জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনার জন্য সড়কে জ্যাম তৈরি হলে দ্রুতগতির এক মোটরসাইকেল পাথরবাহী দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল চালক।
শনিবার (০৮ মার্চ) সকাল ৬টার দিকে জামালপুর সদর উপজেলার জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের ছনকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার এসআই সাদেকুজ্জামান ভূঞা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে ছনকান্দা এলাকায় মহাসড়কের পাশে ট্রাক পরিষ্কার করছিলেন জুয়েল আকন্দ। এ সময় ময়মনসিংহ অভিমুখী অন্য একটি ডাম্প ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দিলে জুয়েল আকন্দ ঘটনাস্থলেই মারা যান। জুয়েল আকন্দ ছনকান্দা এলাকার মনছুর আলীর ছেলে। নিহত জুয়েলকে দেখতে সড়কে ভিড় করে স্থানীয়রা। এ সময় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
এতে সামান্য জ্যাম তৈরি হয় সড়কে। তখন ময়মনসিংহগামী এক মোটরসাইকেল ১০০ গজের মধ্যে দাঁড়িয়ে থাকা পাথরবাহী ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলচালক শাওন মিয়া ঘটনাস্থলেই মারা যান। শাওন জেলার বকশীগঞ্জ উপজেলার নুর ইসলামের ছেলে।
মোটরসাইকেলের পেছনের সিটে বসে থাকা একরামুল গুরুতর আহত হয়েছেন। একরামুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ধাক্কা দেওয়া ডাম্প ট্রাকের চালক টাঙ্গাইলের মামুন মিয়ার একটি পা ভেঙে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
সদর থানার এসআই সাদেকুজ্জামান ভূঞা কালবেলাকে জানান, ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে শুক্রবার গভীররাতে জামালপুর-টাঙ্গাইল সড়কের নারিকেলিতে সড়ক পারাপারের সময় ট্রাক চাপায় ঘটনাস্থলেই নিহত হন আনছু খান নামে এক ব্যবসায়ী। নিহত আনছু খান স্থানীয় মাধুর বাজার এলাকার মৃত মুছা খানের ছেলে।
মন্তব্য করুন