সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নেহের নিগার তনুকে বদলি করা হয়েছে। এ উপজেলায় পদায়ন করা হয়েছে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহকে।
গত শুক্রবার (১৮ এপ্রিল) কালবেলার অনলাইনে ‘বদলির আদেশের পরও স্বপদে বহাল ইউএনও তনু’ শিরোনামে সংবাদ প্রকাশ হলে মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
বিষয়টি প্রশাসনের নজরে আসলে রোববার (২৭ এপ্রিল) নেহের নিগার তনুকে সরিয়ে অরুপ রতন সিংহকে পদায়ন করে পরিপত্র জারি করা হয়।
এর আগে, গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ইউএনও তনুর বিরুদ্ধে বিভাগীয় কমিশনার বরাবর অভিযোগ দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সাবেক যুগ্ম সদস্য সচিব ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সদস্য মহিদ হাসান শান্ত।
মন্তব্য করুন