ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ০৭:৩০ পিএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ডিসি নিয়োগে ৩ কোটি টাকার ভুয়া চেক দাতা সেই সোবেদ আলী গ্রেপ্তার

গ্রেপ্তার মির্জা সোবেদ আলী রাজা। ছবি : কালবেলা
গ্রেপ্তার মির্জা সোবেদ আলী রাজা। ছবি : কালবেলা

ডিসি পদায়নের নামে তিন কোটি টাকার ভুয়া চেক দাতা সেই মির্জা সোবেদ আলী রাজাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২০ এপ্রিল) ময়মনসিংহ গোয়েন্দা পুলিশ (ডিবি) জেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে।

এ ছাড়া ভুয়া চেক দিয়ে ডিসি পদায়নসহ সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্নজনের ছবির সাথে অশ্লীল ভিডিও তৈরি করে ফেসবুকে অপপ্রচার ও প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সর্বশেষ কোতোয়ালি মডেল থানায় দায়ের করা পর্নোগ্রাফি আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ময়মনসিংহের ডিবি পুলিশের ওসি মহিদুল ইসলাম নিশ্চিত করেছেন। জানা যায়, শেখ হাসিনা সরকার পতনের পর জনপ্রশাসনের কর্মকর্তাদের বিতর্কিত করতে ৩ কোটি টাকার একটি ভুয়া চেক দিয়ে ডিসি পদায়নের চেষ্টা করেন দৈনিক প্রলয় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এই সোবেদ আলী রাজা। যা প্রকাশ হলে প্রশাসনে ব্যাপক তোলপাড় শুরু হয়। এরপরই তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয় প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে।

সম্প্রতি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক খায়রুল আলম রফিক ও সাংবাদিক রেজাউল করিম রেজা এবং সাংবাদিক মনসুর আলম মুন্নার ছবি দিয়ে অশ্লীল ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন ধরে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন প্রতারক চক্রের এ সদস্য।

এসবের উপর ভিত্তি করে সাংবাদিক রেজাউল করিম রেজা বাদী হয়ে গত ৮ এপ্রিল ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানায় একটি পর্নোগ্রাফি আইনের ধারায় মামলা দায়ের করেন৷ এতে মির্জা সোবেদ আলী রাজাসহ ছয়জনকে আসামি করা হয়। ভুয়া ফেসবুক আইডি খুলে সাংবাদিক ও প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টনক নড়েছড়ে বসে। অবশেষে তাকে গ্রেপ্তার করে ডিবি।

প্রতারক চক্রের অন্যতম মাফিয়া সোবেদ আলী রাজা কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত আব্দুল হাই মাস্টারের ছেলে। বর্তমানে ময়মনসিংহ নগরী আর কে মিশন রোড এলাকায় বসবাস করছেন তিনি।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম খান জানান, পর্নোগ্রাফি আইনে মামলার ভিত্তিতে মির্জা সোবেদ আলী রাজাকে গ্রেপ্তার করা হয়েছে। আসামী দীর্ঘদিন ধরে সাংবাদিক ও প্রশাসনকে নিয়ে ভুয়া আইডি খুলে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) আসামিকে আদালতে আনা হলে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। পরে আদালত ৩ দিনের রিমান্ড মুঞ্জুর করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তত্ত্বাবধায়ক বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি 

এক নজরে দেখে নিন এশিয়া কাপে অংশগ্রহণকারী ছয় দলের স্কোয়াড

জনবল সংকট আর ঝুঁকিপূর্ণ ভবনে ধুঁকছে স্বাস্থ্যসেবা

কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ

পলক-আনিসুল-সালমান-কামরুলসহ ৬ জন নতুন মামলায় গ্রেপ্তার 

জেনে নিন বাড়তি আয়ের ৫টি চমৎকার উপায়

সীমানা পুনর্নির্ধারণ: ইসিতে চতুর্থ দিনের শুনানি চলছে

ডাকসুর ভিপি প্রার্থী জালালের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

আইপিএল থেকে অবসরের ঘোষণা তারকা স্পিনারের

শাহবাগ মোড় অবরোধ করে প্রকৌশল শিক্ষার্থীদের বিক্ষোভ

১০

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে এফআইআর

১১

বিদ্যুতায়িত মাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মেয়েরও

১২

শান্তিরক্ষা মিশনে যোগ দিতে কঙ্গো গেলেন পুলিশের ১৮০ সদস্য

১৩

স্কিন ক্যান্সারে আক্রান্ত সাবেক তারকা ক্রিকেটারের আবেগঘন বার্তা

১৪

সবুজের আঁচলে পাহাড়ি জীবনের ভরসা জুম চাষ

১৫

আর্জেন্টিনাকে যে শাস্তি দিল ফিফা

১৬

আমান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে বিদেশ গমনে নিষেধাজ্ঞা

১৭

আসছে বাহুবলি: দ্য এপিক

১৮

দীর্ঘ ক্যারিয়ারে নিজের সেরা ইনিংস কোনটি, শচীনের উত্তর শুনে অবাক সবাই

১৯

নদীপাড়ের ফসলি জমিতে মাটি কাটার মহোৎসব

২০
X