চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ১১:৪৮ এএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ০৭:২৯ পিএম
অনলাইন সংস্করণ

অবৈধ কার্যকলাপে ২ কিশোরীকে পুলিশে দিল পরিবার

ফরিদগঞ্জ থানার ফটক। ছবি : সংগৃহীত
ফরিদগঞ্জ থানার ফটক। ছবি : সংগৃহীত

চাঁদপুরে অবৈধ কার্যকলাপের অভিযোগে দুই কিশোরীকে পুলিশে সোপর্দ করেছেন অভিভাবকরা। অভিযুক্ত ওই দুই কিশোরী বিয়ের কথা বললেও প্রমাণ দেখাতে পারেনি।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে তাদের চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

থানায় হস্তান্তর করা দুই কিশোরীর মধ্যে একজন চাঁদপুরের ফরিদগঞ্জের উপজেলার (২০); অন্যজন গোপালগঞ্জের কোটালিপাড়ার (১৬)। দুই কিশোরীই ভিন্ন ধর্মের অনুসারী বলে জানা গেছে।

পরিবারের বরাতে পুলিশ জানায়, চলতি বছরের জানুয়ারি মাসে উভয়ের টিকটকের মাধ্যমে পরিচয়। এরই মাঝে একে অপরের বাড়িতে আসা-যাওয়া ও মনের ভাববিনিময় হয়। একপর্যায়ে তারা গত ১৭ এপ্রিল পরিণয় সূত্রে আবদ্ধ হওয়ার সত্যতা স্বীকার করেছে। তবে তারা বিবাহবন্ধনের কোনো প্রমাণপত্র দেখাতে পারেনি।

অভিযুক্ত এক কিশোরী বলেন, আমি দশম শ্রেণিতে পড়ি। আমি গোপালগঞ্জের কোটালিপাড়ায় থাকি। ৩ বোন ও ১ ভাইয়ের মধ্যে আমি সবার ছোট। মা আমার আচরণ অস্বাভাবিক জানিয়ে আমাকে ঘরে তালাবন্ধ করে রেখেছিল। পরে তার কথায় আমি সুযোগ বুজে চলতি মাসের ৬ এপ্রিল বাসা ছেড়ে পালিয়ে আসি। এরপর তার সঙ্গে নরসিংদীতে আমার এক বান্ধবীর বাসায় দুজনে থাকি। এরপর ১৭ এপ্রিল ঢাকায় আমাকে বিয়ে করে সে। আমি আমার হাতেও তার নামে ট্যাটু লিখেছি। আমি তার সঙ্গে সংসার করতে না পারলে মারা যাব।

অভিযুক্ত আরেক কিশোরী বলেন, আমার জন্য সে ঘর ছেড়েছে। আমি ওকে বিয়ে করেছি। ওকে আমি কারো কাছে যেতে দিব না। সে শুধু আমার।

তারা আরও বলেন, আমরা আবেগে নয় বরং মন থেকেই একে অপরের প্রতি ভালোলাগা থেকে ভালোবাসা ও অবশেষে পরিণয় সূত্রে আবদ্ধ হই।

এই ঘটনায় আইনি পদক্ষেপ সম্পর্কে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ্ আলম জানান, গোপালগঞ্জের ওই কিশোরী হারিয়েছে মর্মে একটি জিডি হয়েছে। মূলত চলতি বছরের জানুয়ারি মাসে উভয়ের টিকটকের মাধ্যমে পরিচয়। তারা গত ১৭ এপ্রিল তারিখে পরিণয় সূত্রে আবদ্ধ হওয়ার সত্যতা স্বীকার করেছে। তবে তারা বিবাহের কোনো প্রমাণ দেখাতে পারেনি। কিশোরীটি হারিয়ে যাওয়া জিডিমূলে পুলিশ তাকে উদ্ধার করেছে। তাকে তার বাড়িতে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলি হামলায় গাজায় হাসপাতালের পরিচালক নিহত

হবিগঞ্জে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত

ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি হবে কি না, জানালেন সংস্কৃতি উপদেষ্টা

ক্রিকেট ছাড়ার পর রেসলিংয়ে নাম লেখাতে যাচ্ছিলেন সাবেক ইংলিশ তারকা!

তাজিয়া মিছিল নিয়ে ডিএমপির নির্দেশনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

অপ্রত্যাশিত ধসের আক্ষেপে তাসকিন

ঘুমের মধ্যে দম আটকে যাওয়া কীসের লক্ষণ, হলে কী করবেন?

ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক তৌহিদুলের শুধু বদলি নয়, অপসারণ চান কর্মকর্তারা

আরবের কোথায় গেলে খরচ কম, কোথায় সবচেয়ে বেশি

১০

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

১১

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ? 

১২

আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৩

বাসায় তৈরি ক্রিমেই দূর হবে মুখের দাগছোপ

১৪

বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ ২ সদস্য নিহত

১৫

বিলুপ্তির দ্বারপ্রান্তে ঐতিহ্যবাহী তাঁতশিল্প

১৬

৬৫ যাত্রী নিয়ে ডুবে গেল কাঠের নৌকা

১৭

চুক্তিতে না এলে জাপানকে ৩৫ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের

১৮

মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা বিআরটিএর

১৯

মঙ্গলে প্রাণ নেই কেন? নতুন তথ্য দিল নাসা

২০
X