বেগমপাড়ায় পাচার করেছেন। এসব টাকা কী তার বাবার নাকি দাদার। এসব টাকা তো জনগণের কষ্টে আয় করা টাকা। ২০১৮ সালে প্রধানমন্ত্রী আমাদের সুষ্ঠু নির্বাচনের কথা বলে ডেকে নিয়েছিলেন। পরে তারা কথা রাখেনি। দিনের ভোটকে রাতে বাক্সে ঢুকিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে চুরির মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। তাই বর্তমান সরকার অবৈধ সরকার কারণ জনগণের ভোটে সরকার নির্বাচিত হয়নি। তারা সুষ্ঠু নির্বাচন দিয়ে দেখুক বাক্সে তাদের কত ভোট যায়।’

তিনি আরও বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল লক্ষ্য হলো দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তি। দেশ স্বাধীন করতে লাখ লাখ মানুষ রক্ত দিয়ে অনেক মা তার সন্তান হারিয়েছেন। দেশ স্বাধীন হওয়ার ৫২ বছর হলেও দেশ কী পেয়েছে। পাঁচবার চোরের দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এইটা একটা কলঙ্ক। দুঃখের বিষয় আমাদের দেশে ৯২ ভাগ মানুষ মুসলমান। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কোমলমতি শিশু তাদের পাঠ্যসূচির মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো আমাদের না কি আল্লাহ সৃষ্টি করেননি। আমরা না কি বানর থেকে সৃষ্টি হয়েছি। আর এই শিক্ষার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মগুলো নাস্তিক হবে।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের বোদা উপজেলা শাখার সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় জেলা শাখার সভাপতি আব্দুল হাই, সেক্রেটারি কারি মো. আব্দুল্লাহ ও ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সভাপতি মো.কামরুল হাসান প্রধান প্রমুখ বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই বিচারকের মোবাইল ফোন ও চশমা উদ্ধার

তারেক রহমানের জন্মদিনে শীতবস্ত্র বিতরণ

নিউমুরিং টার্মিনালের চুক্তির সব কার্যক্রম স্থগিতের নির্দেশ

সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শুক্রবার 

আ.লীগের ৫ শতাধিক সমর্থকের নামে চার মামলা, গ্রেপ্তার ২২

নির্বাচনের আগে ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন

স্ত্রী হারালেন তোফায়েল আহমেদ

রাতে ৫৬ নেতাকে সুখবর দিল বিএনপি

মাটি খুঁড়তেই বেরিয়ে আসে গ্রেনেড, বাড়িতে নিয়ে যান কৃষক

ইতালি যাওয়ার পথে গোপালগঞ্জের দুই যুবকের মৃত্যু

১০

জিম্বাবুয়ের কাছে লঙ্কানদের লজ্জার পরাজয়

১১

প্রথমবারের মতো কৃত্রিম দ্বীপ বানাচ্ছে পাকিস্তান

১২

গভীর রাতে সাংবাদিক-ব্যবসায়ীকে তুলে নেওয়ার ঘটনায় টিআইবির উদ্বেগ

১৩

২০২৬ বিশ্বকাপের প্লে-অফের ড্র চূড়ান্ত

১৪

ব্রাকসু নির্বাচনে তপশিল পরিবর্তন, জানা গেল ভোটের নতুন তারিখ

১৫

নিউইয়র্ক এলেই নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুঁশিয়ারি মামদানির

১৬

শীত কবে থেকে বাড়তে পারে, জানাল আবহাওয়া অফিস

১৭

কুয়াকাটায় বিসিসির উচ্চাভিলাসী প্রকল্প বাতিলের দাবি

১৮

জাতিসংঘের পরমাণু সংস্থার প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

১৯

বাকৃবির উদ্ভাবন, সামুদ্রিক শৈবালে মিলল রঞ্জক-অ্যাগার-সেলুলোজ

২০
X