চাঁদপুরের বিপণিবাগে খণ্ডিত মাথা দেখে নিজ গরু শনাক্ত করলেন মালিক আব্দুল মতিন মিজি। রোববার (৪ মে) রাতে এ তথ্য জানিয়েছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।
জানা যায়, চাঁদপুর সদরের তরপুরচণ্ডীর সেনের দীঘির পাড়ের বাসিন্দা আব্দুল মতিন মিজির একটি গরু চুরি হয়। গরুটি ৫০ হাজার টাকার বিনিময়ে কসাইয়ের কাছে বিক্রি করে দেন মোহাম্মদ সোহাগ নামে এক যুবক। পরে খুঁজতে খুঁজতে একপর্যায়ে দুপুরে বিপণিবাগ বাজারে কসাইখানায় গিয়ে মতিন দেখেন তার গরুটির খন্ডিত মাথা পড়ে রয়েছে। আর বাকি অংশ করা হয়েছে টুকরো টুকরো। পরে গরুর খণ্ডিত মাথা দেখে হারিয়ে যাওয়া গরুটি শনাক্ত করার পর তথ্য-উপাত্তে বেরিয়ে আসে চোর মোহাম্মদ সোহাগের নাম। এরপর সোহাগকে খুঁজে বের করে উত্তমমধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।
ঘটনা প্রসঙ্গে গরুর মালিক আব্দুল মতিন মিজি বলেন, গরুটা একটা গাভি। এর একটা বাছুরও রয়েছে। দিনে গড়ে ৮ কেজি করে দুধ দিত গরুটি। আমার গরুটা চুরি করে কসাইয়ের কাছে বিক্রি করে সোহাগ। গরুটি কসাই জবাই করলেও গরুর খণ্ডিত মাথা দেখে আমি শনাক্ত করতে সক্ষম হই। আমার এই গরুর দাম প্রায় এক লাখ ৭৫ হাজার টাকা। কিন্তু সোহাগ গরুটি মাত্র ৫০ হাজার টাকায় বিক্রি করে দেয়।
পুলিশি হেফাজতে থাকা চোর মোহাম্মদ সোহাগ বলেন, বড্ড অভাবে পরে আমি গরুটি চুরি করেছিলাম। আমি কখনো এমন চুরি করিনি। অনেক টাকা ধারদেনা হওয়ায় শয়তানের পাল্লায় পড়ে এই ভুল কাজটি করে ফেলেছি। আমাকে ক্ষমা করলে আমি আর এই কাজ করব না।
ওসি মো. বাহার মিয়া বলেন, একজন গরু চোরকে ধরে মানুষ পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আমরা এই চোর চক্র সম্পর্কে তথ্য উপাত্ত সংগ্রহ করছি।
মন্তব্য করুন