কানাইঘাট (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ০৪:৪৫ পিএম
আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

নিহত শাহেদ আহমদ। ছবি : সংগৃহীত
নিহত শাহেদ আহমদ। ছবি : সংগৃহীত

সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী মঙ্গলপুর আলুবাড়ি এলাকার ভারতের অভ্যন্তরে শাহেদ আহমদ (২৫) নামে এক বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। নিহতের মরদেহ ভারতের সীমান্তরক্ষী বিএসএফেএর সহায়তায় মেঘালয় রাজ্য পুলিশ তাদের হেফাজতে নিয়ে গেছে বলে নিহত শাহেদের স্বজনরা দাবি করেছেন।

শুক্রবার (৭ মার্চ) সকালে ভারতের মেঘালয় রাজ্যের লাইজুরী বাঁশকোনা এলাকার ১৩১৯নং পিলারের অভ্যন্তরে শাহেদের গুলিবিদ্ধ লাশ পড়ে আছে বলে জানতে পারেন নিহতের পরিবার।

নিহত শাহেদ আহমদ সীমান্তবর্তী মঙ্গলপুর আলুবাড়ি গ্রামের মশাহিদ আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শাহেদ গতকাল বৃহস্পতিবার রাত ৭টার দিকে কাজের উদ্দেশে আরও বেশ কয়েকজনের সঙ্গে অবৈধভাবে ভারতের মেঘালয় রাজ্যের লাইজুরি এলাকায় অনুপ্রবেশ করে। বৃহস্পতিবার রাত পর্যন্ত তিনি বাড়িতে না ফিরলে শুক্রবার সকাল থেকে শাহেদ আহমদের পরিবারের লোকজন ও স্বজনরা তাকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে তারা জানতে পারেন শাহেদ আহমদের বুকে গুলিবিদ্ধ লাশ ভারতের মেঘালয় রাজ্যের লাইজুরী বাঁশকোনা এলাকার ১৩১৯নং পিলারের অভ্যন্তরে পড়ে রয়েছে।

শাহেদ আহমদের লাশ উদ্ধারের জন্য সীমান্তবর্তী লোভাছড়া বিজিবি ক্যাম্পের স্মরণাপন্ন হলে আইনি জটিলতা থাকায় তারা নিহতের লাশ উদ্ধার করতে পারেননি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার জানার পর তিনি বিজিবিকে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। তবে শাহেদ আহমদের লাশ ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়ায় সে দেশের পুলিশ লাশ তাদের হেফাজতে নিয়ে যায়।

স্থানীয়রা ধারণা করছেন, মাঝে মধ্যে ভারত থেকে অবৈধভাবে চিনি ও অন্যান্য পণ্যসামগ্রী বহনের জন্য সীমান্ত এলাকায় অনেকে ভারতে অনুপ্রবেশ করে থাকেন। বৃহস্পতিবার গভীর রাতে ভারতের লাইজুরি এলাকায় গুলির শব্দ শোনা গেছে। ধারণা করা হচ্ছে- অবৈধ অনুপ্রবেশ করায় গভীর রাতে ভারতীয় বিএসএফ কিংবা অস্ত্রধারী খাসিয়াদের গুলিতে শাহেদ আহমদ নিহত হয়েছেন। তার বুকে গুলির আঘাত রয়েছে বলে নিহতের পরিবারের লোকজন জানিয়েছেন।

লোভাছড়া বিজিবি ক্যাম্পে যোগাযোগ করা হলে জানানো হয়, শাহেদ আহমদ নামে এক যুবকের লাশ ভারতের অভ্যন্তরে পড়ে থাকার সংবাদ তারা পেয়েছেন। থানা পুলিশ শাহেদ আহমদের লাশ উদ্ধারে এগিয়ে এলে বিজিবি এক্ষেত্রে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে তার লাশ আনার ব্যবস্থা করতে পারে বলে তারা জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার কালবেলাকে জানান, ভারতের অভ্যন্তরে শাহেদ আহমদের লাশ পড়ে থাকার সংবাদ পেয়ে লাশ উদ্ধারে ব্যবস্থা নেওয়ার জন্য বিজিবিকে জানিয়েছেন।

কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল কালবেলাকে বলেন, শুনেছি শাহেদ আহমদ নামে এক যুবকের লাশ ভারতে পড়ে রয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে আমাদের কাছে এলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে শাহেদ আহমদের লাশ ফিরিয়ে আনতে পুলিশের যে ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটি আমরা করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘন কুয়াশায় ৭ ঘণ্টা বন্ধ ছিল ফেরি, চরম ভোগান্তি

লেবাননে ড্রোন হামলা চালাল ইসরায়েল

আ.লীগ নেতা তাজুল ইসলাম গ্রেপ্তার

সুন্দরবনে রিসোর্ট মালিকসহ অপহৃত ৩ জনকে উদ্ধার

ডিসেম্বরে ইরাকে ৩৫টির বেশি ভূমিকম্প

দীর্ঘ ১৯ বছর পর বগুড়া যাচ্ছেন তারেক রহমান ‎

নিউইয়র্কের আদালতে তোলা হচ্ছে মাদুরোকে

ঢাকায় শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

আলসার রোগীদের জন্য উপকারী কিছু পানীয়

প্রাপ্তবয়স্ক অবস্থায় যেভাবে বন্ধুত্ব গড়বেন

১০

দেশে পরপর দুবার ভূমিকম্পের আঘাত যা বললেন আবহাওয়া গবেষক পলাশ

১১

ঘন কুয়াশায় ২ নৌরুটে ফেরি চলাচল বন্ধ

১২

৫ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৩

বিভিন্ন সুবিধাসহ চাকরি দিচ্ছে হোন্ডা

১৪

অ্যাকাউন্টস বিভাগে নিয়োগ দিচ্ছে আবুল খায়ের গ্রুপ

১৫

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৬

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানে উদ্বেগ ৬ দেশের

১৭

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৮

আলোচনায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোপুত্র গুয়েরা

১৯

হাতাহাতি ও লাল কার্ডের ম্যাচে তহুরাদের ২৩ গোল

২০
X