ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ০৭:৩০ পিএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ডিসি নিয়োগে ৩ কোটি টাকার ভুয়া চেক দাতা সেই সোবেদ আলী গ্রেপ্তার

গ্রেপ্তার মির্জা সোবেদ আলী রাজা। ছবি : কালবেলা
গ্রেপ্তার মির্জা সোবেদ আলী রাজা। ছবি : কালবেলা

ডিসি পদায়নের নামে তিন কোটি টাকার ভুয়া চেক দাতা সেই মির্জা সোবেদ আলী রাজাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২০ এপ্রিল) ময়মনসিংহ গোয়েন্দা পুলিশ (ডিবি) জেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে।

এ ছাড়া ভুয়া চেক দিয়ে ডিসি পদায়নসহ সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্নজনের ছবির সাথে অশ্লীল ভিডিও তৈরি করে ফেসবুকে অপপ্রচার ও প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সর্বশেষ কোতোয়ালি মডেল থানায় দায়ের করা পর্নোগ্রাফি আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ময়মনসিংহের ডিবি পুলিশের ওসি মহিদুল ইসলাম নিশ্চিত করেছেন। জানা যায়, শেখ হাসিনা সরকার পতনের পর জনপ্রশাসনের কর্মকর্তাদের বিতর্কিত করতে ৩ কোটি টাকার একটি ভুয়া চেক দিয়ে ডিসি পদায়নের চেষ্টা করেন দৈনিক প্রলয় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এই সোবেদ আলী রাজা। যা প্রকাশ হলে প্রশাসনে ব্যাপক তোলপাড় শুরু হয়। এরপরই তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয় প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে।

সম্প্রতি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক খায়রুল আলম রফিক ও সাংবাদিক রেজাউল করিম রেজা এবং সাংবাদিক মনসুর আলম মুন্নার ছবি দিয়ে অশ্লীল ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন ধরে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন প্রতারক চক্রের এ সদস্য।

এসবের উপর ভিত্তি করে সাংবাদিক রেজাউল করিম রেজা বাদী হয়ে গত ৮ এপ্রিল ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানায় একটি পর্নোগ্রাফি আইনের ধারায় মামলা দায়ের করেন৷ এতে মির্জা সোবেদ আলী রাজাসহ ছয়জনকে আসামি করা হয়। ভুয়া ফেসবুক আইডি খুলে সাংবাদিক ও প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টনক নড়েছড়ে বসে। অবশেষে তাকে গ্রেপ্তার করে ডিবি।

প্রতারক চক্রের অন্যতম মাফিয়া সোবেদ আলী রাজা কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত আব্দুল হাই মাস্টারের ছেলে। বর্তমানে ময়মনসিংহ নগরী আর কে মিশন রোড এলাকায় বসবাস করছেন তিনি।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম খান জানান, পর্নোগ্রাফি আইনে মামলার ভিত্তিতে মির্জা সোবেদ আলী রাজাকে গ্রেপ্তার করা হয়েছে। আসামী দীর্ঘদিন ধরে সাংবাদিক ও প্রশাসনকে নিয়ে ভুয়া আইডি খুলে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) আসামিকে আদালতে আনা হলে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। পরে আদালত ৩ দিনের রিমান্ড মুঞ্জুর করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবককে কুপিয়ে হত্যা

বিয়েতে মাইক বাজানোর শাস্তি বেত্রাঘাত!

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কড়াইল বস্তিবাসীর পাশে যুবদল নেতা

বড়পুকুরিয়ায় কয়লা স্তূপে ধস

চবিতে ভুয়া শিক্ষার্থী আটক

ব্যাডমিন্টন ফেডারেশনের নতুন সভাপতি হাবিব উল্লাহ ডন

জনগণের ভোটের আঘাতে সব ষড়যন্ত্র ধসে পড়বে : গয়েশ্বর

স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের নির্ভরতায় সশস্ত্র বাহিনী

সিরামিক এক্সপো ২০২৫ প্রারম্ভে - ডিবিএল সিরামিকস সৌজন্যে প্রীতি ফুটবল ম্যাচ

জেলে বসেই অনার্সে ফার্স্ট, ১২ বছর পর মাস্টার্সেও প্রথম স্থান—কে এই শিবির নেতা?

১০

ভাতিজার লাথিতে প্রাণ গেল চাচার

১১

বহিষ্কৃত ৭৪ নেতাকে ‍নিয়ে বিএনপির সিদ্ধান্ত

১২

কর্মবিরতির ঘোষণা শিক্ষকদের / প্রাথমিকের বার্ষিক পরীক্ষা ঘিরে অনিশ্চয়তা

১৩

মা ও দুই শিশুর মরদেহ পৃথক স্থানে দাফন, মামলা হয়নি এখনো

১৪

গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে হবে : সেলিমা রহমান

১৫

বিশ্বকাপ ড্র ফরম্যাটে বড় পরিবর্তন আনল ফিফা

১৬

গোলাম রাব্বানীর ছাত্রত্ব ও এক পদ বাতিল করল ঢাবি

১৭

সাভারে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

১৮

দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মিলছে না সার

১৯

দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে অটোর ধাক্কা, স্কুলশিক্ষক নিহত

২০
X