বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ঐতিহাসিক খেরুয়া মসজিদ পরিদর্শনে সস্ত্রীক ইরানের রাষ্ট্রদূত

বগুড়ার শেরপুরে ঐতিহাসিক খেরুয়া মসজিদ পরিদর্শনে ইরানের রাষ্ট্রদূত। ছবি : কালবেলা
বগুড়ার শেরপুরে ঐতিহাসিক খেরুয়া মসজিদ পরিদর্শনে ইরানের রাষ্ট্রদূত। ছবি : কালবেলা

বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি ও তার স্ত্রী জাহেরা চাভোশি বগুড়ার ঐতিহাসিক খেরুয়া মসজিদ পরিদর্শন করেছেন। পাশাপাশি ঐতিহ্যবাহী এই ধর্মীয় স্থাপনাটি ঘুরে দেখেন তারা।

সোমবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে শেরপুর উপজেলার ওই মসজিদটি পরিদর্শন করেন তারা।

এদিকে ইরানের রাষ্ট্রদূতের সফরকে কেন্দ্র করে এলাকায় নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ মোতায়েন, চলাচল নিয়ন্ত্রণ এবং পর্যাপ্ত প্রস্তুতির মাধ্যমে স্থানীয় প্রশাসন সফরটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সক্রিয় ভূমিকা রাখে।

পরিদর্শনকালে রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন তার স্ত্রী জাহেরা চাভোশি। এ সময় তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরিন, সহকারী কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব গাজি সালাউদ্দীন তানভীর, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক ড. আহমেদ আবদুল্লাহ, শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইয়াসিন আলী হিমেল প্রমুখ।

এ সময় স্থানীয়দের পক্ষ থেকে রাষ্ট্রদূত দম্পতিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও বাংলাদেশের আতিথেয়তার নিদর্শন হিসেবে তাদের শেরপুরের ঐতিহ্যবাহী দই উপহার হিসেবে প্রদান করা হয়, যা তারা আনন্দের সঙ্গে গ্রহণ করেন।

খেরুয়া মসজিদ পরিদর্শন শেষে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী পরিচালক ড. আহমেদ আবদুল্লাহ জানান, ইরানের রাষ্ট্রদূত তিন দিনের সফরে দেশের উত্তরাঞ্চলে এসেছিলেন। খেরুয়া মসজিদ পরিদর্শনের মধ্য দিয়ে তার এ সফরের সমাপ্তি হয়েছে। এই সফর বাংলাদেশ ও ইরানের মধ্যকার সাংস্কৃতিক সম্পর্ক আরও মজবুত করবে।

উল্লেখ্য, খেরুয়া মসজিদ একটি মুঘল স্থাপত্যে অনুপ্রাণিত ঐতিহাসিক নিদর্শন, যা বাংলার মুসলিম স্থাপত্য ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে বিবেচিত। এই স্থাপনাটি দেখতে প্রতি বছর দেশি-বিদেশি পর্যটক ও গবেষকরা ছুটে আসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র, ক্ষমতা ও নীরবতার সময় ডাভোসে ট্রাম্প

ভারত বিশ্বকাপের অ্যাক্রিডিটেশন বাতিল, প্রতিক্রিয়ায় যা বললেন সাংবাদিকরা

এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি বানানোর নয়, রাষ্ট্র বিনির্মাণের :  রবিউল

পাগড়ি পরিয়ে ৩৫ কোরআনে হাফেজকে সম্মাননা

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নুরুদ্দিন অপুর ধানের শীষের সমর্থনে এক হলেন শরীয়তপুর ৩ আসনের সব দল

ডাকসু সদস্য সর্বমিত্র চাকমাকে শোকজ

আশি বছর বয়সী তুতা মিয়ার জীবন কাটে রিকশার প্যাডেলে

নির্বাচনী প্রতিশ্রুতি নয়, জনগণের প্রতি দায়বদ্ধতা : রবিন

বিএনপি নেতা আনম সাইফুলের মা জাহানারা বেগম আর নেই

১০

ইরানে হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না আমিরাত

১১

সবার জন্য ন্যায়বিচার ও কর্মসংস্থানের বাংলাদেশ গড়া হবে : জামায়াত আমির

১২

যে কোনো সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা চুক্তি সই : জেলেনস্কি

১৩

ইরান ইস্যুতে ইরাক থেকে হুমকি পেল যুক্তরাষ্ট্র

১৪

বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করল আইসিসি

১৫

স্বর্ণের দামে নতুন ইতিহাস, ভরিতে বাড়ল ৫ হাজার

১৬

অভিনয় ছেড়ে দুবাইয়ে ব্যবসায় মজেছেন অভিনেত্রী

১৭

জামিন পেলেও এখনই মুক্তি মিলছে না সাদ্দামের

১৮

নারী নির্মাতাদের চলচ্চিত্র নির্মাণ কর্মশালার দ্বিতীয় আসর সম্পন্ন 

১৯

‘ইয়ামাল অন্য গ্রহের খেলোয়াড়’

২০
X