

রাঙামাটির মানিকছড়িতে চালবোঝাই একটি ট্রাক উল্টে সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়েছে। এতে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে শহরের শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধার নাম মোমিনা বেগম (৬০)। তিনি মানিকছড়ির বাসিন্দা।
স্থানীয়রা জানান, চট্টগ্রামগামী চালবোঝাই ট্রাকটি শিমুলতলী এলাকায় উঁচু রাস্তা ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় ট্রাকটি পেছনের দিকে নেমে এসে পেছনে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর উল্টে যায়। ট্রাকটি পেছনে নামতে দেখে অটোরিকশার যাত্রীরা বেরিয়ে আসতে পারলেও মোমিনা বেগম চাপা পড়েন।
ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. নুরুল হুদা জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে চাপা পড়া বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
মন্তব্য করুন