ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রসূতির পেটে গজ রেখেই সেলাই করেছিলেন চিকিৎসক

আদর্শ ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতাল। ছবি : কালবেলা
আদর্শ ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতাল। ছবি : কালবেলা

বগুড়ার ধুনটে মহনা খাতুন (২৪) নামে এক প্রসূতির সিজারের সময় পেটের ভেতর সার্জিক্যাল গজ রেখে সেলাই করে দিয়েছেন এক চিকিৎসক। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

মহনা খাতুন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার হরিনাথপুর গ্রামের লিটন মিয়ার স্ত্রী। মহনা খাতুন বর্তমানে বগুড়া শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মহনা খাতুনের প্রসব ব্যথা ওঠায় ২০২৪ সালের ১৯ জুলাই ধুনট হাসপাতাল রোডে অবস্থিত আদর্শ ডায়াগনস্টিক সেন্টার এ্যন্ড হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন বিকেলে তাকে সিজারিয়ান অপারেশন করেন ডা. সাখাওয়াত হোসেন। এ সময় মহনা এক পুত্র সন্তানের জন্ম দেন। এরপর ২১ জুলাই দুপুর ১টায় মহনা খাতুনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। কিছুদিন পর তিনি পেটে ব্যথা অনুভব করেন। কিন্ত অনেক চিকিৎসার পরও সুস্থ হননি তিনি। এ বিষয়টি নিয়ে আদর্শ ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালের পরিচালক আব্দুল মোমিনের সঙ্গে যোগাযোগ করেন ভুক্তভোগী নারীর স্বামী লিটন মিয়া।

তখন হাসপাতালের পরিচালক আব্দুল মোমিন বিভিন্নভাবে ভয়ভীতি দেখানোসহ লিটন মিয়াকে বিষয়টি প্রকাশ না করার জন্য চাপ সৃষ্টি করেন। এ অবস্থায় ৪ জানুয়ারি বগুড়ার একটি ক্লিনিকে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, মহনার পেটের ভেতর সার্জিক্যাল গজ রয়েছে। চিকিৎসকের পরামর্শে শহরের অন্য একটি বেসরকারি হাসপাতালে অপারেশন করে তার পেট থেকে সার্জিক্যাল গজ বের করা হয় এবং তাকে ব্যবস্থাপত্র দিয়ে বাড়িতে পাঠানো হয়।

পরে তার পেটে অপারেশন করার স্থানে ইনফেশন হয়। এ সময় চিকিৎসকের পরামর্শে ফের বগুড়া শহরের ওই হাসপাতালে ভর্তি হলে মহনাকে মঙ্গলবার (৮ এপ্রিল) দ্বিতীয় দফায় অপারেশন করা হয়। মহনা শহরের ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আদর্শ ডায়াগনস্টিক সেন্টার এ্যান্ড হাসপাতালের পরিচালক আব্দুল মোমিন বলেন, এ বিষয়টি জানার পর ভুক্তভোগী নারী ও তার পরিবারের সঙ্গে কয়েক দফা যোগাযোগ করা হয়েছে। কিন্ত তারা কোনো সাড়া দেননি।

এ বিষয়ে ডা. সাখাওয়াত হোসেন বলেন, এ ঘটনার কথা শুনেছি। কিন্তু প্রসূতির পরিবারের কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি। যোগাযোগ করলে হয়তো পরীক্ষা-নীরিক্ষা করে বিষয়টির সমাধান করা যেত।

অভিযোগটির তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই মোস্তাফিজ আলম বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। দ্রুত সময়ের মধ্যে তদন্ত কাজ শেষ করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ কাদির বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে নতুন করে বিপ্লবী গার্ড বাহিনীর ২ সদস্য নিহত

ইসরায়েলি প্রধানমন্ত্রীর মুখপাত্রকে বরখাস্ত, নেপথ্যে নেতানিয়াহুর স্ত্রী

স্ত্রী চাকরি ছাড়তে না চাওয়ায় স্বামীর আত্মহত্যার চেষ্টা

হাসিনা রেহানা জয়সহ ১০০ জনকে নিয়ে গেজেট প্রকাশ

সীমান্তে দাদাবাবুদের বাহাদুরির দিন শেষ হয়েছে : নাহিদ ইসলাম

মামলা দেওয়ায় মোটরসাইকেলে আগুন দিলেন চালক

মেয়ের সঙ্গে মাস্টার্স পর্যন্ত পড়তে চান বাবা

কুমিল্লায় ট্রিপল মার্ডার / দোষ স্বীকার করে জবানবন্দি দেবেন বাচ্চু মেম্বার

ইরানে বিপদে লাখ লাখ আফগান, জাতিসংঘের উদ্বেগ

ঢাকার সঙ্গে সম্পর্ককে যেভাবে দেখে ওয়াশিংটন, জানালেন কুগেলম্যান

১০

ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে

১১

৩ ভাইকে পাশাপাশি সমাহিত, সন্তান হারিয়ে হতভম্ব দরিদ্র পিতা

১২

খুলনায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ 

১৩

চিরনিদ্রায় শায়িত হলেন মাহমুদুর রহমানের মা

১৪

শহীদদের সন্তানদের প্রাধান্য দিচ্ছে সরকার : শারমিন মুরশীদ

১৫

নতুন বাংলাদেশ পাওয়ার একটাই পথ— ইসলাম : ড. মাসুদ

১৬

কিছু দল নির্বাচন নিয়ে ডাবল স্ট্যান্ডবাজি করছে : রিজভী 

১৭

৫ দেশের প্রতিনিধির সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

১৮

ডেঙ্গুতে বরগুনায় থামছে না মৃত্যুর মিছিল

১৯

আজ পবিত্র মুহররম ও আশুরা, মর্যাদা ও তাৎপর্য 

২০
X