বগুড়া ব্যুরো
প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

এক টাকায় ইফতার বিক্রি করলেন হিরো আলম

এক টাকায় ইফতার বিক্রি করেন হিরো আলম। ছবি : কালবেলা
এক টাকায় ইফতার বিক্রি করেন হিরো আলম। ছবি : কালবেলা

বগুড়ায় এক টাকায় ইফতার বিক্রি করলেন কনটেন্ট ক্রিয়েটর বহুল আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম। ‘আত্ম মানবতায় সমাজ গড়ি, দানে নয় নিজের টাকায় ইফতার করি’ স্লোগানকে সামনে রেখে বগুড়ার একদল যুবকের উদ্যোগে গড়া ‘লাইফ লাইন’ সংগঠনের ব্যানারে শামিল হয়ে তিনি এ ইফতার বিক্রি করেন।

বুধবার (১২ মার্চ) ইফতারের আগে শহরের প্রাণ কেন্দ্র সাতমাথায় দাঁড়িয়ে অসহায় এবং দুস্থদের মাঝে মাত্র এক টাকায় তিনি এই ইফতার বিক্রি করেন।

এসময় তিনি বলেন, ‘লাইফ লাইন’ সংগঠনের এ উদ্যোগ দেখে তিনি খুশি হয়েছেন। তাদের কাজ দেখে তিনি মুগ্ধ হয়েছেন। এজন্য আলম ফাউন্ডেশনের মাধ্যমে তিনি আগামী ১০ দিন এই ইফতার বিক্রি করবেন। এসময় তিনি প্রায় ৩০০ মানুষের মধ্যে এক টাকায় ইফতার বিতরণ করেন। এছাড়াও কারও কোনো সহযোগিতা লাগলে তিনি তা করবেন।

তিনি আরও বলেন, আপনারা সবাই জানেন আমি রাজনীতির সঙ্গে নেই। আমি রাজনীতি ছেড়ে দিয়েছি। বর্তমানে দেশের পরিস্থিতি ভালো না। আপনারা সবাই জানেন ছিনতাই, হাইজ্যাকার এবং ধর্ষণ বেড়ে গেছে। বর্তমানে দেশের মানুষ খুব একটা ভালো নেই। প্রতিদিন ঘর থেকে বের হয়ে সুস্থ হয়ে ঘরে ফিরবেন, তার কোনো নিরাপত্তা নেই। এজন্য আমাদের সবাইকে নিরাপত্তার জন্য কঠোর হতে হবে।

তিনি বলেন, আমরা চাইবো দেশটাকে সুন্দর থাকতে হবে। কারণ যেহেতু ৫ আগস্ট গণ-আন্দোলনের মধ্য দিয়ে দেশটা স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা ধরে রাখতে হলে সবাইকে ভালো কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন আহসান হাবীব সেলিম, ওয়াহেদুর রহমান রবি, মুক্তার শেখ, মাওলানা আসলাম হোসাইন, রাজু আহমেদ এবং হিরো আলমের ছেলে আবির।

রমজানের প্রথম দিন থেকে বিকেল ৫টার পর ২০০ জনের বেশি লোকের জন্য ইফতারের প্যাকেট নিয়ে হাজির হচ্ছেন তারা। শহরের ছিন্নমূল, ভিখারি, রিকশাচালক এবং স্বল্প আয়ের মানুষ এক টাকায় ইফতার কিনছেন।

রমজানের প্রথম দিন থেকেই শহরের সাতমাথায় ‘লাইফ লাইন’ ব্যানারে ইফতার বিক্রি করছেন এই তরুণরা। রমজানজুড়ে তারা ১ টাকায় ইফতার বিক্রির কর্মসূচি চালাবেন বলে জানিয়েছেন।

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বাজারে রোজা রেখে অনেকের ভাগ্যে ইফতার জোগাড় করাও কঠিন হয়ে পড়ে, এমন ব্যক্তিদের কথা চিন্তা করে গত বছর নিজের ক্যামেরা বিক্রির টাকায় মাত্র ৫০ প্যাকেট ইফতার নিয়ে এক টাকায় বিক্রি শুরু করেন ভিডিও এবং ফটোগ্রাফি পেশায় যুক্ত আহসান হাবীব সেলিম। তার এমন উদ্যোগ স্বাগত জানিয়ে তার বন্ধুবান্ধব এবং কাছের মানুষেরা এগিয়ে আসেন। পরবর্তীতে পুরো মাসজুড়ে চলে তাদের এই আয়োজন। গত রমজানে তারা এক দিনে সর্বোচ্চ ৫০০ ব্যক্তির মাঝে এক টাকায় ইফতার বিক্রি করেছেন।

চলতি রমজানেও তারা একইভাবে পুরো মাস অসহায় মানুষদের পাশে এক টাকায় ইফতার নিয়ে হাজির হয়েছেন।

আহসান হাবীব সেলিম বলেন, ‘লাইফ লাইন, উই আর ফ্যামিলির ব্যানারে আমরা অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করি। গত বছর থেকে আর্ত মানবতার সেবায় কাজ করার চেষ্টা করছি। রমজানে এক টাকায় ইফতার দিয়ে অসহায় নিম্নবিত্তদের পাশে দাঁড়ানো দিয়ে আমরা আমাদের কাজ শুরু করি। এরপর গত শীতে এক টাকায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছি। এবার রমজানে এক টাকায় ইফতার বিক্রি করছি।’

সেলিম আরও বলেন, ‘একজন এক টাকায় একটি প্যাকেট নিতে পারেন। এবার এখন পর্যন্ত আমরা একদিনে সর্বোচ্চ আড়াইশ মানুষকে ইফতার দিতে পেরেছি। আগামীতে আরও বড় আয়োজনের ইচ্ছা আছে।

তিনি বলেন, বছরের ১১ মাস ব্যবসা করে আয় করি, আর রোজার মাসে ১ টাকায় ইফতার বিতরণ করি। মাঝেমধ্যে দুই-একজন বন্ধু সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

তিনি বলেন, কোনো দিন সাড়ে তিন হাজার, আবার কোনো দিন ৫ হাজার টাকা খরচ পড়ে যায়। অসহায় গবিব মানুষদের এক টাকায় ইফতার তুলে দিতে আমাদের আরও সহযোগিতা প্রয়োজন।

আপনারা তো ফ্রিতেই ইফতার বিতরণ করতে পারতেন, এক টাকায় কেন বিক্রি করছেন জানতে চাইলে সেলিম বলেন, ‘ফ্রিতে কোনো কিছু খাওয়া আর নিজের টাকায় কিনে খাওয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তারা যেন উপলব্ধি করতে পারে, তারা নিজের টাকায় কিনে খাচ্ছে, দয়ায় না; এজন্য তাদের কাছ এক টাকা করে নিচ্ছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নজরুল বিশ্ববিদ্যালয়ে নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের দাবি সাদা দলের শিক্ষকদের

বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার কমনওয়েলথ মহাসচিবের

যে তারিখে জন্ম সে তারিখে বিয়ে করলে কি ক্ষতি হয়? যা বলছেন বিশেষজ্ঞ

স্টেডিয়ামে ধ্বংস করা হলো উদ্ধারকৃত ১৬ ককটেল

যাবজ্জীবনে দণ্ডিত গ্রেপ্তার আলম মলমপার্টির ‘সক্রিয়’ সদস্য

এবার ব্রুনাইয়ের জালে বাংলাদেশের গোলবন্যা

চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

মুখ খুললেন তানজিন  তিশা

ভূমিকম্প নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি

বাংলাদেশ শ্রমবাজার জরিপ-২০২৫–এ ‘দক্ষতা ও চাহিদা’ অংশ সম্পন্ন করলো বিএমই

১০

ব্র্যাক ইউনিভার্সিটি ও সুইসকন্টাক্টের চুক্তিতে শুরু হচ্ছে ইএসজি সার্টিফিকেট কোর্স

১১

মায়ের সুতোয় ছেলে-মেয়েদের স্বপ্ন

১২

দল থেকে সুখবর পেলেন বিএনপির ২০ নেতা

১৩

একদিনই ইসরায়েলি বাহিনী ‘২৭ বার যুদ্ধবিরতি ভেঙেছে’

১৪

এনআইডি কার্যক্রম সংশোধনে ইসির নতুন সিদ্ধান্ত

১৫

নির্বাচনে সশস্ত্র বাহিনীর ভূমিকা হবে গুরুত্বপূর্ণ : নৌবাহিনী প্রধান

১৬

বাংলাদেশে ডেঙ্গু ভ্যাকসিন এখনো চালু না হওয়ার কারণ

১৭

তাজরীনের আগুনে ঝলসে যাওয়া স্মৃতি, ১৩ বছর পরও শ্রমিকদের আর্তনাদ

১৮

নির্বাচন ও গণভোট একসঙ্গে হলে ব্যয় বাড়বে: অর্থ উপদেষ্টা

১৯

কক্সবাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

২০
X