

সুনামগঞ্জের মধ্যনগরে চলমান ডেবিল হান্ট অপারেশন ফেজ ২-এর আওতায় অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার দুগনই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. সিরাজুল ইসলাম উপজেলার চামরদানী ইউনিয়নের দুগনই গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে। তিনি মধ্যনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
পুলিশ সূত্র জানায়, মো. সিরাজুল ইসলাম ২০২৪ সালের নভেম্বর মাসে মধ্যনগর থানায় দায়ের হওয়া একটি রাজনৈতিক মামলার তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে চিহ্নিত ছিলেন। মামলার তদন্তের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন