ফেনী প্রতিনিধি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ১২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

যৌতুকের জন্য নববধূকে পিটিয়ে হত্যা, শ্বশুর গ্রেপ্তার

গ্রেপ্তার সাহাব উদ্দিন। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার সাহাব উদ্দিন। ছবি : সংগৃহীত

ফেনী সদরে যৌতুক না পেয়ে মারজান আক্তার ঝুমুর নামের এক নববধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত ৪ মার্চ উপজেলার কালীদহ ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। ওই নববধূকে পেটানোর পর আহত হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

সবশেষ শনিবার (১৫ মার্চ) সকালে মৃত্যুর কাছে হার মানেন ওই নববধূ। এ ঘটনায় শনিবার রাতেই পুলিশ এজহারভুক্ত আসামি ঝুমুরের শ্বশুর সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে।

মামলার এজাহার ও নববধূর পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিকভাবে বিগত ৮ ডিসেম্বর ফেনী সদর উপজেলার দক্ষিণ গোবিন্দপুর এলাকার কামু ভূঞা বাড়ির প্রবাসী ছায়েদুর রহমান তৌহিদের সঙ্গে সোনাগাজীর আলমপুরের ঝুমুরের বিবাহ হয়। স্বল্প পরিসরে বিয়ের পর ঝুমুরের স্বামীর পরিবারের আপত্তির কারণে বিগত ২৭ ফেব্রুয়ারি বড় আয়োজন করে ২ শতাধিক লোককে দাওয়াত করে খাওয়ানো হয়।

ওই অনুষ্ঠানের পর ঝুমুরের স্বামী ও তার পরিবারের লোকজন ৩ লাখ টাকা ও ৫ ভরি সোনা যৌতুক দাবি করে। কিন্তু ঝুমুরের নির্মাণ শ্রমিক বাবার পক্ষে তা অসম্ভব হওয়ায় নববধূ ঝুমুরের উপর নির্যাতনের খড়্গ নেমে আসে। ৪ মার্চ সকালে এসব বিষয় নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে স্বামী তৌহিদ, শ্বশুর সাহাব উদ্দিন ও শাশুড়ি বিবি হাজেরা একত্রিত হয়ে ঝুমুরকে পিটিয়ে গুরুতর জখম করে। অবস্থা বেগতিক দেখে স্বামী ও পরিবারের সদস্যরা তাকে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ঝুমুরের মা ফরিদা আক্তার জানান, খবর পেয়ে মেয়েকে দেখতে আমরা চট্টগ্রাম হাসপাতালে যাই। সেখানে মেয়ের মুখে নির্যাতনের বিস্তারিত জেনে বুধবার (১২ মার্চ) ফেনী মডেল থানায় মেয়ের জামাই তৌহিদ, শ্বশুর সাহাব উদ্দিন ও শাশুড়ি হাজেরাকে আসামি করে আমার স্বামী আবদুল আলিম বাদী হয়ে মামলা করে। শনিবার (১৫ মার্চ) সকালে আমার মেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।

ফেনী মডেল থানার ওসি তদন্ত ইকবাল হোসেন কালবেলাকে জানান, নববধূকে নির্যাতনের ঘটনায় তার শ্বশুর সাহাব উদ্দিনকে শনিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তৌসিফ-তিশা

স্থায়ী বসবাসের নিয়মে কড়াকড়িতে যাচ্ছে যুক্তরাজ্য

রাবির অ্যাপ্লায়েড কেমিস্ট্রি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠনের নেতৃত্বে নজরুল-মিজানুর

এবার গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতির ওপর হামলা

৩ মাস ধরে ওষুধ সংকট, রোগীরা ফিরছেন খালি হাতে

শপিং ব্যাগের মূল্য নেওয়া বন্ধে আড়ংকে লিগ্যাল নোটিশ

যুবলীগের ৩ নেতা আটক

বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

বিইউবিটির শিক্ষার্থীদের আন্তর্জাতিক স্বর্ণপদক জয়

খাগড়াছড়ির ঘটনায় প্রতিবেশী দেশের ইন্ধন রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

১০

বিসিবি নির্বাচন / বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন যারা

১১

পরিবেশের অবনতি হচ্ছে ইউরোপে, ইইএর সতর্কবার্তা

১২

ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

১৩

খাগড়াছড়ির দুই সড়কে অবরোধ শিথিল 

১৪

চ্যাম্পিয়ন হওয়ায় এসিসি যা দিচ্ছে তার ৮ গুণ অর্থ পুরস্কার পাচ্ছে ভারত!

১৫

জামায়াত আমিরের সঙ্গে ভুটান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করে প্রশংসায় ভাসছেন যুবদলের নেতাকর্মীরা

১৭

জাতীয় পার্টির রওশনপন্থি মহাসচিব মামুনুর রশিদ গ্রেপ্তার

১৮

নিরপেক্ষ নির্বাচনের জন্য সব ধরনের সহায়তার আশ্বাস যুক্তরাজ্যের

১৯

কুষ্টিয়ায় ৬ হত্যা: ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৪ অক্টোবর

২০
X