শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ০৭:৪১ এএম
অনলাইন সংস্করণ

আপত্তিকর ব্যানার নিয়ে উদ্বেগ-নিন্দা সিইউজের

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম প্রেস ক্লাব ভবনে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভর নাম ও ছবি ব্যবহার করে ব্যানার টানানোর ঘটনায় গভীর ক্ষোভ, নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে সিইউজে। সেইসঙ্গে দ্রুত ব্যানার অপসারণ করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান সিইউজের নির্বাহী কমিটির নেতারা।

বিবৃতিতে বলা হয়, ‘চট্টগ্রামের সাংবাদিকদের উদ্ভূত সমস্যার সমাধানে মূল বিষয়কে এড়িয়ে সাংবাদিকদের নাম ও ছবি ব্যবহার করে খোদ প্রেস ক্লাব ভবনেই ব্যানার টানানো অশালীন, অমানবিক ও ন্যায়বিচার পরিপন্থি।’

এতে আরও বলা হয়, ‘অতি সম্প্রতি চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের কাছে চট্টগ্রামের ৯৯ শতাংশ পেশাজীবী সাংবাদিকের স্বার্থে চট্টগ্রামের সবচেয়ে বৃহৎ ও প্রাচীন সংগঠন সিইউজের কার্যালয় তালামুক্ত করে স্বাভাবিক কার্যক্রম নিশ্চিতের দাবিতে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। সৌহার্দ্যপূর্ণ, ফলপ্রসূ আলোচনায় স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক উদ্ভূত পরিস্থিতি নিরসনে দ্রুত উদ্যোগ গ্রহণে আশ্বাস দিয়েছেন।’

‘এরপর থেকেই একটি মহল, বিশেষ করে সিইউজে নেতৃবৃন্দের বিরুদ্ধে সামাজিকমাধ্যমে নানা অপপ্রচার শুরু করেছে। স্মারকলিপিটি প্রদানের দুদিনের মাথায় প্রথমে সিইউজে সভাপতি ও সাধারণ সম্পাদকের ছবি ও নাম উল্লেখ করে এবং পরে ব্যানার পাল্টিয়ে শুধু সভাপতির নাম ও ছবি উল্লেখ করে পরপর দুটি আপত্তিকর ব্যানার সাঁটানো হয়।’

‘সাংবাদিকদের নাম ও ছবি ব্যবহার করে চট্টগ্রাম প্রেস ক্লাব ভবনে এ রকম ব্যানার টানানোর সঙ্গে জড়িতরা অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে বলে আমরা মনে করি। একই সঙ্গে ষড়যন্ত্রকারীরা সাংবাদিকদের ঐক্য বিনষ্টেরও ষড়যন্ত্র করছে। এ ধরনের ঘটনা মতপ্রকাশের স্বাধীনতার প্রতি সরকারের অঙ্গীকারকেও প্রশ্নবিদ্ধ করছে। সাংবাদিকদের সম্মান ও মর্যাদাকে অবজ্ঞা করা হচ্ছে।’

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রেস ক্লাবের মতো ভবনে সাংবাদিকদের নাম ও ছবি ব্যবহার করে ব্যনার টানানো মুক্ত সাংবাদিকতা ও সংবাদপত্রের প্রতি হুমকি। কারা এ ধরনের বিদ্বেষপ্রসূত কাজ করছেন এবং কেন করছেন, তা চট্টগ্রামের সচেতন সাংবাদিকরা অবগত। প্রশাসনসহ দায়িত্বশীল রাজনীতিবিদদের এ ব্যাপারে সচেতন ভূমিকা রাখা প্রয়োজন। সাংবাদিকদের বিরুদ্ধে দেওয়া এই ধরনের উদ্দেশ্যপ্রণোদিত অরুচিকর ব্যানার দ্রুত অপসারণ করে, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারকে আন্তরিকভাবে অনুরোধ করেছেন সিইউজে নেতৃবৃন্দ।

গণমাধ্যম, সাংবাদিক এবং সাংবাদিকদের অধিকারের স্বার্থে তাদের নির্বাচিত প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলেও বিবৃতিতে উল্লেখ করে সিইউজে।

বিবৃতিদাতারা হলেন সিইউজের সিনিয়র সহসভাপতি ও দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সিনিয়র সহ-সম্পাদক স. ম ইব্রাহিম, সহসভাপতি ও দৈনিক কালবেলার চট্টগ্রামের ব্যুরো চিফ সাইদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকার সিনিয়র প্রতিবেদক ওমর ফারুক, অর্থ সম্পাদক ও বাংলানিউজ২৪.কমের সিনিয়র ফটো করেসপন্ডেন্ট সোহেল সরোয়ার, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশের চট্টগ্রাম ব্যুরো ইনচার্জ সুবল বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং বাংলানিউজ২৪.কমের স্টাফ করেসপন্ডেন্ট মিনহাজুল ইসলাম, নির্বাহী সদস্য ও ডেইলি নিউজ টাইমসের ব্যুরো প্রধান আহসান হাবিবুল আলম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ঢাকার হয়ে বিপিএল মাতাবেন তাসকিন

নোট অব ডিসেন্টসহ ঐকমত্য হওয়া জুলাই সনদের আইনানুগ বাস্তবায়ন চায় বিএনপি

জাহানারার বিস্ফোরক অভিযোগে তদন্তে নামছে বিসিবি

ঐকমত্য কমিশনের ব্যয় সংক্রান্ত প্রতিবেদনের প্রতিবাদ

মির্জা ফখরুলকে ফোন করে আলোচনার আহ্বান জামায়াতে ইসলামীর

আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

মারা গেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী

চার দশক পর মার্কিন কংগ্রেস থেকে অবসর নিলেন ন্যান্সি পেলোসি

মাদক ও চাঁদাবাজমুক্ত ঢাকা-১১ গড়ার অঙ্গীকার ড. কাইয়ুমের

গাজায় আরও ফিলিস্তিনি নিহত, লেবাননেও ইসরায়েলি হামলা

১০

ক্রান্তিকালীন একমাত্র বিএনপিই দেশের হাল ধরেছে : মোস্তফা জামান

১১

জাতীয় নির্বাচনের আগেই গণভোট করতে হবে : জামায়াত আমির

১২

একই বিদ্যালের ৮ শিক্ষার্থীর হঠাৎ শ্বাসকষ্ট, হাসপাতালে ভর্তি

১৩

ঢাকা-১২ আসনে আনোয়ারুজ্জামানকে ধানের শীষে মনোনীত করতে মিছিল

১৪

স্থগিত হওয়া পদ ফিরে পেলেন বিএনপি নেতা কচি

১৫

ঘাটাইলে বিএনপির ওবায়দুল হক নাসিরের মনোনয়ন পরিবর্তন দাবি

১৬

১৯৩ নন-ক্যাডারকে সহকারী সমাজসেবা পদে নিয়োগের নির্দেশ

১৭

‘জরুরি প্রয়োজন’ ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন বন্ধ

১৮

মধ্যপ্রাচ্যের এক দেশে সিরিজ হামলা ইসরায়েলের

১৯

সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাঁচ শতাধিক পরিবারের বিএনপিতে যোগ

২০
X