ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ০৩:১৪ পিএম
আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৩:২৯ পিএম
অনলাইন সংস্করণ

গোয়াল ঘরের পাশে ছিল বিশালাকৃতির কুমির

স্থানীয়দের সহযোগিতায় কুমিরটি উদ্ধার করা হয়। ছবি : সংগৃহীত
স্থানীয়দের সহযোগিতায় কুমিরটি উদ্ধার করা হয়। ছবি : সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপার খুলুমবাড়ি এলাকা থেকে বিশালাকৃতির একটি কুমির উদ্ধার করেছে স্থানীয়রা। এ সময় গোবিন্দপুর গ্রাম ও খুলুমবাড়িয়া এলাকায় ইউনিয়নের হাজার হাজার জনতা কুমিরটি এক নজর দেখার জন্য ভিড় জমায়।

বুধবার (১২ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ৭নং হাকিমপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের একটি গোয়াল ঘরের পাশ থেকে কুমিরটি উদ্ধার করা হয়।

এদিকে কুমির উদ্ধারের ঘটনাটি অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান জানতে পারলে স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের সহযোগিতায় কুমিরটি শৈলকুপা থানা পুলিশ ও বন বিভাগের কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

গোবিন্দপুর গ্রামের আশিকুর রহমান জানান, তারা কয়েক বন্ধু তারাবির নামাজ শেষে একটি দোকানে বসেছিলেন। এর মধ্যে জানতে পারে তাদের গোয়াল ঘরের পাশে বিশাল আকৃতির একটি কুমির গোঙ্গানির শব্দ করছে। যা নদী থেকে প্রায় এক কিলোমিটার দূরে। পরে গ্রামবাসী একসাথে প্রথমে জাল দিয়ে তাকে আটকানোর চেষ্টা করি। এরপর সম্ভব না হলে কুমিরের মাথায় পানি ঢাললে সে শান্ত হয়। পরে তার মাথায় হাত বুলিয়ে ধীরে ধীরে কুমিরটি রশি দিয়ে আটকাতে সক্ষম হয়। সাথে সাথে ঘটনাটি জানাজানি হলে গোবিন্দপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে কুমিরটি এক নজর দেখতে হাজার হাজার জনতা উপস্থিত হয়। পরে অবস্থা বেগতিক হলে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম কুমিরটি উদ্ধার করে তার জিম্মায় নিয়ে যান।

হাকিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম জোয়ার্দ্দার জানান, ঢাকা থেকে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামন তাকে জানান, তার এলাকায় একটি কুমির জনতা উদ্ধার করেছে। সাথে সাথে কুমিরটি তিনি জনতার হাত থেকে উদ্ধার করে পুলিশ ও বন বিভাগের কর্মকর্তাদের নিকট হস্তান্তর করি।

শৈলকুপা বন কর্মকর্তা মখলেচুর রহমান বলেন, খুলুমবাড়ির গড়াই নদী এলাকা থেকে বিশাল আকৃতির একটি কুমির এলাকাবাসীরা উদ্ধারের পর তার কাছে হস্তান্তর করেছেন। তার কাছে কুমির রেসকিউ করার মতো সরঞ্জামাদি না থাকায় খুলনা বিভাগীয় বন বিভাগে খবর দেওয়া হয়। গভীর রাতে খুলনা বন বিভাগের টিম এসে কুমিরটি নিয়ে যায়।

শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, হাকিমপুর ইউনিয়নের খুলুমবাড়িয়া এলাকা থেকে একটি কুমির উদ্ধার করে জীবিত অবস্থায় থানায় নিয়ে আসা হয়। রাতেই কুমিরটি উদ্ধার করে খুলনায় নিয়ে যাওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফোন-ল্যাপটপ বিক্রি বা সারাতে দেওয়ার আগে যেসব কাজ করা জরুরি

স্বর্ণের দাম আরও কমলো

নোয়াখালীর সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন সৌম্য

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা

মুস্তাফিজকে আইপিএলে ফেরানোর ‘টোপে’ রাজি হয়নি বিসিবি!

‘মহাশ্মশান’ নিয়ে ফিরল সোনার বাংলা সার্কাস

রাজধানীতে লাইফস্টাইল মেলা, চলবে ৩ দিন

কানাডার হয়ে খেলতে ভারতের নাগরিকত্ব ছাড়লেন তারকা খেলোয়াড়!

মাদুরোর মতো আরেক নেতাকে ধরার আহ্বান জেলেনস্কির

উপদেষ্টা পরিষদের বৈঠকে ৪ অধ্যাদেশ অনুমোদন

১০

মুস্তাফিজের আইপিএল না খেলা নিয়ে মিকি আর্থারের প্রতিক্রিয়া

১১

রাজনৈতিক ভেদাভেদ ভুলে উন্নয়নের আহ্বান : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১২

ধূমপানের ক্ষতি পুষিয়ে তুলতে সাহায্য করে যে ৫ খাবার

১৩

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের বহ্নিশিখা : কবীর ভূঁইয়া 

১৪

কলা খাওয়ার সঠিক সময় কখন? জেনে নিন

১৫

বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে যা বললেন তামিম

১৬

খালেদা জিয়াকে বাদ দিয়ে দেশের গণতন্ত্রের ইতিহাস রচনা সম্ভব নয় : রহমাতুল্লাহ

১৭

পেয়ারা খোসাসহ খাওয়া ভালো নাকি খোসা ছাড়িয়ে, যা বলছেন পুষ্টিবিদ

১৮

জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন

১৯

সীমান্তে বিএসএফের সড়ক নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় বন্ধ কাজ

২০
X